আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের পোস্টে। আপনারা যারা আমাদের আজকের পোস্টটি ভিজিট করছেন তাদেরকে আজকে আমরা খুলনা জেলা থেকে ঢাকা জেলা তে প্রবেশ এর জন্য যে সকল বাস রয়েছে সেই সকল বাসের তথ্য দিব। আপনি যদি খুলনা জেলা থেকে যাতায়াত করে ঢাকা জেলা তে প্রবেশ করতে চান তাহলে বাস অন্যতম মাধ্যম। তবে বাসে যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু তথ্য জেনে রাখা জরুরি।
আমাদের এই অনুচ্ছেদের সম্পূর্ণরূপে আপনারা পড়লে জানতে পারবেন খুলনা থেকে ঢাকা যাতায়াত এর সকল বাস এর নাম এবং সেই বাসের সময়সূচী। খুলনা জেলা থেকে কয়টার সময় বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবং ঢাকাতে কখন পৌঁছাবে। এছাড়াও এই যাত্রার আনুষাঙ্গিক তথ্য যেমন ভাড়া এবং অনলাইনে টিকিট কাটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা যারা এই বিষয়ে জানতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদের পোস্ট এর নিচের অংশে লক্ষ্য করুন।
খুলনা থেকে ঢাকা বাস
খুলনা জেলা দেশের তৃতীয় বৃহত্তম জেলা। খুলনা জেলা তে রয়েছে বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল সুন্দরবন। যে সকল পর্যটক বৃন্দ সুন্দরবনের যাত্রা করেন তারা এই খুলনা জেলার উপর দিয়েই সুন্দরবনের দিকে অগ্রসর হন। এছাড়াও খুলনা জেলার আশপাশের জেলাগুলো মিলে অনেক পর্যটনকেন্দ্র থাকায় এই খুলনা জেলায় মানুষের আনাগোনা বেশি। প্রতিনিয়ত ঢাকা থেকে মানুষ খুলনাতে যাচ্ছে এবং খুলনা থেকে ঢাকা তে আসছে।
এছাড়াও খুলনার স্থানীয় জনগণ ঢাকাতে নানান কাজে ও প্রয়োজনে আসতে পারে। যদিও খুলনা থেকে ঢাকা ট্রেন যোগাযোগ রয়েছে তারপরও বেশিরভাগ মানুষই বাসে যাতায়াত করতে পছন্দ করেন। বাসে যাতায়াতের প্রধান উদ্দেশ্য হলো আপনি যখন তখন খুলনা থেকে ঢাকার উদ্দেশে বাস পেতে পারেন কিন্তু রইলে আপনাকে একটি নির্দিষ্ট সময় এবং একটি নির্দিষ্ট অনুযায়ী অপেক্ষা করতে হয়।
আজকের আমাদের আলোচনার মূল বিষয় হল খুলনা থেকে ঢাকা জেলায় প্রবেশ এর সকল বাসের নাম এবং বাসের সময়সূচী ভাড়া সম্পর্কে আপনাদের অবগত করা। আমরা চেষ্টা করব খুলনা জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া সকল বাসের তথ্য আপনাদের সামনে দেওয়া। প্রচলন নিচের অংশে সকল বাসের সময়সূচী জেনে নেয়া যাক।
খুলনা টু ঢাকা বাসের সময়সূচী
প্রত্যেক বাসের নির্দিষ্ট সময় সূচি রয়েছে। বাস কখন তার যাত্রা শুরু করবে এবং কখন যাত্রা শেষ করবে এই নিয়ে নির্দিষ্টতা রয়েছে। আপনারা যারা খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন না করতে চাচ্ছেন তাদের জানা প্রয়োজন খুলনা জেলা থেকে কোন বাস কখন ছাড়ছে। সেই বাসগুলো কখন ঢাকাতে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছে। আমরা বাসগুলোর সকাল দুপুর এবং রাতের সময়সূচি অনুযায়ী সাজিয়েছি।
সকালের সকল বাসের সময়সূচী
আপনি যদি খুলনা থেকে ঢাকা তে বাসে যাতয়াত করতে চান তাহলে খুব সকালে একটি বাস রয়েছে। এটি ইমাদ পরিবহন লিঃ এর একটি বাস। এই বাসটি খুলনা থেকে যাত্রা শুরু করবে ভোর 4 টা 15 মিনিটে এবং ঢাকাতে যাত্রা শেষ করবে সকাল 11:00 টা তে। আপনারা যারা এই বাসে যাত্রা করতে যাচ্ছেন তারা ঝটপট টিকিট সংগ্রহ করে নিন।
খুলনা থেকে টুংগীপাড়া এক্সপ্রেস বাস সার্ভিসের একটি বাস চালু রয়েছে। এই বাসটি খুলনা থেকে যাত্রা শুরু করবে ভোর 4 টা 45 মিনিট এবং ঢাকাতে যাত্রা শেষ করবে সকাল 11 টা 15 মিনিটে। এটি একটি নন এসি বাস তাই আপনারা যারা এই বাসে যাত্রা করতে চাচ্ছেন তারা টিকিট সংগ্রহ করতে পারেন।
যারা সকাল-সকাল খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে টুংগীপাড়া এক্সপ্রেস বাস সার্ভিসের একটি বাস। এই বাসটি খুলনা থেকে যাত্রা শুরু করবে সকাল 7:00 টা তে এবং ঢাকাতে পৌঁছেছে যাত্রা শেষ করবে দুপুর 2:00 তে।
হানিফ এন্টারপ্রাইজ নিয়ে এলো খুলনা থেকে ঢাকাগামী একটি বাস। হানিফ এন্টারপ্রাইজ এর এই বাসটি খুলনা থেকে যাত্রা শুরু করবে সকাল 7:00 টা তে এবং ঢাকাতে পৌঁছে যাত্রা শেষ করবে দুপুর 3:00 টা তে। আপনারা যারা হানিফ এন্টারপ্রাইজের এই বাসে যাত্রা করতে চাচ্ছেন তারা জলদি টিকিট সংগ্রহ করুন।
দুপুরের সকল বাসের সময়সূচী
টুংগীপাড়া এক্সপ্রেস বাস সার্ভিসের খুলনা থেকে একটি বাস সকাল 12 টা তে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং ঢাকা তে পৌঁছায় সন্ধ্যা 6:30 মিনিটে। আপনি যদি এই বাসটিতে যাত্রা করতে চান তাহলে আপনাকে জানতে হবে এটি হলো একটি এসি বাস। এসি বাস এ যাত্রা করতে চাইলেই বাসের টিকিট সংগ্রহ করুন।
হানিফ এন্টারপ্রাইজ নিয়ে এসেছে খুলনা থেকে ঢাকা বাস সার্ভিস। দুপুর 1 টা তে হানিফ এন্টারপ্রাইজের বাসটি খুলনা থেকে যাত্রা শুরু করবে এবং রাত্রি 9 টা তে ঢাকাতে পৌঁছাবে। এটি একটি নন এসি বাস্
রাতের বাসের সময়সূচী
হানিফ এন্টারপ্রাইজ নিয়ে এসেছে রাত্রি 9 টা থেকে খুলনা টু ঢাকা বাস সার্ভিস। বাসটি ঠিক রাত্রি 9 টা তে খুলনা থেকে যাত্রা শুরু করবে এবং ঢাকাতে পৌঁছাবে ভোর পাঁচটায়। এটি একটি হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাস।
হানিফ এন্টারপ্রাইজের আরো একটি রাত্রিকালীন বাস রয়েছে যেটি দিয়ে আপনি যাত্রা করতে পারেন। এই বাসটি যাত্রা শুরু করবে খুলনা হতে রাত্রি দশটা তে এবং যাত্রা শেষ করবে ঢাকাতে ভোট 6:10 মিনিটে।
টুংগীপাড়া এক্সপ্রেস নিয়ে এসেছে খুলনা থেকে ঢাকা বাহি এসি বাস সার্ভিস। এই বাসটি খুলনা থেকে যাত্রা শুরু করবে রাত্রি 10 টা 15 মিনিটে এবং ঢাকাতে যাত্রা শেষ করবে সকাল 4:30 মিনিটে। আপনারা যারা আরামদায়ক রাত্রিকালীন বাসে জার্নি করতে চান তাদের জন্য এই টুংগীপাড়া এক্সপ্রেস এর এই বাসটি খুবই উপযুক্ত হতে পারে।
টুংগীপাড়া এক্সপ্রেস আরো নিয়ে এলো রাত্রিকালীন খুলনা টু ঢাকা বাস সার্ভিস। গাছটি যাত্রা শুরু করবে রাত্রি 12:30 মিনিটে এবং ঢাকাতে গিয়ে যাত্রা শেষ করবে সকাল 7:30 মিনিটে। যারা যারা আরামদায়ক রাত্রিকালীন বাসে যাত্রা করতে চান আপনার জন্য ভালো হতে পারে।
খুলনা থেকে ঢাকা বাসের ভাড়া
আমরা এখন খুলনা জেলা থেকে ঢাকা সকল বাসের টিকিট মূল্য তুলে ধরব। আমরা এসি এবং ননএসি হিসেবে বাস কে ভাগ করছি এবং টিকিট মূল্য উল্লেখ করেছি।
এসি বাসের টিকিট মূল্য
আপনি যদি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে চান এবং যদি এসি বাসে করতে চান তাহলে আপনার জন্য এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে বিভিন্ন বাসের কোম্পানি অনুযায়ী। এসি বাসের ভাড়া শুরু হবে ছয়শো টাকা থেকে এবং শেষ হবে সর্বোচ্চ তেরোশো টাকা পর্যন্ত। বিভিন্ন বাস কোম্পানি বিভিন্ন ধরনের ভাড়া নির্ধারণ করে দিয়েছে তাই আপনি অবশ্যই বাসের টিকিট কাটার পূর্বে কোন বাসের ভাড়া কত জেনে নিন।
হানিফ এসি বাসের ভাড়া 600 টাকা
টঙ্গী এক্সপ্রেস এসি বাসের ভাড়া 1300 টাকা
নন এসি বাসের ভাড়া
আপনারা যারা খুলনা থেকে নন এসি বাসে যাত্রা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি রাখি খুলনা থেকে নন এসি বাসের ভাড়া 500 থেকে 600 টাকার মধ্যে হবে। টঙ্গিপাড়া এক্সপ্রেসের ভাড়া 500 টাকা এবং হানিফ এন্টারপ্রাইজ এর ভাড়া 550 টাকা।
খুলনা থেকে ঢাকা অনলাইন টিকিট 2023
আপনারা আমাদের ওয়েবসাইটে যদি নিয়মিত ভিজিট করেন তাহলে জানেন যে আমরা ট্রাভেলিং সম্পর্কিত অনেক তথ্য আপলোড করে থাকি। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা থেকে ঢাকাতে বাস সার্ভিসের সকল তথ্য আমাদের ওয়েবসাইটে আপলোড করি। আপনি খুলনা থেকে ঢাকা যাওয়ার বাসের টিকিট অনলাইনে কাটতে পারেন। আপনি shohoz.com এর মাধ্যমে আপনার মোবাইল অথবা কম্পিউটার সেট দিয়ে ইন্টারনেট ব্যবহার করে খুব সহজেই বাসের টিকিট কাটতে পারেন।