সান্তাহার টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী ২০২৩ টিকেট ও ভাড়ার তালিকা

আপনারা যারা সান্তাহার থেকে গাইবান্ধা যাওয়ার জন্য ট্রেনের সময়সূচী জানতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন তাদের আর খোঁজাখুঁজি করতে হবে না। আপনার একটিমাত্র ওয়েবসাইট থেকে ট্রেনের সকল ধরনের তথ্য সংগ্রহ করতে পারবেন। আপনারা তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের ওয়েবসাইটে সকল তথ্য গুলো দেখে সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

আমরা আজকে আলোচনা করব সান্তাহার থেকে গাইবান্ধা চলাচলকারি যে সকল ট্রেন রয়েছে সে সকল ট্রেন সম্পর্কে। আপনারা যারা আমাদের ওয়েবসাইটে নতুন রয়েছেন তারা আমাদের এই আর্টিকেল পড়লেই বুঝতে পারবেন আমরা আমাদের ওয়েবসাইটে কি ধরনের পোস্ট আপলোড করি। আমরা যে বিষয়টি নিয়ে পোস্ট লেখার চেষ্টা করি সেই বিষয়টি বিস্তারিতভাবে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করি।

সান্তাহার টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী আন্তঃনগর

আপনারা অনেকেই জানেন না সান্তাহার থেকে গাইবান্ধা এই অব্দি ট্রেন চলাচলের ক্ষেত্রে আপনার কাছে সুযোগ থাকছে চারটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করা। সান্তাহার থেকে গাইবান্ধা অব্দি চারটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করে। আপনারা চাইলে আপনাদের সুবিধা মত এগুলোর যেকোন একটিতে যাতায়াত করতে পারবেন। এখন আমরা এই ট্রেনগুলোর প্রত্যেকটি আলাদা আলাদা সময়সূচী আপনাদের সামনে তুলে ধরব এবং চেষ্টা করব আপনাদের এই তথ্যগুলো ভালোভাবে বোঝাতে।

করোতোয়া এক্সপ্রেস (713)

সান্তাহার থেকে গাইবান্ধা রুটে চলাচলকারী করতোয়া এক্সপ্রেস নামক আন্তঃনগর ট্রেনটির বহুদিন যাবত এই রুটে চলাচল করছে। এই ট্রেনটি একটি নির্দিষ্ট সময়ে যাতায়াত করে। করতোয়া এক্সপ্রেস সান্তাহার স্টেশন থেকে গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যায় 9 টা 15 মিনিটে। এবং করতোয়া এক্সপ্রেস এর গাইবান্ধা স্টেশনে থামার সময় নির্দিষ্ট করা আছে 11:30। এই ট্রেনের ছুটির দিন নেই অর্থাৎ প্রতিদিন এই ট্রেন চলাচল করে।

লালমনিরহাট এক্সপ্রেস (751)

লালমনিরহাট এক্সপ্রেস নামক আন্তঃনগর ট্রেনটির নিয়মিত সান্তাহার থেকে গাইবান্ধা এই রুটে চলাচল করে। এই রুটে চলাচলকারী ট্রেন সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসে 3:35। এবং এই ট্রেনটি গাইবান্ধা স্টেশনে এসে পৌঁছানোর সময় আছে 5:37। এই ট্রেন সপ্তাহে এক দিন শুক্রবার বন্ধ থাকবে।

দোলনচাঁপা এক্সপ্রেস (767)

দোলনচাঁপা এক্সপ্রেস নামক আন্তঃনগর এক্সপ্রেস টি সান্তাহার থেকে গাইবান্ধা এই রুটে নিয়মিত চলাচল করে। সান্তাহার থেকে গাইবান্ধা চলাচলকারি দোলনচাঁপা এক্সপ্রেস সান্তাহার স্টেশন থেকে ছাড়ার সময় 13:20। এই স্টেশনে ছাড়ার পর এই ট্রেনটি গাইবান্ধা স্টেশনে পৌছাল 15:37। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন প্রতি রবিবার ছুটি থাকে অর্থাৎ বন্ধ থাকে।

রংপুর এক্সপ্রেস (771)

শান্তার থেকে গাইবান্ধা রুটে চলাচলকারী রংপুর এক্সপ্রেস নামক আন্তঃনগর ট্রেনটির নিয়মিত এই রুটে চলাচল করে। h&m প্রতি সপ্তাহে একদিন রবিবার বন্ধ থাকবে। এই ট্রেন সান্তাহার স্টেশন থেকে ছাড়ার সময় 15:10 এবং গাইবান্ধায় স্টেশনে এসে পৌঁছানোর সময় 17:14।

সান্তাহার টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী মেইল এক্সপ্রেস

সান্তাহার থেকে গাইবান্ধা এই রুটে চলাচলকারী উত্তরবঙ্গ মেইল (07) ছাড়ে সকাল 9:30 মিনিটে এবং পৌঁছায় 13:14 এর। বগুড়া এক্সপ্রেস (19) ছেড়ে আসে 16:30 এবং পৌঁছায় 19:38 এ। পদ্মরাগ এক্সপ্রেস 21 ছেড়ে আসে 6 টা 30 মিনিটে এবং পৌঁছায় 9:59। যেহেতু এগুলো মেইল এক্সপ্রেস তাই এই ট্রেনের কোন সাপ্তাহিক ছুটির দিন নেই।

সান্তাহার টু গাইবান্ধা ট্রেনের ভাড়ার তালিকা

এখন আমরা বিভিন্ন শ্রেণি অনুযায়ী সরকারি ভাবে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সান্তাহার থেকে গাইবান্ধা পর্যন্ত সেটা আপনাদের সামনে তুলে ধরব।

শোভন এর ভাড়া নির্ধারণ করা হয়েছে 100 টাকা, শোভন চেয়ার এর ভাড়া নির্ধারণ করা হয়েছে 120 টাকা। প্রথম সিট এর ভাড়া নির্ধারণ করা হয়েছে 160 টাকা, প্রথম বার্থ এর ভাড়া নির্ধারণ করা হয়েছে 240 টাকা। স্নিগ্ধা এর ভাড়া নির্ধারণ করা হয়েছে 200 টাকা। এসি সিট এর ভাড়া 240 টাকা এবং এসি বার্থ ভাড়া 360 টাকা।