কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট ও ভাড়ার তালিকা

কালনী এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের একটি আন্তনগর ট্রেন সার্ভিস। এই ট্রেনে ঢাকা থেকে সিলেট সরকার মধ্যে যাতায়াত করানো হয়। অর্থাৎ যারা ঢাকা হতে সিলেট এবং সিলেট হতে ঢাকা আন্তঃনগর ট্রেনের যাতায়াত করেন তাদের কাছে পরিচিত নাম হল কালনী এক্সপ্রেস ট্রেন। যেহেতু এই ট্রেনে যাতায়াত করার জন্য আপনাকে এই রুটে চলাচল করতে হবে তাই অবশ্যই যারা এই রুটে চলাচল করবেন তারা এ ট্রেন বেছে নিতে পারেন।

আন্তঃনগর ট্রেনগুলো সাধারণত প্রত্যেকটি স্টেশনে দাড়ায় না যার কারণে আপনি যদি এই রাস্তায় যেকোনো একটি দূরে গন্তব্যে যেতে চান তাহলে এই ট্রেনের সাহায্য নিতে পারবেন। আপনারা যারা কালনী এক্সপ্রেস ট্রেন সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সম্পূর্ণ অনুচ্ছেদ পড়ুন এবং এখান থেকে তথ্যগুলো সংগ্রহ করুন।

কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

প্রতিটি ট্রেন তার নির্দিষ্ট সময় মেনে চলাচল করে। কালনী এক্সপ্রেস ট্রেন যদি একটি আন্তঃনগর ট্রেন তার পরেও এই ট্রেনটি চেষ্টা করে যথা সময়ে তাদের গন্তব্য স্থল থেকে ফিরে আসতে এবং গন্তব্যে পৌঁছাতে। যদিও অন্যান্য ট্রেন এর জন্য এই ট্রেনটি অপেক্ষা করা লাগে না তাই এই ট্রেনটি নিদৃষ্ট সময় ছাড়ে এবং নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। তার পরেও সরকারি নিয়ম অনুযায়ী যে সময় গুলো উল্লেখ করা রয়েছে আমরা সেই সময় আপনাদের সামনে উল্লেখ করব। আপনারা এখন আমাদের এই সময় গুলো জেনে নিন।

কালনী এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্যে 3:30 মিনিটে এবং এটি তার গন্তব্যস্থলে পৌঁছায় 9:30 এ মিনিটে। কালনী এক্সপ্রেস ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা চলাচলকারি ট্রেন। যা সপ্তাহে ছয়দিন চলাচল করে তবে শুক্রবার ট্রেনের সাপ্তাহিক ছুটি থাকে। শুক্রবার ব্যতীত অন্য যেকোনো দিন এই ট্রেনে আপনি আপনার যাত্রা সম্পূর্ণ করতে পারবেন।

কালনী এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে ছয়টা 15 মিনিটে এবং এই ট্রেনটি গন্তব্যস্থলে এসে পৌঁছায় 1 টা 10 মিনিটে। এই ট্রেনটি সপ্তাহের শুধু শুক্রবারে ছুটি থাকে অর্থাৎ এই ট্রেনটি সপ্তাহের ছয়দিন চলাচল করে এবং শুক্রবারে বন্ধ থাকে।

কালনী এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী

কালনী এক্সপ্রেস ট্রেন ঢাকা টু সিলেট যাওয়ার পথে কয়েকটি স্টেশনের বিরতিতে আমরা এখন সে বিরোধী স্টেশনগুলো এবং সময় গুলো নিয়ে আলোচনা করব।

বিমানবন্দর 3:27, আজিমপুর 5:15, শায়েস্তাগঞ্জ 6:15, শ্রীমঙ্গল 6:57, শমশেরনগর 7 টা 28, কুলাউড়া 7:57, মাইজগাঁও 8:30।

কালনী এক্সপ্রেস ট্রেন সিলেট টু ঢাকা যাওয়ার পথে কয়েকটি স্টেশনের বিরতিতে থাকে আমরা এখন সে বিরতি স্টেশনগুলো এবং সময় গুলো নিয়ে আলোচনা করব

মাইজগাঁও 6:53, কুলাউড়া 7:25, শমশেরনগর 7:52, শ্রীমঙ্গল 8:20, শায়েস্তাগঞ্জ 9:02, আজিমপুর 10:15, বিমানবন্দর 12:10।

কালনী এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

এখন আমরা আপনাদের উদ্দেশ্যে জানাবো কালনী এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে। কালনী এক্সপ্রেস ট্রেনে আলাদা আলাদা ক্যাটাগরিতে সিট ভাগ করা রয়েছে যে ভাগ্য অনুযায়ী খানের টিকিট মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। আপনাদের আগেই বলে রাখি যেহেতু এটি একটি আন্তঃনগর ট্রেন তাই এখানে রয়েছে বিলাসবহুল সিট এবং বিশেষ কিছু সুযোগ-সুবিধা তাই এখানে আপনারা খুব আরামদায়ক ভাবে আপনার যাত্রা সম্পূর্ণ করতে পারবেন।

এছাড়াও আপনি কোন স্টেশনে যাবেন তার উপর ভিত্তি করে মূলত সেখানে টিকিট ছাড়া হয় এবং মূল্য নির্ধারণ করা হয়। তার পরেও সরকারিভাবে যে নিয়মটি রয়েছে সেই নিয়ম দিয়ে এখন আমরা আপনাদের জানাব।

কালনী এক্সপ্রেস শোভন চেয়ার এর জন্য ভাড়া নির্ধারণ করেছে 320 টাকা। প্রথম শিট এর জন্য ভাড়া নির্ধারণ করেছে 425 টাকা। প্রথম পার্থ এর জন্য ভাড়া নির্ধারণ করেছে 640 টাকা। স্নিগ্ধা আসনের জন্য ভাড়া নির্ধারণ করেছে 610 টাকা। এসি সিট এর জন্য ভাড়া নির্ধারণ করেছে 7 36 টাকা। এসি বার্থ এর জন্য ভাড়া নির্ধারণ করেছে 1099 টাকা।