আপনারা যারা পটুয়াখালী টু ঢাকা বাসের সময়সূচী জানতে আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের আমাদের এই পোস্ট। আমাদের পোষ্টের হেডলাইন দেখেই আপনারা হয়তো ইতিমধ্যে ধারণা পেয়েছেন আমাদের এই পোস্টে আজকে আমরা কি নিয়ে লেখালেখি করতে যাচ্ছি। আমরা যদিও আমাদের হেডিং এ অনেক কিছু লিখে দিয়েছে তারপরও বিস্তারিত না বললেই নয়।
প্রথমত পটুয়াখালী থেকে ঢাকা জেলার যোগাযোগ ব্যবস্থার কথা বলতে গেলে লঞ্চের কথা সবার আগে আসে। যেহেতু নদী পথে যাত্রা করতে হয় তাই লঞ্চে যাতায়াতের সংখ্যায় বেশি। আপনাদের মধ্যে যারা ইতিপূর্বে পটুয়াখালী থেকে ঢাকাতে রওনা করেছেন তারা হয়তো এই বিষয়ে খুব ভালোভাবে জানবেন। তবুও বাসে যাতায়াত ব্যবস্থা চালু রয়েছে। আমরা আজকে চেষ্টা করব সেই সম্পর্কিত তথ্যগুলো বিস্তারিত আপনাদের জানানো।
পটুয়াখালী টু ঢাকা কিছু তথ্য
আপনারা হয়তো অনেকেই জানেন পটুয়াখালী থেকে ঢাকার দূরত্ব কত। যদি কেউ না জানেন তাহলে জেনে নিন যে পটুয়াখালী টু ঢাকার দূরুত্ব 283 কিলোমিটার প্রায়। আমরা গুগল ম্যাপ থেকে এই দূরত্বটা নির্বাচন করেছি। পটুয়াখালী টু ঢাকা প্রধান যাতায়াতের মাধ্যম হচ্ছে লঞ্চ। বাসে যাতায়াতের ক্ষেত্রে খুব অল্প পরিসরে ভাল বাসের সার্ভিস চালু রেখেছে।
আমরা আজকে সেই বাসের সার্ভিস গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু এটি একটি দীর্ঘ যাত্রাপথ তাই অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের ভাল দিকগুলো তুলে ধরা যাতে করে আপনারা আরামদায়কভাবে এই যাত্রা উপভোগ করতে পারেন।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী জেলার অবস্থান। দেশের অধিকাংশ মানুষ পটুয়াখালী জেলা সম্পর্কে ইতিপূর্বে জেনেছেন। কারণ এই জেলাকে বলা হয় বাংলাদেশের সূর্যোদয় ও সূর্যাস্তের জেলা। পটুয়াখালী জেলা বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এবং বাংলাদেশের একটি উপকূলীয় জেলা। পটুয়াখালী জেলা তে রয়েছে অনেক পর্যটন কেন্দ্র।
প্রতিদিন বিভিন্ন ধরনের মানুষ পটুয়াখালী জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে শুধুমাত্র তাদের জীবিকার তাগিদে যাতায়াত করেন। এছাড়াও অনেক মানুষ রয়েছে যারা শুধুমাত্র বেড়ানোর উদ্দেশ্যে পটুয়াখালীতে ঢাকা হতে রওনা করেন। এখন আমরা পটুয়াখালী জেলার কিছু ঐতিহাসিক নিদর্শন আরো অন্যান্য জিনিস সম্পর্কে জানব।
পটুয়াখালী জেলা
পটুয়াখালী জেলা তে মোট উপজেলার সংখ্যা আটটি এবং নয়টি থানা রয়েছে। পাঁচটি পৌরসভা এবং 76 টি ইউনিয়ন পরিষদ এবং চারটি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলা। এই জেলার মোট জনসংখ্যার মধ্যে শিক্ষিতের হার 65%। এই জেলাতে নানান ধরনের ফলমূল এবং অর্থকরী ফসল উৎপাদন হয়। আম, তরমুজ, কাঁঠাল, পেয়ারা, তিন ফল, জাম, পেপে, কলা, লিচু, লেবু, আনারস, বাদাম, নারিকেল, কমলালেবু ইত্যাদি ধরনের ফল এই জেলাতে উৎপাদন হয়।
যেহেতু পটুয়াখালী জেলা একটি উপকূলবর্তী এলাকায় এই জেলাতে রয়েছে বিপুল পরিমাণে মৎস্য সম্পদে সমৃদ্ধ। এই এলাকায় বনাঞ্চল খুব কম শুধু মাত্র 2% এলাকাতে বনাঞ্চল রয়েছে। কুটির শিল্প, মৃৎশিল্প, পাটশিল্প, বিড়ি শিল্প, মাছের ব্যবসা, গাছের ব্যবসা ও চাল ডালের ব্যবসা এই জেলার মানুষের অন্যতম জীবিকা নির্বাহের কাজ।
এই জেলাতে রয়েছে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা। কুয়াকাটা, কুয়াকাটা জাতীয় উদ্যান, কুয়াকাটা ইকো পার্ক, কুয়াকাটা সমুদ্র সৈকত, শ্রীরামপুর জমিদারবাড়ি, মহেন্দ্র রায়ের জমিদার বাড়ি, কুয়াকাটা রাখাইন পল্লী ইত্যাদি সহ আরো বহু দর্শনীয় স্থান রয়েছে এই জেলাতে। এছাড়াও এই জেলাতে বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ আছেন যারা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে গণ্য হন।
এই পটুয়াখালী জেলা তে রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউট, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ সহ বহু নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান।
পটুয়াখালী টু ঢাকা বাস সময়সূচী
পটুয়াখালী জেলা সম্পর্কে তো অনেক আলোচনা করলাম চলুন এখন পটুয়াখালী টু ঢাকা বাস সার্ভিস এর সময় সূচি গুলো জেনে নেই।
- পটুয়াখালী টু ঢাকা বাস সার্ভিসে হানিফ এন্টারপ্রাইজ শুধুমাত্র একটি নন এসি বাস চালু রেখেছে। আপনি ইচ্ছে করলেই এই বাসটিতে আরামদায়ক যাত্রা করতে পারেন। এই বাসটিতে যাত্রা শুরু হবে রাত 9 টা তে। পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে হানিফ এন্টারপ্রাইজ নন এসি বাস ছেড়ে আসবে রাত 9 টা তে। যারা এই বাসে যাত্রা করবেন তারা সারা রাত যাত্রা করে সকালে এসে ঢাকাতে পৌঁছাবেন। ঢাকাতে এসে পৌঁছাবেন ভোর 5 টা 15 মিনিটে।
ঢাকা টু পটুয়াখালী বাসের সময়সূচী
এখন আমরা আপনাদের জানাব ঢাকা টু পটুয়াখালী বাসের সময়সূচী। আপনারা এই অংশে জানতে পারবেন ঢাকা থেকে যেসকল বাসগুলো পটুয়াখালী জেলার উদ্দেশ্যে সরাসরি যাত্রা করে তাদের শুরুর সময় এবং সে বাসটি পটুয়াখালী তে পৌছানোর সময়। আমরা চেষ্টা করব আপনাদের শতভাগ সঠিক তথ্য দিয়ে অবগত করতে।
- হেমি এন্টারপ্রাইজের নাম অনেকেই শুনেছেন। ট্রান্সপোর্ট সার্ভিস নিয়ে এসেছে পটুয়াখালীর উদ্দেশ্যে বাস সার্ভিস। তারা ঢাকা টু পটুয়াখালী নন এসি বাস সার্ভিস চালু রেখেছে। তাদের একটি বাস খুব সকালে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই বাসটি ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা 7:30 মিনিটে পটুয়াখালীর উদ্দেশ্যে এবং পটুয়াখালীতে এসে পৌঁছায় ভোর 7 টা 10 মিনিটে। আপনারা যারা রাতে আরামদায়ক যাত্রা পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে একটি দারুন বাস।
- হানিফ এন্টারপ্রাইজ ঢাকা টু পটুয়াখালী বাস সার্ভিস চালু রেখেছে। হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের সর্ববৃহৎ ট্রান্সপোর্ট সার্ভিস। তারা রাত 9:30 থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা থেকে ছাড়ে একটি বাস। এই বাসটি একটি নন এসি বাস এবং এই বাসটি পটুয়াখালী টু ঢাকা ঢাকা টু পটুয়াখালী রুটে চলাচল করে। বাসটি পটুয়াখালীতে এসে যাত্রা শেষ করে সকাল 7 টা 10 মিনিটে। রাতের আরামদায়ক যার জন্য আপনি এই বাসটি সিলেক্ট করে যাত্রা করতে পারেন।
পটুয়াখালী টু ঢাকা বাসের ভাড়া
আমরা এখানে পটুয়াখালী–ঢাকা শুধু মাত্র দুইটি কোম্পানির বাস এর কথা উল্লেখ করেছি। এই দুটি বাস সবথেকে ভালো সার্ভিস প্রদান করে এই রুটে। এ ছাড়াও বহু লোকাল বাস রয়েছে যেগুলো তথ্য আমরা আপনাদের দিতে চাচ্ছি না কারণ সেগুলোতে এত বড় যাত্রাপথ যাত্রা করা খুব কষ্টের। যে বাসটিতে আমরা আপনাদের যাএা করার কথা বলেছি সেই বাস দুইটি নন এসি বাস।
- হানিফ এন্টারপ্রাইজ তাদের নন এসি বাসের প্রতি টিকিট মূল্য নির্ধারণ করেছে 550 টাকা। পটুয়াখালী টু ঢাকা বাসের নন এসি টিকিট মূল্য 550 টাকা।
- হেমি এন্টারপ্রাইজ তাদের নন এসি বাসের প্রতি টিকিট মূল্য নির্ধারণ করেছে 550 টাকা। তাদের সার্ভিস মোটামুটি ভালো। আপনারা ইচ্ছে করলেই পটুয়াখালী টু ঢাকার এই দীর্ঘ পথ এম এন্টারপ্রাইজ এর একটি নন এসিতে উপভোগ করতে পারেন।
পটুয়াখালী টু ঢাকা বাসের অনলাইন টিকেট 2023
আপনি কিভাবে পটুয়াখালী টু ঢাকা বাসের অনলাইন টিকিট কাটবেন তা আপনাদের আমরা দেখিয়ে দেব। আপনি আপনার হাতের কাছে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে পারেন।
- আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে প্রবেশ করে সহজ ডট কম এর অ্যাপস টি ডাউনলোড করে নিন। এই অ্যাপটিতে প্রবেশ করে আপনি আপনার যাত্রা শুরুর স্থান এবং যাত্রা শেষের স্থান নির্ধারণ করে যাত্রা তারিখ নির্ধারণ করুন।
- এরপরে আপনাকে যা করতে হবে আপনাকে নির্ধারিত বাসের বাসগুলো হতে আপনার সুবিধা মত বাসটি সিলেক্ট করতে হবে। সিলেকটের পরে আপনাকে বাসের সিট সিলেক্ট করে দিয়ে পেমেন্ট সিস্টেম কমপ্লিট করতে হবে। ঠিক এই ভাবেই খুব সহজেই আপনি আপনার বাসের টিকিট সংগ্রহ করতে পারেন।
আপনি যদি অনলাইনে বাসের টিকিট কাটতে না পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য করার। এছাড়া আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে বাসের টিকিট অনলাইনে কাটার সম্পর্কিত তথ্য দেখে নিতে পারেন। আমাদের এই পোষ্ট আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্স এর মাধ্যমে আমাদের জানাবেন এবং আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করবেন যাতে আমরা পরবর্তীতে আরও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।