মৌলভীবাজার টু ঢাকা বাসের সময়সূচী ২০২৩ ভাড়া, অনলাইন টিকেট

সকল পাঠকদের জানাচ্ছি আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে নিয়ে এলাম মৌলভীবাজার টু ঢাকা বাসের সময়সূচী ও ভাড়া অনলাইনে টিকিট 2023। আপনারা জানতে চাচ্ছেন মৌলভীবাজার থেকে ঢাকা যাতায়াতের জন্য যে কয়টি ভাগ রয়েছে সে কয়টি বাসের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে। আমরা আপনাদের প্রশ্নের উত্তর আমাদের পোস্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব।

আমরা আমাদের এই পোস্টে আপনাদের জানাবো যে কোন কোন বাস মৌলভীবাজার থেকে ছেড়ে ঢাকায় উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং সেই বাসগুলোর সময়সূচী সম্পর্কে। এছাড়া আপনারা জানতে পারবেন এই বাসগুলোর ভাড়া কেমন হতে পারে এবং অনলাইনে টিকিট কিভাবে সংগ্রহ করা যেতে পারে। চলুন শুরু করা যাক আমাদের আজকের লেখা।

মৌলভীবাজার জেলা টু ঢাকা

মৌলভীবাজার জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। এটি মূলত সিলেট বিভাগের একটি জেলা শহর। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শহরের নাম হচ্ছে মৌলভীবাজার। বর্তমানে মৌলভীবাজার জেলা শহরকে এগ্রেট শহর হিসেবে উত্তীর্ণ করা হয়েছে এবং বাংলাদেশের সুন্দরতম পৌরসভাগুলোর মধ্যে মৌলভীবাজার পৌরসভা অন্যতম।

এছাড়াও মৌলভীবাজার এলাকাতে রয়েছে নানান ধরনের পর্যটন কেন্দ্র। এলাকাতে রয়েছে চা বাগান, প্রাকৃতিক জলপ্রপাত আরো অনেক কিছু। মানুষ নানান কাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। প্রতিদিন হাজারে হাজারে মানুষ সারা দেশ হতে মৌলভীবাজার এলাকাতে বেড়াতে যাই।

এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে যার কারণে দেশের প্রত্যেকটি জেলার সাথে এই জেলার যোগাযোগ রয়েছে। তবে ঢাকার সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগের জন্য বেশিরভাগ মানুষই বাসে যাতায়াত পছন্দ করে। বহু মানুষ জীবিকার তাগিদে ঢাকাতে বসবাস করে এবং প্রায়ই নিজের বাষা তে আসার জন্য বাসে করে মৌলভীবাজারে আসে। অনেক শিক্ষার্থী রয়েছে যারা তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকাতে আসেন।

যারা চাকরির খোঁজে ঢাকাতে চাকরি পরীক্ষা দিতে আসে তাদের জন্য মৌলভীবাজার থেকে ঢাকা অব্দি আশা এটি নিয়মিত যাত্রা। এসকল কারণেই মৌলভীবাজার থেকে ঢাকাতে বাসে আসার তথ্য সকলকে জানা উচিত। আমরা চেষ্টা করেছি তথ্যগুলো খুব ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যাতে করে আপনারা প্রত্যেকেই বুঝতে পারেন এবং আপনাদের বাসে যাতায়াত আরও সহজ করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের আমাদের আলোচ্য বিষয় এর মূল অংশ। এখন আমরা দেখাবো মৌলভীবাজার থেকে ঢাকার বাসের সময়সূচী।

মৌলভীবাজার থেকে ঢাকার সকল বাসের সময়সূচী

আপনারা যারা মৌলভীবাজার থেকে ঢাকাতে বাসে যাতায়াত করতে চাচ্ছেন তাদের জন্য এখন আমরা বাসের সময়সূচী উল্লেখ করব। তারা অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করে সময়সূচি গুলো দেখে নিবেন যাতে করে আপনারা পরবর্তীতে আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি বাসে যাত্রা করতে পারে। তো চলুন এসি এবং ননএসি বাসের সময়সূচী গুলি উল্লেখ করা যাক।

সকালের বাসের সময়সূচী

মৌলভীবাজার থেকে যারা সকালের দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করতে চান তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস রয়েছে। এই বাসটি মৌলভীবাজার থেকে ভোর 5:30 মিনিটে যাত্রা শুরু করবে এবং ঢাকাতে পৌছবে সকাল 10 টা 10 মিনিটে।

হানিফ এন্টারপ্রাইজ সকাল থেকে আরও একটি বাস সার্ভিস চালু রেখেছে। এই বাসটি মৌলভীবাজার থেকে সকাল 5 টা 50 মিনিটে যাত্রা শুরু করবে এবং ঢাকাতে যাত্রা শেষ করবে সকাল 10:30 মিনিটে। এটি একটি নন এসি বাস।

এন আর ট্রাভেলস লিমিটেড মৌলভীবাজার থেকে ঢাকা অব্দি সকালবেলাতে একটি বাস চালু রেখেছে। এই বাসটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সকাল 5 টা 50 মিনিটে এবং যাত্রা শেষ করবে সকাল 11 টা 10 মিনিটে।

হানিফ এন্টারপ্রাইজ সকাল 7 টা 50 মিনিট থেকে তাদের একটি বাস চালু রেখেছে। এই বাসটি যাত্রা শুরু করবে মৌলভীবাজার থেকে এবং যাত্রা শেষ করবে ঢাকা তে। এই বাসটি সকাল 12 টা 30 মিনিটে তার যাত্রা শেষ করবে করবে। এটি একটি নন এসি বাস।

আপনারা যারা সকালবেলা মৌলভীবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে এলো হানিফ পরিবহন আরো একটি নন এসি বাস। ননএসি বাসটি সকালে মৌলভীবাজার থেকে ছাড়বে 10 টা 15 মিনিটে। এই বাসটি দুপুর 2 টা 45 মিনিটে ঢাকাতে গিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছেবে।

দুপুরের বাসের সময়সূচী

হানিফ পরিবহন তাদের মৌলভীবাজার কাউন্টার থেকে দুপুরবেলায় যে বাসটি ছাড়বে সে বাসটি দুপুর 1 টা 15 তে মৌলভীবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা করবে। এই বাসটি ঢাকাতে পৌছবে বিকেল 5 টা 45 মিনিটে। এটি একটি নন এসি বাস।

আপনারা যারা দুপুরবেলায় মৌলভীবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে যেতে চান তাদের জন্য এ না ট্রাভেলস লিমিটেডের একটি বাস চালু রয়েছে। এ বাসটি যাত্রা শুরু করবে দুপুর 1 টা 50 মিনিট হতে এবং যাত্রা শেষ করবে রাত 8 টা 10 মিনিটে।

হানিফ এন্টারপ্রাইজ মৌলভীবাজার থেকে দুপুর 3 টা 15 মিনিটে একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। এটি একটি নন এসি বাস এবং এই বাসে আপনি যদি যাত্রা করতে চান তাহলে ঢাকাতে পৌঁছাতে আপনার বাজবে রাত 7 টা 45 মিনিট।

এনা পরিবহনের একটি বাস রয়েছে যেটি মৌলভীবাজার থেকে দুপুর 4:00 টা তে ছেড়ে আসে। এই বাসটি মৌলভীবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। এটি একটি এসি বাস ঢাকা তে পৌঁছায় রাত্রি 10 টা তে। আপনারা যারা এসি বাসে যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য এটি খুব সুন্দর একটি বাস হতে পারে।

হানিফ এন্টারপ্রাইজ মৌলভীবাজার থেকে ঢাকা পর্যন্ত বিকেলের যে বাস চালু রেখেছে সেটি ছাড়বে বিকেল 4 টা 15 মিনিটে। এই বাসটি তার গন্তব্যে পৌঁছাবে রাত 8 টা 45 মিনিটে।

রাতের বাসের সময়সূচী

এনা এন্টারপ্রাইজ লিমিটেড মৌলভীবাজার থেকে রাত 11:00 টা তে একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। যারা যেতে চান তারা এই গাছটিতে যাত্রা করতে পারেন। এই বাসটি ঢাকাতে পৌঁছাবে ভোর 4:00 টা তে।

হানিফ এন্টারপ্রাইজ 6:15 মিনিট থেকে ঢাকার উদ্দেশ্যে রয়েছে একটি নন এসি বাস। এই বাসটি মৌলভীবাজার থেকে যাত্রা শুরু করে ঢাকাতে পৌঁছাবে রাত 10:45 মিনিটে।

এনা ট্রাভেলস লিমিটেড মৌলভীবাজার থেকে রাত 11:30 এ ঢাকার উদ্দেশ্যে একটি নন এসি বাস চালু রেখেছে। এই বাসটি ঢাকাতে পৌছবে ভোর 5 টা 10 মিনিটে।

মৌলভীবাজার থেকে ঢাকা বাসের ভাড়া

বাসের ভাড়া বলতে এখানে আমরা মূলত একটি টিকিটের মূল্য কে বুঝিয়েছি। এখানে বাসের আবার দুইটি ভাগ রয়েছে একটি হলো এসি বাস এবং আরেকটি হলো নন এসি বাস। এছাড়াও বাসের কোম্পানি ভেদে ভারাতে রয়েছে ভিন্নতা। চলো নিচে বিস্তারিত এ বিষয়ে জেনে নেওয়া যাক।

নন এসি বাসের ভাড়া
মৌলভীবাজার থেকে ঢাকা যাতায়াতের জন্য যদি আপনি বাসের টিকিট কাটেন তাহলে আপনাকে একটি নন এসি বাসের সিটের জন্য হানিফ এন্টারপ্রাইজ এ 380 টাকা দিতে হবে। আপনি যদি এনা ট্রান্সপোর্ট লিঃ এর গাড়িতে যাত্রা করেন তাহলে তাদের টিকিট মূল্য 400 টাকা।

এসি বাসের ভাড়া
মৌলভীবাজার থেকে ঢাকাতে এসি বাস শুধুমাত্র এনা ট্রান্সপোর্ট লিঃ কোম্পানির রয়েছে। এই কোম্পানি ছাড়া অন্যান্য কোম্পানির এসি বাসের তথ্য ওয়েবসাইটে পাওয়া গেল না। আপনি এখান থেকে যদি এসি বাসে যেতে চান তাহলে আপনাকে প্রতিসৃত 500 টাকা খরচ করতে হবে।

অনলাইনে মৌলভীবাজার টু ঢাকা বাসের টিকিট 2023

আপনি অনলাইনে মৌলভীবাজার টু ঢাকা বাসের টিকিট কিনতে পারেন। shohoz.com এর প্রবেশ করে মাত্র 3 টি ধাপ অতিক্রম করে কিনে নিন আপনার বাসের টিকিট। যদি তা না পারেন তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং অনলাইনে কিভাবে বাসের টিকিট কাটতে হয় সে বিষয়ে জেনে নিন। আমাদের ওয়েবসাইটে খুব ভালোভাবে এবং বিস্তারিতভাবে দেওয়া আছে আপনি কিভাবে নিজে থেকে অনলাইনে বাসের টিকিট কাটতে পারবেন।