খুলনা টু পোড়াদহ ট্রেনের সময়সূচী ২০২৩ টিকেট ও ভাড়ার তালিকা

আপনারা যারা নিয়মিত খুলনা থেকে পোড়াদহ যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা খুলনা থেকে পোড়াদহ যাত্রার জন্য ট্রেনের সকল তথ্য আমাদের এই আর্টিকেলের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আপনারা এদিকে-ওদিকে জানোয়ার খোঁজাখুঁজির না করেন এবং সরাসরি আমাদের সম্পূর্ণ আর্টিকেল পড়েন তাহলে আপনার এখান থেকে ট্রেনের সকল তথ্য জানতে পারবেন।

খুলনা টু পোড়াদহ ট্রেনের সময়সূচী আন্তঃনগর

এখন আমরা আলোচনা করব খুলনা থেকে পোড়াদহ যাবার জন্য যে সকল আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন গুলো রয়েছে প্রত্যেকটি সময়সূচী এবং ছুটির দিন সম্পর্কে। আপনারা যারা এইসব তথ্য গুলো জানতে আগ্রহী ছিলেন তারা অবশ্যই আমাদের এই আর্টিকেল সম্পূর্ণ পড়বেন এবং এই তথ্যগুলো সংগ্রহ করবেন।

কপোতাক্ষ এক্সপ্রেস নামক আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করে নিয়মিতভাবে তবে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন হলো মঙ্গলবার। খুলনা স্টেশন থেকে কপোতাক্ষ ট্রেন ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে 6:15 এবং এই স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে 9:30।

সুন্দরবন এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করে এই রুটে এবং বহু দিন যাবৎ অত্যন্ত সুনামের সঙ্গে এই রুটে চলাচল করছে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন হল মঙ্গলবার। সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা স্টেশন থেকে ছাড়ে 22:15 এবং প্রধান স্টেশনে এসে পৌঁছায় 1:32 এ।

রুপসা এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করছে খুলনা থেকে পোড়াদহ এই রুটে এবং এটি একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। রুপসা এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন হল বৃহস্পতিবার , প্রতি বৃহস্পতিবার এই ট্রেন বন্ধ থাকে। রুপসা এক্সপ্রেস ট্রেন খুলনা স্টেশন থেকে যাত্রা শুরু করে 7:10 এ এবং পোড়াদহ স্টেশন এসে পৌঁছায় 10:22 মিনিটে।

সীমান্ত এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করে খুলনা থেকে পোড়াদহ স্টেশন পর্যন্ত এবং এই ট্রেনটি সপ্তাহে এক দিন বন্ধ থাকে সেটি হল সোমবার। সীমান্ত এক্সপ্রেস ট্রেন খুলনা স্টেশন থেকে ছাড়বে 21:15 এবং সবকিছু ঠিক থাকলে এই ট্রেনটি কোন স্টেশনে এসে পৌঁছবে 0:31 এর।

সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করছে খুলনা থেকে পোড়াদহ এই রুটে এবং এই ট্রেনটি অত্যন্ত সুনামের সঙ্গে নিয়মিতভাবে এই রুটে চলাচল করে। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন হল সোমবার অর্থাৎ প্রতি সপ্তাহের সোমবার এই ট্রেন বন্ধ থাকবে। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন খুলনা স্টেশন থেকে ছেড়ে যায় 16:01 এবং প্রধান স্টেশনে পৌঁছানোর সময় উল্লেখ করা আছে 19:30।

চিত্রা এক্সপ্রেস নামক এই আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি এই রুটে চলাচলকারী সর্বশেষ আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এই ট্রেন প্রতি সোমবার সরকারি ভাবে বন্ধ থাকে এবং অন্যান্য দিন নিয়মিতভাবে চলাচল করে। চিত্রা এক্সপ্রেস ট্রেন খুলনা স্টেশন ছেড়ে যায় 9 টা 1 মিনিটে এবং পোরাদাহ স্টেশনে এসে পৌঁছায় 12:42।

খুলনা টু পোড়াদহ ট্রেনের সময়সূচী মেইল এক্সপ্রেস

এখন আপনারা জানতে পারবেন খুলনা থেকে পোড়াদহ যাবার জন্য যে মেইল এক্সপ্রেস গুলো রয়েছে সেই মেইল এক্সপ্রেস এর সকল তথ্য। মহানন্দা এক্সপ্রেস (15) এই মেইল এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করে এই রুটে এবং এই মেইল এক্সপ্রেস সাপ্তাহিক ছুটির দিন নেই। এই ট্রেন 11:01 দিকে খুলনা স্টেশন থেকে ছেড়ে যায় এবং 16:28 এ পোড়াদহ স্টেশন এ পৌছায়। রকেট এক্সপ্রেস (23) মেইল এক্সপ্রেস এবং 81 9:30 এ ছেড়ে যায় এবং 15:10 এ পৌছায়। নকশীকাতা এক্সপ্রেস (25) নামক এই মেইল এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করে এবং ছেড়ে যায় 2:01 এবং পৌঁছায় 7:10 এ।

খুলনা টু পোড়াদহ ট্রেনের ভাড়ার তালিকা

খুলনা থেকে পোড়াদহ যাবার জন্য সরকারিভাবে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা এখন জানবেন। শোভন 155 টাকা, শোভন চেয়ার 185 টাকা, প্রথম সিট 245 টাকা, প্রথম বাট 370 টাকা, স্নিগ্ধা 310 টাকা, এসি 370 টাকা, এসি বার্থ 555 টাকা।