নাটোর টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট এবং ভাড়ার তালিকা

প্রতিদিন হাজার হাজার যাত্রীরা নাটোর থেকে ঢাকা যাতায়াত করছে। যদিও নাটোর থেকে ঢাকা পর্যন্ত আলাদাভাবে কোন ট্রেন নেই তবে নাটোর থেকে প্রচুর পরিমাণে যাত্রীরা ঢাকা যাতায়াত করে প্রতিদিন। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যেহেতু আলাদাভাবে ট্রেন নেই তাহলে তারা কিভাবে যাতায়াত করছে। আমাদের জানিয়ে রাখি নাটোর থেকে ঢাকার দূরত্ব প্রায় রেলপথে 204 কিলোমিটার।

আপনারা যারা নিয়মিত নাটোর থেকে ঢাকা যাতায়াত করতে চাচ্ছেন তাদের কাছে আজকের আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন যে তথ্যগুলো আপনাদের কাজে আসবে। প্রথমত আপনারা জানতে পারবেন আপনি কোন ট্রেনে নাটোর থেকে উঠলে ঢাকা পর্যন্ত যেতে পারবেন। অবশ্যই কিছু নির্ধারিত ট্রেন রয়েছে যে ট্রেনগুলোতে চললে আপনি নাটোর থেকে ঢাকা যেতে পারবেন এবং সেই ট্রেনের টিকিট কাটতে পারবেন।

নাটোর টু ঢাকা ট্রেনের সময়সূচী

একতা এক্সপ্রেস (706)

নামক আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে চড়ে আপনি নাটোর থেকে ঢাকা যেতে পারবেন। একতা এক্সপ্রেস ট্রেনে রয়েছে নির্ধারিত আসন বিন্যাস এবং সেই আসনবিন্যাস অনুযায়ী নাটোর থেকে আপনি টিকিট কাটতে পারবেন এবং ঢাকা পর্যন্ত যাত্রা করতে পারবেন। যেহেতু একতা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নেই তাই যাত্রীরা একতা এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রা করতে পছন্দ করে। একতা এক্সপ্রেস ট্রেনের নাটোর স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় হচ্ছে 3:12 মিনিট। একতা এক্সপ্রেস ট্রেনের ঢাকা স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হচ্ছে 8:10 মিনিট।

লালমনি এক্সপ্রেস (752)

নামক আরেকটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন রয়েছে যে ট্রেন অত্র এলাকার যাত্রীদের কাছে বেশ পরিচিত একটি ট্রেন। লালমনি এক্সপ্রেস ট্রেন লালমনিরহাটে স্টেশন থেকে ছেড়ে আসলেও যাত্রীরা চাইলে নাটোর থেকে ঢাকা পর্যন্ত এই ট্রেনে যাত্রা করতে পারবে। লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে শুক্রবার। শুক্রবার ছাড়া অন্যান্য দিনে ট্রেন চলাচল করছে। লালমনি এক্সপ্রেস ট্রেনের নাটোর স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় হচ্ছে 14:46 মিনিট। লালমনি এক্সপ্রেস ট্রেনের ঢাকা স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হচ্ছে 19:55 মিনিট।

দ্রুতযান এক্সপ্রেস 758

নামক এ আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সুযোগ রয়েছে নাটোর থেকে ঢাকা যাওয়ার। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নেই তাই প্রতিদিন আপনি চাইলে নাটোর থেকে ঢাকা যেতে পারবেন। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নাটোর স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় হচ্ছে 14:04 মিনিট। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ঢাকা স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হচ্ছে 18 টা 55 মিনিট।

নীলসাগর এক্সপ্রেস (766)

একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন এবং আপনি চাইলে নাটোর থেকে ঢাকা যাওয়ার জন্য এই নীলসাগর এক্সপ্রেস এর মাধ্যমে যেতে পারেন। আপনারা যারা নাটোর থেকে ঢাকা ট্রেনের নিয়মিত যাতায়াত করতে চাচ্ছেন তাদের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সুযোগ থাকছে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে রবিবার। আপনারা যারা নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করবেন তারা জেনে রাখুন এই ট্রেনের নাটোর স্টেশন ছেড়ে যাওয়া নির্ধারিত সময় হচ্ছে 0:16 মিনিট। নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ঢাকা স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হচ্ছে 5:30 মিনিট।

রংপুর এক্সপ্রেস (772)

এই আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। রংপুর এক্সপ্রেস ট্রেনের চাইলে আপনি নাটোর থেকে ঢাকা পর্যন্ত যাতায়াত করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে রংপুর এক্সপ্রেস ট্রেন প্রতি রবিবার বন্ধ থাকবে। রংপুর এক্সপ্রেস ট্রেনের নাটোর স্টেশন ছেড়ে যাওয়া নির্ধারিত সময় হচ্ছে 1:6 মিনিট। রংপুর এক্সপ্রেস ট্রেনের ঢাকা স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হচ্ছে 6:10 মিনিট।

নাটোর টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা

আপনি যদি নাটোর থেকে ঢাকা ট্রেনের যাতায়াত করেন তাহলে অবশ্যই আপনাকে আগে থেকেই ট্রেনের টিকিট কাটতে হবে। ট্রেনের টিকিট কাটতে চাইলে আপনাকে অবশ্যই টিকেট মূল্য আগে থেকে জানতে হবে। শোভন 265 টাকা, শোভন চেয়ার 320 টাকা, প্রথম আসন 425 টাকা, প্রথম বার্থ 640 টাকা, স্নিগ্ধা 530 টাকা, এসি আসন 640 টাকা, এসি বার্থ 955 ঢাকা।