রংপুর টু ঢাকা বাসের সময়সূচী, ভাড়া, অনলাইনে টিকিট ২০২৩

আজকে আপনারা আমাদের এই পোস্ট থেকে জানতে পারবেন রংপুর জেলা থেকে ঢাকা জেলাতে প্রবেশের জন্য বাসের সময়সূচী, ভাড়া, এবং অনলাইনে টিকিট কাটার সকল তথ্য। আপনারা যারা বাসে যাতায়াত করেন তাদের জন্য আমাদের এই পোস্ট উপকারী হতে পারে। আমরা আমাদের এই পোস্টে জানাবো রংপুর থেকে ঢাকা যাওয়ার সকল বাসের সময়সূচী।

এছাড়াও আমরা তার সঙ্গে বাসের টিকিট মূল্য এবং অনলাইনে কিভাবে আপনি এই বাসের টিকিট গুলি কাটতে পারবেন তা জানাবো। অনেকেই ইতিপূর্বে প্রশ্ন করেছেন এই তথ্যগুলো জানতে চান। আমরা তার ধারাবাহিকতায় চেষ্টা করেছি আজকে এই তথ্যগুলো সম্পর্কে একটু লিখার। তো চলুন জেনে নেয়া যাক কিভাবে আপনি রংপুর থেকে ঢাকা তে বাস এর মাধ্যমে যাত্রা করবেন।

রংপুর জেলা থেকে ঢাকা

রংপুর বিভাগ বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের আটটি জেলা নিয়ে গঠিত 2010 খ্রিস্টাব্দের 25 জানুয়ারী বাংলাদেশের সপ্তম বিভাগ হিসেবে ঘোষিত হয়। রংপুর বিভাগের পূর্বের ভারতের অসম ও মেঘালয় রাজ্য এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা পশ্চিম ও উত্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং দক্ষিণে আছে বিভাগ অবস্থিত।

বাংলাদেশ সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি 2010 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি তারিখে রংপুর এ দেশের সপ্তম বিভাগ হিসেবে অনুমোদন দেয়। কুড়িগ্রাম ,গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ,রংপুর, এবং লালমনিরহাট এই আটটি জেলা নিয়ে গঠিত এই রংপুর বিভাগ।

আপনারা যারা রংপুরের স্থানীয় মানুষ রয়েছেন তারা রংপুর সম্পর্কে খুব ভালোভাবে জানেন তারা অনেক সময় বিভিন্ন কাজে ঢাকাতে যাত্রা করেন শিক্ষার্থীরা বেশিরভাগ চাকরি সংক্রান্ত কাজে বা পড়াশোনা সংক্রান্ত কাজে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন যেহেতু রংপুর থেকে ঢাকা যাওয়ার রাস্তা সবমিলিয়ে সাত থেকে আট ঘণ্টা রাস্তায় অনেকেই মনে করেন এই সময়টুকু যাতে ভালোভাবে কাটানো যায় তাই তারা বাসের ভালো সার্ভিসগুলো খোঁজেন। আজকে আমরা এই রংপুর জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে কিছু তথ্য লেখালেখি করব আশা করব আমাদের এ তথ্যগুলো আপনাদের ভালো লাগবে।

রংপুর থেকে ঢাকা যাওয়ার জন্য বাসের সময়সূচী

বাসে যাতায়াতের ক্ষেত্রে সব থেকে মূল্যবান জিনিস টি হল সময়সূচী সম্পর্কে জানা। আপনি যদি বাসের সঠিক সময় সুচি না জানেন তাহলে আপনি মনে করে নেন যে আপনার যাত্রা টি ভাল হচ্ছেনা আমার কথাটি কতটা যুক্তিযুক্ত সেটা যারা ভুক্তভোগী রয়েছেন তারাই বুঝতে পারবেন। তো চলুন ঝটপট জেনে নেই রংপুর থেকে ঢাকা যাওয়ার কয়েকটি বাসের গুরুত্বপূর্ণ সময়সূচী।

সকালের বাসের সময়সূচী

সকাল 7 00 মিনিটের সময় রংপুর কাউন্টার থেকে ছেড়ে আসবে এনা ট্রান্সপোর্ট নাম এর এই কোর্স। এই কোর্সটি তিনটার সময় ঢাকা কাউন্টার তার যাত্রা শেষ করবে।

রংপুর কাউন্টার থেকে যাত্রা শুরু করবে হানিফ এন্টারপ্রাইজ নামক এই কোচ। এই কোচের যাত্রা শুরুর সময় সকাল 7 00 মিনিট এবং এটি যাত্রা শেষ করবে ঢাকা কাউন্টার দুপুর 3 তাই।

এস আর ট্রাভেলস এর একটি বাস সার্ভিস রয়েছে যেটি শুরু হয় সকাল 7:45 থেকে এবং বাসের যাত্রা শেষ হয় দুপুর 2 টা 45। আপনি রংপুর থেকে এটাতে যাত্রা শুরু করতে পারেন। এটি একটি এসি বাস। আপনি রংপুর থেকে ঢাকা পর্যন্ত যাত্রা করতে পারেন।

আপনারা যারা এসি বাসে যাত্রা করতে চান তাদের জন্য রয়েছে মনি এক্সপ্রেস। এই কোচর্টি যাত্রা শুরু করবে সকাল 8:00 টা রংপুর কাউন্টার থেকে এবং যাত্রা শেষ করবে ঢাকা কাউন্টারের দুপুর 3:00 টা। এটি একটি এসি বাস।

আপনি চাইলে নাবিল পরিবহনের এই বাসটিতে যাত্রা করতে পারেন। এই বাস এর যাত্রা শুরুর সময় সকাল 11:30 এবং যাত্রা শেষের সময় বিকেল 5 টা 30 মিনিট্। এটি একটি নন এসি বাস।

দুপুরের বাসের সময়সূচী

রংপুর থেকে যারা দুপুরের বাস ঠিক করছেন ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য তাদের জন্য রয়েছে এস আর ট্রাভেলস এর একটি বাস। এটি একটি এসি বাস। এটি দুপুর 12 টা থেকে রংপুর থেকে যাত্রা শুরু করবে। এবং ঢাকা কাউন্টারে যাত্রা শেষ করবে সন্ধ্যা 7:00 টায়।

হানিফ এন্টারপ্রাইজ রয়েছে দুপুর 12 টা থেকে রংপুর কাউন্টারে একটি ঢাকাগামী বাস্। এই বাসটি একটি নন এসি বাস। ঢাকা কাউন্টারের পৌঁছাবে সন্ধ্যা 6:00 টায়।

আপনারা যারা রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে যেতে চাচ্ছেন তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজ রেখেছে একটি বাস। এটি দুপুর 3:30 মিনিটে রংপুর থেকে যাত্রা শুরু করবে এবং 9:30 এ ঢাকা কাউন্টারের যাত্রা শেষ করবে।

রাতের বাসের সময়সূচী

আপনারা যারা সন্ধ্যার দিকে একটু আরামে এবং নিরিবিলিতে রংপুর থেকে ঢাকায় যাত্রা করার জন্য চাচ্ছেন তাদের জন্য রয়েছে এনা ট্রান্সপোর্ট এর একটি কোচ। এটি রংপুর থেকে সন্ধ্যা 7 টায় যাত্রা শুরু করবে এবং ঢাকা কাউন্টারে পৌঁছাবে রাত 3 টায় এটি একটি নন এসি বাস।

এস আর ট্রাভেলস রাত 8:45 থেকে তাদের ঢাকাগামী একটি বাস রেখেছে্। এই বাসটি যাত্রা শুরু করবে রংপুর থেকে এবং যাত্রা শেষ করবে ঢাকা তে সকাল 6 টায়।

হানিফ এন্টারপ্রাইজ রংপুর থেকে ঢাকা একটি এসি বাস চালু রেখেছে। আপনারা যারা আরামদায়ক যাত্রা করতে চান তারা রাত 10 টায় রংপুর থেকে ছেড়ে যাওয়া এই বাসটি পছন্দ করতে পারেন। এবার যাত্রা শেষ করবে ঢাকা কাউন্টারের সকাল 6 টায়।

এনা ট্রানস্পর্ট আপনাদের জন্য একটি এসি বাস চালু রেখেছেন। আপনারা চাইলে রংপুর থেকে ঢাকা এই বাসে খুব আরামে যাত্রা করতে পারেন। যাত্রার সময় রাত 10:30 রংপুর থেকে এবং যাত্রা শেষ হবে ঢাকা কাউন্টারের সকাল 6 টায়।

রংপুর থেকে ঢাকা যাওয়ার জন্য বাসের ভাড়ার মূল্য

যারা নিয়মিত রংপুর থেকে ঢাকা যাতায়াত করেন তারা হয়তো সকলেই জানেন ঢাকা যেতে হলে কত টাকা ভাড়া দিতে হয়। কিন্তু যারা নিয়মিত ঢাকাতে যাতায়াত করেন না তাদের জন্য এটি জানাও কষ্টসাধ্য একটি ব্যাপার অনেকের ধারণা নেই কত টাকা দিয়ে ঢাকাতে যাওয়া যায় এ তথ্যটি জেনে রাখলে অবশ্যই একদিন না একদিন কাজে লাগতে পারে । তবে যেহেতু দূরের রাস্তা তাই আমাদের উচিত ভালো সার্ভিস গুলোতে যাতায়াত করা সব ভালো সার্ভিস গুলোতে প্রায় একই ধরনের ভাড়া নির্ধারণ করা হয়েছে আমরা নন এসি এবং এসি ভিত্তিক বাসগুলোর ভাড়া নিয়েছি আলাদাভাবে উল্লেখ করলাম।

নন এসি বাস সমূহের ভাড়া

আপনারা যারা রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তাদের জেনে রাখা ভালো যে রংপুর থেকে ঢাকা যেতে হলে আপনাকে একটি নন এসি বাসের সিট এর জন্য 500 টাকা খরচ করতে হবে অর্থাৎ একটি সিট এর মূল্য 500 টাকা।

এসি বাসের ভাড়া

আপনারা যারা রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন যারা এই যাত্রাকে অনেক আরামদায়ক করতে চান তারা সাধারণত এসি বাস গুলো যাত্রা করেন। তাদের জন্য জেনে রাখা ভালো যে সকল ধরনের এসি বাসের একটি সেটের মূল্য পড়বে বারোশো টাকা। অর্থাৎ আপনি যদি রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এসি বাসে যাত্রা করেন তাহলে আপনাকে 1200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে।

তবে এনা ট্রানস্পর্ট আপনাদের জন্য একটি সুবিধা নিয়ে এসেছে সেটা হল মাত্র 700 টাকা দেই আপনারা এনা ট্রানস্পর্ট যাত্রা করতে পারবেন এবং এটি একটি এসি বাস। শুধুমাত্র এনা ট্রানস্পর্ট এ এই সুবিধাটি আপনাদের জন্য নিয়ে এসেছে।

অনলাইনে রংপুর থেকে ঢাকা বাসের টিকিট

আপনি রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে যাতায়াত করতে চাচ্ছেন। কিন্তু আপনি সরাসরি বাস কাউন্টারে উপস্থিত হয়ে টিকিট কাটার মতন পরিস্থিতিতে নেই। এখন আপনি কি করতে পারেন? আপনি অবশ্যই টিকিট কাটতে পারেন। তবে আপনাকে এর জন্য অনলাইনে সহায়তা নিতে হবে। বর্তমানে আপনি ইচ্ছে করলেই shohoz.com এর মাধ্যমে বাংলাদেশের সকল বাসের টিকিট অনলাইনে কাটতে পারেন

অনলাইনে টিকিট কাটার অবশ্যই কিছু নিয়মকানুন রয়েছে আপনি কিভাবে অনলাইনে টিকিট কাটবেন তা জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং সেখানে একটি পোষ্ট রয়েছে যার মাধ্যমে জেনে নিন কিভাবে অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে হয়।