আপনারা যারা জয়দেবপুর থেকে টাঙ্গাইলের নিয়মিত যাতায়াত করেন তারা কমবেশি ট্রেনের বিভিন্ন তথ্য জানেন। তবে বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু তথ্য জানার প্রয়োজন রয়েছে তা না হলে অনেক সময় যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারে। এখন আমরা সেই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব।
জয়দেবপুর থেকে টাঙ্গাইল ট্রেনের সিডিউল এবং টিকিট মূল্য তালিকা জানতে আপনারা আমাদের এই আর্টিকেল এর সাহায্য নিতে পারেন। আমরা এই একটিমাত্র আর্টিকেল এর মাধ্যমে আপনাদের চাহিদা সকল তথ্য উপস্থাপন করার চেষ্টা করব তাও আবার বিস্তারিত ভাবে। তো চলুন এ বিষয়ে আগ্রহীরা আমাদের তথ্যগুলো জানুন।
জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী আন্তঃনগর
জয়দেবপুর থেকে টাঙ্গাইলে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেনের মাধ্যমে যেতে হবে। এর জন্য আপনার কাছে সুযোগ থাকছে পাঁচটি আন্তঃনগর ট্রেনের যেকোন একটিতে যাত্রা করার। যত প্রত্যেকটি ভিন্ন ভিন্ন সময় আসে তাই আপনার যাত্রা সাথে কোনটির সময় মিলবে সেই হিসেব করে আপনি যাত্রা করতে পারবেন। এখন আমরা প্রত্যেকটির তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি।
একতা এক্সপ্রেস (705)
জয়দেবপুর থেকে টাঙ্গাইল রুটে চলাচলকারী ট্রেন বহুদিন যাবত এই অঞ্চলের মানুষদের সেবা প্রদান করে আসছে। নির্দিষ্ট পরিমাণ সিট বরাদ্দ রয়েছে বলেই যাত্রীরা এই ট্রেনে নিরাপদে যাতায়াত করতে পারে। একতা এক্সপ্রেস ট্রেনের সরকারি কোন ছুটির দিন নেই। এই ট্রেনের জয়দেবপুর স্টেশন ছাড়ার সময় নির্ধারণ করা আছে 11:05 এবং টাঙ্গাইলে স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে 12:05।
লালমনি এক্সপ্রেস (751)
লালমনি এক্সপ্রেস ট্রেন নিয়মিত যাতায়াত করে এই রুটে। এই ট্রেনে রয়েছে জয়দেবপুর থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য বিশেষভাবে সিট বরাদ্দ। সরকারি নিয়ম মেনে লালমনি এক্সপ্রেস ট্রেনটি প্রতি শুক্রবার বন্ধ থাকে। লালমনি এক্সপ্রেস ট্রেনের জয়দেবপুর ছাড়ার সময় নির্ধারণ করা আছে 22:44 এবং টাংগালই স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ করা আছে 23:40।
সিল্কসিটি এক্সপ্রেস (753)
সেল সিটি এক্সপ্রেস এর রয়েছে জয়দেবপুর থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য বিশেষভাবে সিট বরাদ্দ। এই এলাকার যাত্রীরা তাই নির্দিষ্ট সময় মেনে এই সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে পারে। তবে এই ট্রেনের সরকারি কোন ছুটির দিন নেই তাই প্রতিদিনই যাত্রীরা যাত্রা করতে পারবে। সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের জয়দেবপুর স্টেশন ছাড়ার সময় নির্ধারণ করা আছে 15 টা 48 মিনিটে এবং কাঙ্গালি স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ করা হচ্ছে 16:55।
পদ্মা এক্সপ্রেস (759)
পদ্মা এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করে জয়দেবপুর থেকে টাঙ্গাইল এই রুটে বহুদিন যাবত। এই ট্রেনে সরকারি ছুটির দিন প্রতি সোমবার। পদ্মা এক্সপ্রেস ট্রেনের জয়দেবপুর স্টেশন ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে 0:01 এবং টাঙ্গাইলে স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ করা আছে 1:00।
সিরাজগঞ্জ এক্সপ্রেস (776)
সিরাজগঞ্জ এক্সপ্রেস একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন এবং এই রুটের নিয়মিত চলাচল করে। এই ট্রেন প্রতি শনিবার বন্ধ থাকে এবং এই ট্রেনের জয়দেবপুর স্টেশন ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে 17:57। সবকিছু ঠিক থাকলে এই ট্রেনটা নির্দিষ্ট স্টেশনে পৌঁছবে 19:05।
জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী মেইল এক্সপ্রেস
জয়দেবপুর থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য আপনার কাছে আরও একটি অপশন রয়েছে সেটি হল মেইল এক্সপ্রেস। এই ট্রেনের নাম হচ্ছে রাজশাহীএক্সপ্রেস (5) এবং আপনারা চাইলে এই ট্রেনে যাতায়াত করতে পারেন। সরকারি কোন ছুটির দিন নেই এবং জয়দেবপুর স্টেশন থেকে ছাড়ার সময় 13:17 এবং টাঙ্গাইলে স্টেশনে পৌঁছানোর সময় 14:27।
জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের ভাড়ার তালিকা
শোভনের ভাড়া 65 টাকা এবং শোভন চেয়ার এর ভাড়া 75 টাকা। প্রথম সিট এর ভাড়া 100 টাকা এবং প্রথম বার্থ ভাড়া 150 টাকা। স্নিগ্ধা এর ভাড়া 125 টাকা। এসি সিট এর ভাড়া 150 টাকা এসি বার্থ 225 টাকা।