সান্তাহার টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট ও ভাড়ার তালিকা

যারা সান্তাহার থেকে জয়পুরহাট পর্যন্ত ট্রেনে যাতায়াত করতে চাচ্ছেন তাদের কাছে অবশ্যই ট্রেনের বিভিন্ন তথ্য জানা উচিত। এই তথ্যগুলো না-জেনে যদি কেউ ট্রেনে ওঠে বা ওঠার চেষ্টা করে তাহলে অনেক সময় অনেক সমস্যায় পড়তে পারে। সেই দিক বিবেচনা করে আমরা সান্তাহার থেকে জয়পুরহাট পর্যন্ত ট্রেনের বিভিন্ন সময়সূচী এবং ট্রেনের ভাড়ার তালিকা নিয়ে আজকের অনুচ্ছেদ সাজিয়েছি।

আপনাদের জানাতে চাচ্ছি যে আপনারা আমাদের এই অনুচ্ছেদ পরলে জানতে পারবেন সান্তাহার হতে জয়পুরহাট পর্যন্ত যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনের সিডিউল এবং টিকিটের মূল্য সম্পর্কে। তাই যারা এই বিষয়গুলো জানতে আগ্রহ দেখাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই আর্টিকেল মনোযোগ সহকারে পড়বেন এবং এখান থেকে তথ্য সংগ্রহ করবেন। আমরা এখন ট্রেনের সময়সূচি নিয়ে আলোচনা করব।

সান্তাহার টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী আন্তঃনগর

সান্তাহার থেকে জয়পুরহাটে আপনি যদি ট্রেনে যাতায়াত করেন তাহলে আপনার কাছে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনের অপশন থাকবে। এই প্রত্যেকটি ট্রেন দিনের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে এসে সান্তাহার স্টেশনে থামবে এবং জয়পুরহাট স্টেশন এর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা প্রত্যেকটি ট্রেনের সময়সূচী আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা আপনাদের সময় অনুযায়ী মিলিয়ে নেবেন কোন ট্রেনে যাত্রা করা আপনাদের সুবিধা হবে।

তিতুমীর এক্সপ্রেস (733)

সান্তাহার থেকে জয়পুর হাটে যাওয়ার জন্য তিতুমীর এক্সপ্রেস একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন এবং এই ট্রেনের বেশ সুনাম রয়েছে। তিতুমীর এক্সপ্রেস ট্রেন নিয়মিত এই রুটে চলাচল করে। প্রত্যেকটি আন্তঃনগর ট্রেনের মতন তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি সাপ্তাহিক বন্ধের দিন রয়েছে সেটি হলো বুধবার। তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় হল 8:45 এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে জয়পুরহাট স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হল 9:38 এ।

একতা এক্সপ্রেস (705)

এটি হচ্ছে আরও একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। একতা এক্সপ্রেস ট্রেনের বিশেষ দিক হলো এই ট্রেনের কোন সাপ্তাহিক ছুটির দিন নেই নিয়মিত এই ট্রেন চলাচল করে। একতা এক্সপ্রেস ট্রেনের সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় হল 16:01 এবং যদি সব কিছু ঠিক থাকে তাহলে জয়পুরহাট স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হল 16:53।

রুপসা এক্সপ্রেস (727)

একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন হচ্ছে রুপসা এক্সপ্রেস। বহুদিন যাবত এই ট্রেন নিয়মিত সান্তাহার থেকে জয়পুরহাট যাওয়ার জন্য যাত্রীদের সেবা প্রদান করে আসছে। রুপসা এক্সপ্রেস ট্রেনে আপনি যদি নিয়মিত যাতায়াত করেন তাহলে আপনাকে মনে রাখতে হবে প্রতি বৃহস্পতিবার রুপসা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকে। রুপসা এক্সপ্রেস ট্রেনের সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় হল 13:10 এবং জয়পুরহাট স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হল 13:51।

বরেন্দ্র এক্সপ্রেস (731)

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন আরো একটি ভালো মানের ট্রেন চলাচল করছে এই রুটে। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন অথবা বন্ধের দিন হল রবিবার। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়া নির্ধারিত সময় হল 17:10 এবং জয়পুরহাট স্টেশনে পৌঁছানোর সময় হলো 18 টা।

সীমান্ত এক্সপ্রেস (747)

সীমান্ত এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করছে সান্তাহার থেকে জয়পুরহাট পর্যন্ত। সীমান্ত এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন হলো সোমবার। সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ে 2:50 এবং জয়পুরহাট স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময়ে 3:31।

সান্তাহার টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী মেইল এক্সপ্রেস

সান্তাহার থেকে জয়পুরহাট যেতে হলে আপনাকে বিভিন্ন ধরনের মেইল এক্সপ্রেস এর মাধ্যমে যেতে হতে পারে। রকেট এক্সপ্রেস (23) সান্তাহার স্টেশন ছেড়ে যাবে 19:20 এবং জয়পুরহাট স্টেশনে পৌঁছবে 20:20।

সান্তাহার টু জয়পুরহাট ট্রেনের ভাড়ার তালিকা

সান্তাহার থেকে জয়পুরহাট শোভন 45 টাকা এবং শোভন চেয়ার এর 50 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রথম আসন 90 টাকা ও প্রথম বার্থ 110 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সান্তাহার থেকে জয়পুরহাট পর্যন্ত স্নিগ্ধা 100 টাকা ভাড়া। এসি আসন 110 টাকা ও এসি বার্থ 130 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।