অনেকেই শেরপুর টু ঢাকা এই রুটে বাসে যাতায়াত করেন। আমরা সব সময় বাসে যাতায়াত এর ক্ষেত্রে ভালো কিছু আশা করি এবং ভালো কিছু খুঁজে। কারণ সচারাচর আমাদের দেশে বাস যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির শিকার বেশি দেখা যায়। তবে আপনি যদি সব তথ্য জেনে শুনে বাসে যাতায়াত করেন তাহলে আমার মনে হয় আপনার যাতায়াত আরামদায়ক হবে।
আপনার যাতায়াত আরো আরামদায়ক করতে আজকে আমরা নিয়ে এলাম শেরপুর টু ঢাকা এই রূটের সকল বাসের সময়সূচী সকল বাসের ভাড়া এবং এই বাসের টিকিট গুলো আপনি কিভাবে অনলাইন থেকে সংগ্রহ করবেন সেই সম্পর্কিত যাবতীয় তথ্য। আমরা চেষ্টা করব বিষয়গুলো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে এবং আপনাদের সমস্যার সমাধান করতে।
শেরপুর টু ঢাকা বাস সার্ভিস
শেরপুর বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বেশ কিছুদিন আগেও ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগের অন্তর্গত ছিল এবং যার কারণে শেরপুর জেলা টি ঢাকা বিভাগের অন্তর্গত ছিল। কিন্তু দেশের সর্বকনিষ্ঠ বিভাগ হিসেবে যখন ময়মনসিংহ জন্ম নিল তখন শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের অন্তর্গত হয়ে গেল। উত্তরে ভারতের মেঘালয় হয়েছে শেরপুরের এবং শেরপুরে দক্ষিণ–পশ্চিমে জামালপুর জেলা রয়েছে ও পূর্ব দিকে ময়মনসিংহ জেলা রয়েছে।
শেরপুরে রয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। এছাড়াও শেরপুরে রয়েছে 10 এর অধিক নদী এ ছাড়াও বহু নদী এর পূর্বে ছিল যেগুলো এখন মৃত হয়ে গেছে। আপনারা যারা পর্যটন পিপাসু রয়েছেন তাদের জন্য রয়েছে ঐতিহাসিক গজনী অবকাশ কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এই গজনী অবকাশ কেন্দ্র বেড়াতে যান। এছাড়াও শেরপুরে আরো প্রায় চল্লিশটির মতন দর্শনীয় স্থান রয়েছে যেখানে সৌন্দর্যপিপাসু ব্যাক্তিরা নিয়মিত বেড়াতে যান।
শেরপুরের রয়েছে শেরপুর সরকারি কলেজ ও শেরপুর সরকারি মহিলা কলেজ। এছাড়াও রয়েছে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী এবং শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট। এছাড়াও আরও প্রায় দশটির মতন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে যেখানে শেরপুরে সকল শিক্ষার্থী তাদের পড়াশোনার কার্যক্রম পরিচালনা করে। শেরপুরে প্রায় সকল ধরনের ফসল ফলে তার মধ্যে প্রধান ফসল হলো ধান, পাট, গম, সরিষা, আলু, বাদাম এবং তরকারি এই জেলার প্রধান উৎপাদিত ফসল।
শেরপুরে জন্মগ্রহণ করেছে বহু উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যারা দেশের উন্নয়নে অবদান রেখে গেছেন। বিভিন্ন পেশার মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য ঢাকার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। যে সকল শিক্ষার্থী রয়েছে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ঢাকাতে যায় এবং সেখানে চাকরির খোঁজ করে এসব কারণে বহু মানুষ শেরপুর টু ঢাকা এই রুটে বাস চলাচল করে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল শেরপুর টু ঢাকা এই রুটে যে সকল বাস চলাচল করে তাদের সময়সূচী সম্পর্কে।
শেরপুর টু ঢাকা বাসের সময়সূচী
আপনারা অনেকেই শেরপুর টু ঢাকা এই রুটের বাসের সময়সূচী এর তথ্য গুলো জানতে চেয়েছেন। এখন এই রুটে বেশ কয়েকটি বাস চলাচল করে তার মধ্যে হানিফ এন্টারপ্রাইজের বাস গুলো অন্যতম। আমরা চেষ্টা করব আজকে হানিফ এন্টারপ্রাইজ এর সকল বাসের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার।
সকালের বাসের সময়সূচী
- ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস শেরপুর এর উদ্দেশ্যে যাত্রা করে। এই নন–এসি বাসটি ঢাকা থেকে ভোর 4 টা 55 মিনিটে শেরপুর এর উদ্দেশ্যে রওনা শুরু করে। বাসটি যদিও শেরপুরে পৌঁছায় কিন্তু বাসটি আসলে আরো বড় যাত্রা করে সেটি হল সিলেট পর্যন্ত। বাসটি শেরপুরে গিয়ে পৌঁছায় দুপুর 12 টা 45 মিনিটে।
- হানিফ এন্টারপ্রাইজ তাদের শেরপুর টু ঢাকা এই রুটে চালু রেখেছে একটি নন এসি বাস। বাসটি ঢাকা থেকে যাত্রা শুরু করে এবং আশুগঞ্জ হয়ে শেরপুরে পৌঁছায়। শেরপুর থেকে আবার শুরু করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা। ঢাকা থেকে এই বাসটি ছেড়ে আসে ভোর 5:30 মিনিটে এবং শেরপুরে এসে পৌঁছায় দুপুর 12 টা 10 মিনিট।
- আরো একটি বাস রয়েছে যা হানিফ এন্টারপ্রাইজ এর একটি বাস। বাসটিতে ঢাকা টু শেরপুর এই রুটে চলাচল করে ভোর 5 টা 45 মিনিটে শেরপুরে উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাসটি যাত্রা শেষ করে শেরপুরে গিয়ে সকাল 11 টা 10 মিনিটে।
- হানিফ এন্টারপ্রাইজ শেরপুর টু ঢাকা এবং ঢাকা টু শেরপুর এর উঠে তাদের বহুবাস চালু রেখেছে। এই বাস গুলার মধ্যে আরেকটি বাস দেখি সকালে যাত্রা শুরু করে সেটি হল হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস। বাসটি ঢাকা থেকে শেরপুর এর উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 8:30 এবং দুপুর 1:30 মিনিটে শেরপুরে এসে পৌঁছায়।
- সকালে যারা যাতায়াত করতে পছন্দ করে তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজ রেখেছে ঢাকা টু শেরপুর এই বাসটি। এইবাস ঢাকা থেকে সকাল 8 টা 55 মিনিটে শেরপুর এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং দুপুর 2:30 মিনিটে শেরপুরে গিয়ে পৌঁছবে।
দুপুরের বাসের সময়সূচী
- দুপুরে যারা বাসে যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজ এসেছে দুপুরের সময় একটি নন এসি বাস ঢাকা টু শেরপুর এই রুটে চলাচল করে। বাসটি দুপুর 12:00 টায় শেরপুর এর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায় এবং বিকেল 5 টা 30 মিনিটে শেরপুরে গিয়ে পৌঁছায়।
- দুপুরে হানিফ এন্টারপ্রাইজ আরো একটি নন এসি বাস রয়েছে যেটা শেরপুর এর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায়। ঢাকা থেকে এই বাসটি দুপুর 1 টা 55 মিনিটে শেরপুর এর উদ্দেশ্যে ছাড়ে এবং শেরপুরে গিয়ে পৌঁছায় সন্ধ্যা 7:30 মিনিটে।
রাতের বাসের সময়সূচী
- যারা রাতে যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজ রেখেছে ঢাকা টু শেরপুর এই রুটে একটি নন এসি বাস যাত্রা শুরু করে সন্ধ্যা 6 টা তে এবং রাত 11:30 এ শেরপুরে পৌঁছায়।
- রাত্রিকালীন বাস সার্ভিসের জন্য হানিফ এন্টারপ্রাইজ আরো একটি বাস রেখেছে যে বাসটি রাত 8 টা তে ঢাকা থেকে শেরপুর এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং রাত 1:30 মিনিটে শেরপুরে পৌঁছায়।
- হানিফ এন্টারপ্রাইজ চালু রেখেছে রাত্রিকালীন বাস সার্ভিস এবং এর অন্তর্গত একটি নন এসি বাস ঢাকা টু শেরপুর রুটে চলাচল করছে। এই বাসটি ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে রাত 10 টার সময় এবং ভোর 4:30 এসে শেরপুরে পৌঁছাচ্ছে।
- হানিফ এন্টারপ্রাইজ এর একটি বাস রাত 10:45 মিনিটে ঢাকা থেকে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং এই বাসটি ভোর 3 টা 45 মিনিটে শেরপুরে এসে পৌঁছায়।
- দিনের সর্বশেষ বাস হিসেবে হানিফ এন্টারপ্রাইজ চালু রেখেছে ঢাকা টু শেরপুর এই রুটে একটি নন এসি বাস রাত 11 টার সময় শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ভোর চারটা 10 মিনিটে শেরপুরে গিয়ে পৌঁছায়।
শেরপুর টু ঢাকা এই রুটে বাসের ভাড়া
আপনারা উপরের অংশে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমরা ঢাকা টু শেরপুর এই রুটের হানিফ এন্টারপ্রাইজ এর সকল এসি বাসের কথা উল্লেখ করেছি। এই একই কোম্পানির বাসের কথার উল্লেখ করার কারণ হলো এই রুটে সবথেকে ভালো বাস সার্ভিস হানিফ এন্টারপ্রাইজ দিতে পারে। অন্য সকল বাস সার্ভিস লোকাল বাস সার্ভিস। হানিফ এন্টারপ্রাইজ তাদের ঢাকা টু শেরপুর এর উঠে নির্দিষ্ট টিকিট মূল্য নির্ধারণ করে রেখেছে।
- ঢাকা টু শেরপুর রুটে প্রতি টিকিট মূল্য নির্ধারণ করেছে 440 টাকা। ঢাকা টু শেরপুর বাসের ভাড়া 440 টাকা।
অনলাইনে শেরপুর টু ঢাকা বাসের টিকিট
আপনি কিভাবে অনলাইন থেকে শেরপুর টু ঢাকা এই রুটের বাসের টিকিট সংগ্রহ করবেন তা খুব সহজেই আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করেছি। আপনি খুব সহজেই সেই পদ্ধতি দেখলে নিজে থেকেই ঝটপট একদম 5 মিনিটে কেটে ফেলতে পারবেন আপনার বাসের টিকিট। এরপরেও যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন।