জয়দেবপুর টু সান্তাহার ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট ও ভাড়ার তালিকা

আপনারা যারা নিয়মিত জয়দেবপুর থেকে সান্তাহার ট্রেনের চলাচল করেন এবং ট্রেনের বিভিন্ন তথ্য জানা থেকে যায় তাদের কাছে বিশেষ করে তাদের জন্য আজকে বিভিন্ন তথ্য সম্বলিত অনুচ্ছেদ তৈরি করার চেষ্টা করেছি। আপনি যদি জয়দেবপুর থেকে সান্তাহার স্টেশন পর্যন্ত ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশ কিছু তথ্য আগে থেকে জেনে রাখতে হবে।

আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব জয়দেবপুর থেকে সান্তাহার পর্যন্ত যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেন এর বিস্তারিত সকল তথ্য গুলো সম্পর্কে। জয়দেবপুর থেকে সান্তাহার ট্রেনের সময়সূচী এবং টিকিটের মূল্য জানতে আপনারা আমাদের আর্টিকেল সম্পূর্ণ পড়ুন এবং আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করুন। আশা করি আমাদের আর্টিকেল থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তথ্য গুলো পেয়ে যাবেন।

জয়দেবপুর টু সান্তাহার আন্তঃনগর

জয়দেবপুর থেকে সান্তাহার পর্যন্ত আপনি ট্রেনে খুব সহজে যাতায়াত করতে পারবেন। ট্রেনে যাতায়াত এর জন্য আপনার কাছে অনেকগুলো আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের অপশন থাকবে। এই রুটে যে ট্রেন চলাচল করে সেই ট্রেনগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী এই ট্রেনগুলোতে যেকোন একটিতে যাতায়াত করতে পারবেন। আজকে আমরা এই ট্রেনের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব।

প্রথমত যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেছেন তারা আমার সাথে একমত হবেন যে অতীতের অভিজ্ঞতা থেকে বর্তমানে ট্রেনে যাতায়াত অনেকটাই পরিবর্তনশীল এবং অনেকটাই আরামদায়ক। এসকল ট্রেনে রয়েছে বিশেষ বিশেষ কিছু সুযোগ-সুবিধা যে সুযোগ সুবিধাগুলো একজন যাত্রী খুব সহজে উপভোগ করতে পারে। এ ট্রেনে রয়েছে নামাজের জন্য আলাদা নামাজ কক্ষ এবং খাবারের জন্য ভালো একটি ক্যান্টিনের ব্যবস্থা। তাছাড়াও ট্রেনগুলোর অভন্তরিন পরিবেশ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হাওয়ায় সর্বস্তরের মানুষ পছন্দ করে এসকল ট্রেনে যাতায়াত করতে।

জয়দেবপুর টু সান্তাহার ট্রেনের সময়সূচী আন্তঃনগর

একতা এক্সপ্রেস 705
একতা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর টু সান্তাহার এ রুটের নিয়মিত চলাচল করে। এই ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে এই ট্রেনের কোন ছুটির দিন নাই। ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে 11:05 এবং সান্তাহার রেলওয়ে স্টেশন এসে পৌঁছায় 7:10 মিনিটে।

লালমনি এক্সপ্রেস 751
লালমনি এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর টু সান্তাহার এ রুটে নিয়মিত যাতায়াত করে। এই ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং এই ট্রেন শুক্রবার বন্ধ থাকে। লালমনি এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে 10:42 এবং যাত্রা শেষ করে 3 টা 35 মিনিটে।

দ্রুতযান এক্সপ্রেস 757
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর টু সান্তাহার এ রুটে নিয়মিত যাতায়াত করে। এই ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে এই ট্রেন এর সাপ্তাহিক কোন ছুটি নাই। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে 9:30 মিনিটে এবং যাত্রা শেষ করে 1:15 মিনিটে।

নীলসাগর এক্সপ্রেস 765
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর টু সান্তাহার এ রুটে নিয়মিত যাতায়াত করে। এই ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং সোমবার এই ট্রেন এর সাপ্তাহিক ছুটির দিন থাকে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে 7:33 এবং যাত্রা শেষ করে 12 টা 15 মিনিটে।

জয়দেবপুর টু সান্তাহার ট্রেনের ভাড়ার তালিকা

আপনারা যারা জয়দেবপুর থেকে সান্তাহার ট্রেনে চলাচল করেন অথবা যারা নতুন রয়েছেন তাদের অবশ্যই জেনে রাখা দরকার যে জয়দেবপুর টু সান্তাহার ট্রেনের ভাড়ার তালিকা গুলো সম্পর্কে। তাহলে যাত্রা করার সময় আপনাদের আর ভোগান্তিতে পড়তে হবেনা ভাড়া নিয়ে।আমাদের অনুচ্ছেদের এই অংশে আমরা এখন জয়দেবপুর থেকে সান্তাহার রুটে ট্রেন গুলোতে বিভিন্ন আসনের যে সরকারিভাবে ভাড়া নির্ধারণ করা রয়েছে সেগুলো উল্লেখ করব।

শোভন আসনের টিকেট মূল্য 275 টাকা। শোভন চেয়ার আসনের টিকিট হল 330 টাকা। প্রথম আসলে টিকিট মূল্য 440 টাকা। প্রথম বার্থ আসলে টিকিট মূল্য 660 টাকা। স্নিগ্ধা আসনের টিকেট মূল্য 550 টাকা। এসি আসনে টিকিট মূল্য 660 টাকা। এসি বার্থ আসনের টিকিট মূল্য 985 টাকা।