আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই পোস্টে। আমরা আজকের এই পোস্ট লেখার চেষ্টা করব নাটোর থেকে ঢাকা যাওয়ার বাসের সকল ধরনের সময়সূচী ভাড়া এবং অনলাইনে টিকিট কাটার পদ্ধতি সম্পর্কে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই বিষয়ে জানার জন্য। আমরা চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণ তথ্য দিয়ে আমাদের অনুচ্ছেদটি সাজানোর জন্য।
আপনারা যারা নিয়মিত যাতায়াত করেন তারা হয়তো অনেক কিছু জানেন। কিন্তু যারা হঠাৎ করে বাসে যাতায়াত করছেন তারা অনেক কিছু জানেন না এবং তাদের জানার আগ্রহ থেকেই আমরা চেষ্টা করছি আজকে নাটোর থেকে ঢাকা যাওয়ার সকল বাস এর সময়সূচী এবং টিকিট মূল্য অনলাইনে টিকিট কাটার সিস্টেম সম্পর্কে জানাতে।
নাটোর জেলা থেকে ঢাকা বাস
নাটোর থেকে ঢাকা যেতে হলে আপনাকে দুইটি অপশন এর মধ্যে থেকে একটি অপশন বেছে নিতে হবে। আপনি যদি বাসে যেতে চান তাহলে আপনার কাছে অনেকগুলি বাসের অপশন পাওয়া যাবে। আপনি এই অনেকগুলি বাস থেকে যেকোনো একটি বাস বেছে নিতে পারেন। সাধারণত সরাসরি নাটোর থেকে ঢাকা যাওয়ার বাসের সংখ্যা খুব কম।
কিন্তু নাটোর জেলা থেকে আপনি ঢাকার উদ্দেশে রওনা করার জন্য অনেক বাস পেয়ে যাবেন যেগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। মূলত যে বাসগুলো চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী জেলা থেকে ছেড়ে আসে সেগুলো নাটোর জেলার উপর দিয়ে অতিক্রম করে। ভৌগোলিক কারণবশত এবং রাস্তার ম্যাপ অনুযায়ী প্রত্যেকটি বাসকে নাটোর জেলার উপর দিয়ে ঢাকা তে যেতে হবে।
আপনারা অনেকেই নাটোর জেলা সম্পর্কে জানেন। এটি বাংলাদেশের একটি ঐতিহ্য পূর্ণ জেলা। আপনারা অনেকেই হয়তো চলন বিলের নাম শুনেছেন। বাংলাদেশের সর্ববৃহৎ অঞ্চল হচ্ছে নাটোর চলনবিল। নাটোর চলনবিল এর বেশিরভাগ অংশই নাটর জেলাতে অবস্থিত। এছাড়াও নাটোরে রয়েছে একটি দারুন ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির নিদর্শন। এছাড়াও নানান ব্যবসায়ীক প্রাণকেন্দ্র হিসেবে নাটোর বর্তমানে একটি বড় জেলা হয়ে উঠেছে।
অনেকেই নিয়মিত নাটোর থেকে ঢাকা তে যাতায়াত করেন। অন্যান্য জেলার মতন এই জেলাতেও রয়েছে বড় বড় সব ব্যবসায়ী। তারা নিয়মিত ঢাকাতে যাতায়াত করে এর পাশাপাশি শিক্ষার্থীরা রয়েছে যারা ঢাকাতে নানান কাজে পড়াশোনা করতে বা চাকরির খোঁজে যাতায়াত। তাদের অবশ্যই বাসের রুট সম্পর্কে সঠিক ধারণা রাখা দরকার। আপনি কখন কিভাবে নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারবেন সেই নিয়েই আমাদের আজকের এই আলোচনা। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী যথোপযুক্ত তথ্য তুলে ধরার।
নাটোর জেলা থেকে ঢাকাতে যাওয়ার বিভিন্ন বাসের সময়সূচী
প্রত্যেকটি জিনিসের একটি নিয়ম রয়েছে। বাস চলাচলে ক্ষেত্রেও সেই নিয়ম টি মানা খুব জরুরী। কারন এখনকার যুগে মানুষ সবকিছুকে সহজ করার চেষ্টায় লেগে আছে। তাই আপনি কতটা সহজেই একটি কাজ সম্পন্ন করতে পারছেন তার ওপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎ। বাস যাতায়াত এর ক্ষেত্র মানুষ চাচ্ছে কিভাবে টিকিট কাটা থেকে শুরু করে যাত্রা করার প্রক্রিয়াটি সহজ করা যায়।
তবে সঠিক সময় সূচি অনুযায়ী যদি কিছু না করা হয় তাহলে সবই ভেস্তে যাবে। তাই আপনাকে বাসের সঠিক সময়সূচী জেনে আপনারা যাত্রা পরিকল্পনা করতে হবে। চলুন আমরা নাটোর থেকে সকাল, দুপুর ও রাত অনুযায়ী বিভিন্ন বাসের সময়সূচী জেনে নেই।
সকালের সকল বাসসমূহ
আপনি খুব সকালেই পেয়ে যেতে পারেন সরাসরি রাজশাহী থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস এর “001 রাজ-ঢাকা” নামক এই কোচ। এই বাস টি নাটোর স্টেশনে এসে থামল আপনি সেখান থেকে যাত্রা শুরু করতে পারেন। আপনি সকাল 5:45 মিনিটে যাত্রা শুরু করতে পারেন এবং যাত্রাটি শেষ করতে পারেন সকাল 11:45 মিনিটে ঢাকাতে।
আপনি যদি নাটোর থেকে আপনার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চান তাহলে রাজশাহী থেকে ছেড়ে আসা “003 রাজ-ঢাকা”নামক দেশ ট্রাভেলস এর এই কোর্সের মাধ্যমে যাত্রা করতে পারেন। দেশ ট্রাভেলস এর বাস টি নাটোরে এসে পৌছবে সকাল 8:15 মিনিটে এবং যাত্রা শেষ করবে ঢাকা কল্যাণপুর কাউন্টার দুপুর 2:15 মিনিটে। এটি একটি নন এসি বাস আপনি চাইলে এই বাসে যাত্রা উপভোগ করতে পারে।
নাটোর থেকে ঢাকা যাওয়ার জন্য আরেকটি বাস রয়েছে যে টির নাম হল “3 রাজ-ঢাকা”।দেশ ট্রাভেলস এর এই বাসটি নাটোরে এসে পৌছবে সকাল 8:45 মিনিটে এবং ঢাকা কল্যাণপুর কাউন্টার পৌছবে দুপুর 3 টা 15 মিনিটে। এটি একটি নন এসি বাস।
নাটোর থেকে ঢাকা যাওয়ার দুপুরের বাসের সময়সূচী
আপনি যদি দুপুরে নাটোর থেকে ঢাকা যেতে চান তাহলে আপনার জন্য রয়েছে দেশ ট্রাভেলস এর “005 রাজ-ঢাকা” নামক এই বাসটি। এই বাসটি সরাসরি রাজশাহী থেকে ছেড়ে এসে নাটোরে পৌছবে দুপুর 2:45 মিনিটে এবং ঢাকা কাউন্টারের পৌছবে রাত 8:45 মিনিটে।
নাটোর থেকে ঢাকা যাওয়ার জন্য দেশ ট্রাভেলস এ রয়েছে “005 চাপায়-ঢাকা” নামক একটি বাস। এই বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসবে এবং নাটোরে পৌছবে দুপুর 12:30 মিনিটে। আপনি যদি নাটোর থেকে যাত্রা শুরু করতে চান তাহলে ঢাকা কাউন্টারে পৌঁছবেন রাত 8:10 মিনিটে।
আপনি যদি নাটোর থেকে ঢাকা তে একটি এসি বাসে যেতে চান তাহলে আপনাকে দেশ ট্রাভেলস এর “31 রাজ-ঢাকা” নামক এই বাসে যাত্রা করতে হবে। এই বাস নাটোর থেকে যাত্রা শুরু করবে বিকেল 4:30 মিনিটে এবং ঢাকা কল্যাণপুর কাউন্টার যাত্রা শেষ হবে রাত 9:45 মিনিটে।
নাটোর থেকে ঢাকার রাতের বাসের সময়সূচী
আপনি যদি নাটোর থেকে ঢাকা তে রাতে যাতায়াত করতে চান তাহলে রয়েছে একতা ট্রান্সপোর্ট এর একটি বাস। এই বাস রহনপুর থেকে ছেড়ে আসে এবং নাটোর দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। আপনি রাত 11:00 টা তে নাটোর থেকে যাত্রা শুরু করতে পারবেন এবং ঢাকাতে পৌঁছাবেন ভোর 5 টা 30 মিনিটে।
রাতে নাটোর থেকে ঢাকা যাওয়ার জন্য রয়েছে একতা ট্রান্সপোর্ট এর একটি বাস। এই বাসটি একটি নন এসি বাস এবং এটি ছেড়ে আসবে সরাসরি চাঁপাইনবাবগঞ্জের কানসাট হতে। এই বাসের মাধ্যমে আপনি নাটোর থেকে ঢাকা মহাখালীতে যেতে পারবেন। নাটোরে যাত্রা শুরু হবে রাত্রি 11 টায় এবং মহাখালীতে যাত্রা শেষ হবে সকাল 6 টা তে।
নাটোর থেকে ঢাকা যাওয়ার জন্য সকল এসি ও নন এসি বাসের ভাড়া
আপনি যদি আপনার প্রয়োজনে নাটোর থেকে ঢাকায় বাসে যাত্রা করতে চান তাহলে আপনাকে বাসের ভাড়া সম্পর্কে ধারণা রাখা উচিত। আমরা আজকের অনুচ্ছেদে শুরুতেই বলেছিলাম বাসের ভাড়া সম্পর্কে আমরা আপনাদের তথ্য দিব। চলুন আমরা বাসের ভাড়া গুলো জেনে নেই।
এসি বাসের ভাড়া
আপনি যদি নাটোর থেকে ঢাকা এসি বাসে যেতে চান তাহলে আপনাকে একটি এসি সিট এর জন্য 900 টাকা খরচ করতে হবে। অর্থাৎ নাটোর থেকে ঢাকা যাওয়ার জন্য এসি বাসের একটি সিটের মূল্য 900 টাকা।
নন এসি বাসের ভাড়া
আপনি যদি নাটোর থেকে ঢাকা নন এসি বাসে যেতে চান তাহলে আপনাকে একটি সিটের জন্য 400 টাকা খরচ করতে হবে অর্থাৎ নাটোর থেকে ঢাকা যাওয়ার জন্য নন এসি বাসের একটি টিকিটের মূল্য 400 টাকা।
নাটোর থেকে ঢাকা যাওয়ার বাসের অনলাইন টিকিট
আজকে অবশ্য অনলাইনের মাধ্যমে নাটোর থেকে ঢাকা যাওয়ার বাসের টিকিট কাটতে পারবেন। আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র আপনার মোবাইল ফোনটি ব্যবহার করতে হবে এবং ইন্টারনেট ব্যবহার করতে হবে। আপনি এই দুইটি ব্যবহার করে যেকোনো জায়গা থেকে যখন তখন বাসের টিকিট কাটতে পারেন।
আমরা আপনাদের উদ্দেশ্যে ইতিপূর্বে অনলাইনে বাসের টিকিট কাটার একটি সম্পূর্ণ তথ্য সম্বলিত পোস্ট আপলোড করেছি। আপনি শুধুমাত্র একটি ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে বাসের টিকিট কাটতে পারেন। আপনি shohoz.com এর মাধ্যমে অনলাইন থেকে নাটোর টু ঢাকা বাসের টিকিট কাটতে পারেন।