আপনারা যারা সাতক্ষীরা জেলা থেকে ঢাকা জেলায় বাসে যাতায়াত করেন তাদের জন্য আজকে আমাদের ওয়েবসাইটে নিয়ে এলাম সুন্দর একটি পোস্ট। এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন সাতক্ষীরা জেলা থেকে ঢাকা জেলায় প্রবেশের জন্য যেসকল বাসগুলো রয়েছে সেই সকল বাসগুলোর সময়সূচী সম্পর্কে।
এছাড়াও আপনারা সেই বাস গুলোর এসি সিট এবং নন এসি সিট ভাড়া গুলো সম্পর্কে জানতে পারবেন। আপনারা কিভাবে অনলাইন থেকে সেই বাসগুলো টিকিট সংগ্রহ করতে পারেন সেই সম্পর্কিত তথ্য আমরা আমাদের এই অনুচ্ছেদে আলোকপাত। আপনারা যারা নিয়মিত সাতক্ষীরা জেলা থেকে ঢাকা জেলার উদ্দেশ্যে বাসে যাতায়াত করেন তাদের জন্য আমাদের আজকের এই পোষ্ট অনেক উপকারী একটি পোস্ট হতে পারে।
চলো সর্বপ্রথম সাতক্ষীরা জেলার একটু পরিচিতি জেনে নিয়ে শুরু করা যাক আমাদের আজকের এই পোষ্ট যার নাম হচ্ছে সাতক্ষীরা জেলা টু ঢাকা বাসের সময়সূচী ভাড়া অনলাইন থেকে।
সাতক্ষীরা জেলা টু ঢাকা
সাতক্ষীরা জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। একটি খুলনা বিভাগের একটি জেলা শহর। অধিকাংশ মানুষজন জীবিকা নির্বাহের জন্য মৎস চাষের উপর নির্ভরশীল। বেশিরভাগ জায়গাতে চাষাবাদ হয় চিংড়ি মাছের যার মাধ্যমে এলাকার অধিকাংশ মানুষই জীবিকা নির্ভর করে। ছাড়াও এখানে প্রায় সকল ধরনের আশাবাদী হয়ে থাকে।
অনেক মানুষ কৃষিকাজের জন্য অনেক ধরনের পদক্ষেপের মাধ্যমে এই এলাকায় উন্নয়ন সাধন করেছে। বর্তমানে আম চাষে সাতক্ষীরা জেলার মানুষ বিপুল পরিবর্তন এনেছে এবং উন্নতি লাভ করেছে। এছাড়াও পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন রয়েছে এই সাতক্ষীরা জেলা তে। এর উপর কেন্দ্র করে বিভিন্ন মানুষ সাতক্ষীরা জেলা তে বেড়াতে আসেন এবং সেখান থেকে ঢাকাতে যাত্রা করেন।
এছাড়াও সাতক্ষীরা জেলার স্থানীয় মানুষজন তাদের জীবিকা নির্বাহের জন্য বা ব্যবসার জন্য ঢাকা জেলাতে যাতায়াত করেন। আমরা এখন সাতক্ষীরা জেলা থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিভাবে ঢাকা জেলাতে বাসে যাতায়াত করবেন সেই সম্পর্কে তথ্য তুলে ধরবো। চেষ্টা করব সকল বাসের নির্দিষ্ট সময়সূচী এবং ভাড়া আপনাদের জানিয়ে আপনাদের উপকৃত করার।
সাতক্ষীরা জেলা থেকে ঢাকা জেলার সকল বাসের সময়সূচী
এখন আমরা আমাদের অনুচ্ছেদের এই অংশে আপনাদের জানাতে চলেছি সাতক্ষীরা জেলা থেকে যেসকল বাস ঢাকা পর্যন্ত চলাচল করে সেই বাসগুলোর নির্দিষ্ট সময় সূচি।সাতক্ষীরা জেলা থেকে ঠিক কখন বা কয়টার সময় বাসগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং ঠিক কয়টার সময় গন্তব্যস্থলে পৌঁছান সেগুলো নিয়ে আলোচনা করব।
সকালের বাসের সময়সূচী
সাতক্ষীরা জেলা থেকে ঢাকা বাসে যাতায়াতের জন্য খুব সকালবেলাতে রয়েছে এসপি গোল্ডেন লাইন বাস সার্ভিসের একটি বাস। এটি একটি নন এসি বাস সাতক্ষীরা জেলা থেকে যাত্রা শুরু করবে সকাল 6:00 টা তে এবং ঢাকাতে পৌঁছাবে বিকেল 4:00টা ।
সাতক্ষীরা জেলা থেকে ঢাকা যাতায়াতের জন্য সকালবেলাতে আরো একটি এসপি গোল্ডেন লাইন এর বাস চালু রয়েছে। এই বাসটি সাতক্ষীরা জেলা থেকে সকাল 7 টা তে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবং বিকেল 4 টা তে ঢাকাতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে।
এসপি গোল্ডেন লাইন বাস সার্ভিস এর একটি এসি বাস চালু রয়েছে। এই বাসটি যারা আরামপ্রিয় যাতায়াত করতে চান তাদের জন্য প্রযোজ্য। বাসটি সাতক্ষীরা জেলা থেকে সকাল 9 টা তে যাত্রা শুরু করবে এবং যাত্রা শেষ করবে রাত্রি 10 টা তে ঢাকাতে।
এসপি গোল্ডেন লাইন এর আরো একটি বাস রয়েছে যেটি সকাল 10:30 মিনিটে সাতক্ষীরা জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং ঢাকা গাবতলি অথবা শ্যামলীতে পৌছবে বিকেল 5:00 মিনিটে। আপনারা যারা এই বাসটিতে যাত্রা করতে চান করতে পারেন।
দুপুরের বাসের সময়সূচী
এসপি গোল্ডেন লাইন এর দুপুরের বাস সমূহের মধ্যে একটি বাসের সময় হলো সকাল 10 টা 50 মিনিটে এই বাসটি সাতক্ষীরা জেলা থেকে যাত্রা শুরু করবে এবং ঢাকা যাত্রাবাড়ী বাস স্ট্যান্ড যাত্রা শেষ করবে রাত্রি আটটা 55 মিনিটে।
এসপি গোল্ডেন লাইন এর দুপুরে বাস সার্ভিস এর মধ্যে একটি বাস রয়েছে। এইবার সাতক্ষীরা জেলা থেকে যাত্রা শুরু করবে দুপুর 1 টা 50 মিনিট এবং যাত্রা শেষ করবে রাত্রে 11 টা 10 মিনিটে। আপনারা নন এসির এই বাসটিতে যাত্রা করতে পারেন।
রাত্রিকালীন সকল বাসের সময়সূচী
আপনারা যারা রাতে সাতক্ষীরা জেলা থেকে ঢাকা জেলা তে প্রবেশ করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে এসপি গোল্ডেন লাইন এর একটি বাস। এই বাসটি সাতক্ষীরা জেলা থেকে যাত্রা শুরু করবে সন্ধ্যা 6:15 মিনিটে এবং ঢাকাতে যাত্রা শেষ করবে ভোর 4:30 মিনিটে।
এসপি গোল্ডেন লাইন এর নন এসি বাস সার্ভিস সন্ধ্যা 6:50 এর সাতক্ষীরা জেলা থেকে যাত্রা শুরু করবে। এই বাসটি ঢাকা গাবতলী বাস স্ট্যান্ডে যাত্রা শেষ করবে ভোর 4:10। আপনারা যারা রাতের যাত্রা পছন্দ করেন তাদের জন্য এটি খুব ভালো একটি হতে পারে।
এসপি গোল্ডেন লাইন এর রাত্রিকালীন এসি বাস সার্ভিস রয়েছে। এসি বাস সাতক্ষীরা জেলা থেকে রাত্রি 8 টা 15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং ঢাকাতে পৌছবে ভোর 6 টা 15 মিনিটে। আপনারা যারা রাতে এসি বাসে যাতায়াত করতে চান তাদের জন্য এটি একটি ভালো পছন্দ হতে পারে।
এসপি গোল্ডেন লাইন এর আরেকটি বাস রয়েছে যেটি সাতক্ষীরা জেলা থেকে রাত্রি 8টা 50 মিনিটে যাত্রা শুরু করে। এই বাসটি ঢাকাতে যাত্রা শেষ করে সকাল 7 টা 10 মিনিটে। বাসটিতে যাত্রা খুবই আরামদায়ক আপনারা ইচ্ছে করলেই এই বাসে যাত্রা করতে পারেন।
সাতক্ষীরা জেলা থেকে আপনি যদি ঢাকার উদ্দেশ্যে রাত্রিকালীন বাসে যাত্রা করতে চান তাহলে এসপি গোল্ডেন লাইন এর একটি বাস রয়েছে। এই বাসটি একটি নন এসি বাস এবং এই বাসটি সাতক্ষীরা জেলা থেকে যাত্রা শুরু করে রাত্রি 9 টা 50 মিনিটে এবং ঢাকা তে পৌঁছায় সকাল 9 টা 10 মিনিটে।
এসপি গোল্ডেন লাইন এর বাস সার্ভিসের রয়েছে সাতক্ষীরা জেলা থেকে ছেড়ে আসা সন্ধ্যা 7:45 এর একটি বাস। এই বাসটি তার যাত্রাপথ শেষ করবে সকাল 6 টা 10 মিনিটে ঢাকাতে।
সাতক্ষীরা জেলা থেকে ঢাকা জেলার বাসের ভাড়া
আমরা আমাদের আজকের অনুচ্ছেদে বাস সম্পর্কিত অনেক তথ্য খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। আপনি সাতক্ষীরা জেলা থেকে ঢাকা জেলা তে যেতে চাইলে একটি সিট প্রতি আপনাকে কত টাকা খরচ করতে হবে সেটা এখন আমরা দেখাবো। নন এসি বাস এবং এসি বাসের ভিত্তিতে চলুন দেখে নেই বাসের ভাড়া।
নন এসি বাস
সাতক্ষীরা জেলা থেকে আপনি যদি নন এসি বাসে ঢাকা জেলার উদ্দেশে রওনা হন তাহলে আপনার কাছে একটি সেটের টিকিট মূল্য বাবদ 500 টাকা নিবে। টিকিট মূল্য 500 টাকা।
এসি বাস
এসি বাসে আপনি যদি সাতক্ষীরা জেলা থেকে ঢাকা জেলার উদ্দেশ্যে যাত্রা করেন তাহলে প্রতি সিটের জন্য আপনাকে 900 টাকা খরচ করতে হবে। সাতক্ষীরা টু ঢাকা এসি বাসের টিকিটের মূল্য 900 টাকা।
অনলাইনে সাতক্ষীরা টু ঢাকা বাসের টিকেট 2023
আপনি খুব সহজেই অনলাইনে সাতক্ষীরা থেকে ঢাকার সকল ধরনের বাসের টিকিট কাটতে পারেন। আপনি শুধুমাত্র shohoz.com এর মাধ্যমে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে যত ধরনের বাস রয়েছে সকল বাসের টিকিট কাটতে পারেন। এর জন্য প্রয়োজন হবে আপনার একটি স্মার্ট এন্ড্রয়েড ফোন এবং ইন্টারনেট কানেকশন।
আপনি যদি নিজে থেকেই টিকিটগুলো অনলাইনে কাটতে না পারেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে আপলোড করা পোষ্টগুলো দেখে আসবেন।আমরা আমাদের ওয়েবসাইটে অনলাইনে বাসের টিকিট কাটার সম্পর্কিত সকল তথ্য এবং shohoz.com এর মাধ্যমে কিভাবে বাসের টিকিট কাটবেন তা নিয়ে আলোচনা করেছি।