রুপসা এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। আন্তঃনগর ট্রেনটি খুলনা থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে খুলনা এ রুটে চলাচল করে। রুপসা এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে চিলাহাটি রুটের প্রথম আন্তঃনগর ট্রেন। আপনারা যারা ইতিপূর্বে খুলনা থেকে চিলাহাটি রুটে চলাচল করেছেন তারা হয়তো এই ট্রেনের কথা শুনেছেন। আজকে আমরা রুপসা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং এই ট্রেনের সকল তথ্য গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এই রুটে চলাচলকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তঃনগর ট্রেন রুপসা এক্সপ্রেস সম্পর্কে। খুলনা থেকে চিলাহাটি রুটে বর্তমানে ট্রেন চলাচল করছে এবং সারা বাংলাদেশের ব্যস্ততম এ রুটে ট্রেন চলাচল করে। প্রতিদিন প্রচুর লোক এই রুটে চলাচল করে তাই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
রুপসা এক্সপ্রেস ট্রেন
আপনারা যারা নিয়মিত খুলনা থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে খুলনা এ রুটে আন্তঃনগর ট্রেনের চলাচল করেন তাদের কাছে পরিচিত নাম হল রুপসা এক্সপ্রেস ট্রেন। এটি বাংলাদেশ রেলওয়ের এর আরেকটি আন্তঃনগর ট্রেন এবং এই ট্রেনে প্রতিদিন বহু মানুষ খুলনা থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে খুলনা চলাচল করে।
প্রধানত দূরের গন্তব্যে যাওয়ার জন্য এই ট্রেনগুলো সকলেই ব্যবহার করে তার কারণ হলো খুলনা থেকে চিলাহাটি যাত্রাপথে মাঝখানে যেই ছোট ছোট স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোতে থামে না। ব্রড গেটে তালা রুপসা এক্সপ্রেস 1985 সালের 5 মে উদ্বোধন করা হয়। এটি একটি জনপ্রিয় ট্রেন।
রুপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি
প্রত্যেকটি ট্রেন নির্দিষ্ট সময় মেনে তার গন্তব্য স্থল থেকে ছেড়ে আসে তবে বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত ট্রেন আসতে দেরি হলে তাহলে ট্রেন ছাড়তেও দেরি হয়। তবে যেহেতু এটি একটি আন্তঃনগর ট্রেন তাই এই ট্রেনটি অন্য ট্রেনের জন্য থেমে থাকে না যার কারণে নির্দিষ্ট সময় গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। আমরা সরকারিদের সময় নির্ধারণ করে দেয়া রয়েছে সেই সময় অনুযায়ী আপনাদের সামনে সকল তথ্য গুলো উপস্থাপন করার চেষ্টা করব।
রুপসা এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে খুলনা এই রুটে চলাচল করে। রুপসা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিনের মধ্যে ছয়দিন চলাচল করে। বৃহস্পতিবার এই ট্রেনের সাপ্তাহিক ছুটি থাকে। সপ্তাহের সাত দিনের মধ্যে বৃহস্পতিবার বাদে অন্য যেকোনো দিন আপনারা চাইলে রুপসা এক্সপ্রেস ট্রেনে আপনার যাত্রা সম্পূর্ণ করতে পারবেন।
রুপসা এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে চিলাহাটি উদ্দেশ্যে ছেড়ে আসে 7:10 এ এবং তার গন্তব্যস্থলে পৌঁছায় 3:27 মিনিটে। রুপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসে 9:30 এ এবং এই ট্রেনটি তার গন্তব্যস্থলে এসে পৌঁছায় 6:30 এ মিনিটে।
রুপসা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
রুপসা এক্সপ্রেস ট্রেন খুলনা টু চিলাহাটি যাওয়ার পথে অনেক স্থানে বিরোধী দেয়। সে বিরতি স্থান গুলোর নাম এবং সময়সূচী সম্পর্কে এখন আমরা আলোচনা করব।
খুলনা থেকে চিলাহাটি যাওয়ার পথে যেসব স্টেশনগুলোতে বিরতি দেয় সেগুলো হলো: যশোর 8:12, কোটচাঁদপুর 8:56 ,দর্শনা হাট 9:22, চুয়াডাঙ্গা 9:44, আলমডাঙ্গা 10:05, পোড়াদহ 10:22, ভেড়ামারা 10:44, পাকশী 5:58, ঈশ্বরদী 11:20, নাটোর 12:03, আহসানগঞ্জ 12:41, সান্তাহার 1:10, আক্কেলপুর 1:35, জয়পুরহাট 1:51, বিরামপুর 2:24, ফুলবাড়ী 2:38, পার্বতীপুর 3:10, সৈয়দপুর 3:27, নীলফামারী 3:55।
চিলাহাটি থেকে খুলনা যাওয়ার পথে যেসব স্টেশনগুলোতে বিরতি দেয় সেগুলো হলো: ডোমার 4:48, নীলফামারী 9:05, সৈয়দপুর 9:30, পার্বতীপুর 10:10, ফুলবাড়ী 10:40, বিরামপুর 10:58, জয়পুরহাট 11:26, আক্কেলপুর 11:43, সান্তাহার 12:10, আহসানগঞ্জ 12:55, ঈশ্বরদী 2:10, আলমডাঙ্গা 3:24, দর্শনা হাট 4:06, যশোর 5:17।
রুপসা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
শোভন চেয়ারের টিকিট মূল্য 170 টাকা। প্রথম শিট এর টিকিট মূল্য 340 টাকা। প্রথমবার্তা টিকিট মূল্য 490 টাকা। স্নিগ্ধা আসনের টিকিট মূল্য 200 টাকা। এসি সিট এর টিকিট মূল্য 564 টাকা। এসি বার্থ এর টিকিট মূল্য 830 টাকা।