লাকসাম টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট ও ভাড়ার তালিকা

যে সকল যাত্রীরা লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনে যাতায়াত করতে চাচ্ছেন বা নিয়মিত করেন তাদের কাছে বেশ কয়েকটি ট্রেনের অপশন থাকবে। তবে সমস্যার বিষয় হলো আপনারা যখন এই ট্রেনগুলোতে চলাচল করবেন তখন অবশ্যই আপনাদের বেশ কিছু তথ্যের প্রয়োজন পড়বে। আপনাদের ট্রেনগুলোর সিডিউল সম্পর্কে ট্রেনের ভাড়া সম্পর্কে এবং ট্রেনে কি কি সুযোগ সুবিধা রয়েছে এই বিষয়গুলো আপনাদের ভালোভাবেই জানতে হবে।

আপনি যদি এই বিষয় গুলো ঠিকঠাক না জেনে ট্রেনে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই কোন না কোন সময় আপনাকে ভোগান্তিতে পড়তে হতে পারে। এই সকল দিক বিবেচনা করে আমরা আজকে লিখতে বসেছিলাম লাকসাম হতে চট্টগ্রাম পর্যন্ত যে সকল ট্রেনগুলো চলাচল করে প্রত্যেকটি ট্রেনের সিডিউল এবং টিকিটের মূল্য তালিকা সম্পর্কে।

লাকসাম টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী আন্তঃনগর

আপনারা যারা লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনে যাতায়াত করেন তাদের মধ্যে অনেকেই জানেন না আপনাদের কাছে সুযোগ থাকছে সাতটি আন্তঃনগর ট্রেনে যাতায়াত করার। এই 7 আন্তঃনগর ট্রেন নিয়মিত এই রুটের সেবা প্রদান করে আসছে। প্রত্যেকটি ট্রেন বিভিন্ন সময় আসে তাই আপনি আপনার যাত্রা কে সুন্দর ভাবে সাজাতে পারবেন এবং আপনার সময় উপযোগী ট্রেন কে বেছে নিতে পারবেন। এখন আমরা এই সাত ট্রেনের প্রত্যেকটির সময়সূচী এবং সিডিউল সম্পর্কে আপনাদের জানাবো।

মহানগর এক্সপ্রেস প্রভাতী (704)

মহানগর এক্সপ্রেস প্রভাতী একটি অত্যন্ত ভালো মানের আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন যা লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত যাত্রীদের বহুদিন ধরে সেবা প্রদান করে আসছে। মহানগর এক্সপ্রেস প্রভাতীর সাপ্তাহিক কোন ছুটির দিন নেই অর্থাৎ প্রতিদিন এই ট্রেন চলাচল করে। এই ট্রেনের লাকসাম স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 11:33 এবং চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় 13:50।

পাহাড়িকা এক্সপ্রেস (720)

লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত যে আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করে তাদের মধ্যে পাহাড়িকা এক্সপ্রেস অন্যতম। পাহাড়িকা এক্সপ্রেস এর সাপ্তাহিক ছুটির দিন হলো শনিবার। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের লাকসাম স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় হল 17:00 এবং যদি সব কিছু ঠিক থাকে তাহলে চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হল 19:35।

মহানগর এক্সপ্রেস (722)

এটি হচ্ছে আরও একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন যা নিয়মিত চলাচল করছে লাকসাম থেকে চট্টগ্রাম। আমরা আপনাদের জানিয়ে রাখছি যে এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার। এই ট্রেন এর লাকসাম স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় হল 1:47 এবং চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হল 4:50।

উদয়ন এক্সপ্রেস (730)

উদয়ন এক্সপ্রেস আরো একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন এই রুটে বহুদিন যাবত চলাচল করছে। উদয়ন এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন হল রবিবার। এই ট্রেনের লাকসাম স্টেশন ছেড়ে যাওয়া নির্ধারিত সময় 3:35 এবং চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় 6:01।

মেঘনা এক্সপ্রেস (731)

মেঘনা এক্সপ্রেস ট্রেন একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন এবং এই ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নেই। মেঘনা এক্সপ্রেস ট্রেনের লাকসাম স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় হল 6:20 এবং চট্টগ্রামে স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হল 9 টা 1 মিনিট।

তূর্ণা এক্সপ্রেস (742)

আরো একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন নেই এবং এই ট্রেনের লাকসাম স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 3:51 চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময়ে 6:20।

বিজয় এক্সপ্রেস (786)

বিজয় এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার। এই ট্রেনের লাকসাম স্টেশন ছেড়ে যাওয়ার সময় 3:05 এবং চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর সময় 5:30।

লাকসাম টু চট্টগ্রাম ট্রেনের ভাড়ার তালিকা

লাকসাম হতে চট্টগ্রাম পর্যন্ত শোভন এর ভাড়া নির্ধারণ করা হয়েছে 125 টাকা এবং শোভন চেয়ার এর 150 টাকা। প্রথম আসনের ভাড়া 200 টাকা এবং প্রথম বার্থ 295 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এসি আসনের ভাড়া 340 টাকা এসি বার্থ 512 টাকা এবং স্নিগ্ধা 282 টাকা।