এখন আমরা আপনাদের সাথে ঝালকাঠি টু ঢাকা বাসের বিষয়ে কথা বলব। আমরা এই তথ্যগুলো খুব কষ্ট করে সংগ্রহ করে আপনাদের জন্য লিখেছি। আমরা চেষ্টা করি খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। যারা আমাদের ওয়েবসাইটের নিয়মিত ভিজিটর রয়েছেন তারা আমাদের ওয়েবসাইট সম্পর্কে খুব ভালোভাবেই জানেন।
আমরা শতভাগ সঠিক তথ্য দিয়ে আপনাদের উপকৃত করার চেষ্টা করি। আমরা আজকের পোষ্টে আপনাদের জানাব ঝালকাঠি–ঢাকা রুটে কোন কোন বাস চলাচল করছে এবং সেই বাসের সময়সূচী সম্পর্কে। আমরা বাসগুলোর অনলাইন টিকেট এবং ভাড়া সম্পর্কে আপনাদের একটি ধারণা দেব। আপনারা যখন এই তথ্যগুলো আপনাদের কাছে পাবেন তখন এই রুটে যাতায়াতের ক্ষেত্রে আপনাদের আরো সহজ মনে হবে।
ঝালকাঠি টু ঢাকা বাস যাত্রা
আপনারা হয়তো অনেকেই জানেন না ঝালকাঠি থেকে ঢাকার দূরত্ব প্রায় 274 কিলোমিটার। লম্বা পথ বাসে যাতায়াতের ক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ হয়। তবুও অনেক মানুষ রয়েছেন যারা বাসের মাধ্যমে ঢাকা জেলা তে প্রবেশ করেন। এরজন্যে বিভিন্ন মানুষের বিভিন্ন কারণ থাকতে পারে। কেউ তার ব্যবসায় কাজ পরিচালনার জন্য ঢাকা তে যেতে পারেন।
কেউ চাকরির খোঁজে ঢাকা তে যেতে পারেন। আবার জীবিকা নির্বাহের জন্য ঢাকা তে যেতে পারেন। অনেক শিক্ষার্থী রয়েছে যারা পড়াশুনার কাজে এবং চাকরির পরীক্ষার জন্য ঢাকাতে বাসে যাতায়াত করেন। আরো অনেক কারণ রয়েছে যার কারণে একজন ব্যক্তি ঝালকাঠি টু ঢাকা বাসে যাতায়াত করতে পারে।
ঝালকাঠি জেলা সম্পর্কে
বরিশাল বিভাগে রয়েছে মোট কয়টি জেলা। ঝালকাঠি জেলা তার মধ্যে একটি। এই জেলাটি দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। তবে এর পূর্বে বরিশাল জেলার ভেতরেই এই ঝালকাঠি জেলা ছিল। 1984 সালে প্রথম ঝালকাঠি জেলা কে জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এ জেলাতে রয়েছে বিভিন্ন নদ নদী। কীর্তনখোলা নদী, খায়রাবাদ নদী, বিষখালী নদী, ধানসিঁড়ি নদী, সুগন্ধা নদী। নদীগুলোর নাম আমাদের অনেকেরই পরিচিত।
এই জেলাতে সবথেকে বেশি ধান জন্মে এছাড়াও ফলমূল হিসেবে আম, কলা, জলপাই, কাঁঠাল, লিচু, নারিকেল, আমরা, পেয়ারা ইত্যাদি ফল জন্মে।
এই জেলাতে রয়েছে অনেক শিল্প কারখানা। এখানে রয়েছে বরফ কল, ময়দা কল, লবণ কারখানা, ধানকল, তেলের কল এবং বিড়ি কারখানা। এছাড়া ওই এলাকায় রয়েছে অনেক ঐতিহ্যপূর্ণ দর্শনীয় স্থান। বহু মানুষ এই জেলাতে এইসকল স্থান দেখতে বেড়াতে আসেন।
ঝালকাঠি টু ঢাকা বাসের সময়সূচী
আপনারা যারা ঝালকাঠি টু ঢাকা বাসের সময়সূচী জানতে আগ্রহে রয়েছেন তারা এই অংশটুকু ভালোভাবে দেখতে পারেন। এই অংশে আমরা দেখাবো ঝালকাঠি থেকে কোন কোন বাস কখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এবং আরো দেখাবো সেই বাসগুলো ঢাকা জেলাতে ঠিক কখন পৌঁছাচ্ছে।
- ঝালকাঠি থেকে দিনের সকাল অংশে বেশকিছু বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই বাস গুলোর মধ্যে একটি পরিবহনের বাস সবথেকে বেশি রয়েছে এবং এদের সার্ভিস এই রুটের সব থেকে ভালো। সাকুরা পরিবহন প্রাইভেট লিমিটেড একটি নন এসি বাস চালু রেখেছে যে বাসটি সকাল 6:30 মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এই বাসটি ঢাকাতে এসে পৌঁছায় বিকেল 3 টা 15 মিনিটে।
- সাকুরা পরিবহনের আরো একটি নন এসি বাস রয়েছে যে বাসটি সকালবেলাতে ঝালকাঠি জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এই বাসটি সকাল 7:00 টা তে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু। বাস্ টি ঢাকাতে এসে যাত্রা শেষ করে দুপুর 2 টা 20 মিনিটে।
- সকালবেলাতে সাকুরা পরিবহন প্রাইভেট লিমিটেডের আরো একটি বাস ঢাকার উদ্দেশ্যে ঝালকাঠি থেকে ছেড়ে যায়। বাসটি ঢাকার উদ্দেশ্যে সকাল 8:30 মিনিটে ঝালকাঠি জেলা থেকে ছাড়ে এবং দুপুর 1:30 মিনিটে যাত্রা শেষ করে। যারা সকালবেলাতে বাসে যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য এই বাসটি ভালো হতে পারে।
- সাকুরা পরিবহন তাদের সেবায় রেখেছে ঝালকাঠি টু ঢাকা বাস সার্ভিস। এই বাস সার্ভিস এর ভেতর বিকেল বেলাতে অর্থাৎ বিকেল 3:30 মিনিটে একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি ঢাকার উদ্দেশ্যে ছাড়ার পর ঢাকাতে গিয়ে পৌঁছায় রাত 12 টা 15 মিনিটে। এই কোম্পানির বাসে যাতায়াত খুব আরামদায়ক আপনারা চাইলে এই কোম্পানির বাসে যাতায়াত করতে পারে।
- সাকুরা পরিবহন প্রাইভেট লিমিটেড তাদের বাস সেবা নিয়ে এসেছে অনেক পরিবর্তন। তারা ঝালকাঠি থেকে ঢাকাতে নন এসি বাস গুলো চালু রেখেছে। এই বাস গুলোর মধ্যে একটি বাস ঝালকাঠি থেকে সন্ধ্যা 7 টা তে ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করে। আপনারা যারা সন্ধ্যাতে যাত্রা করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি পারফেক্ট সময়। আপনারা এই বাসটিতে যাত্রা শুরু করলে রাত 2:20 মিনিটে ঢাকাতে এসে পৌঁছাবেন। তাই আপনারা পছন্দ অনুযায়ী বাস সিলেক্ট করুন।
- ঝালকাঠি থেকে সর্বশেষ যে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সেটিও সাকুরা পরিবহন প্রাইভেট লিমিটেডের একটি নন এসি বাস। এই বাসটি ঝালকাঠি থেকে দিনের সর্বশেষ বাস হিসেবে রওনা শুরু করে রাত 8:30 মিনিটে। বাচটি ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং সারারাত যাত্রা করে ভোর চারটা 10 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
ঢাকা টু ঝালকাঠি বাসের সময়সূচী
এখন আমরা ঢাকা থেকে ঝালকাঠিতে যেসকল বাসগুলো যায় তাদের সময়সূচী নিয়ে আলোচনা করব। হানিফ পরিবহনের দুইটি বাস ঢাকা থেকে ঝালকাঠি জেলায় যায় চলুন জানি এগুলো সম্পর্কে।
- হানিফ এন্টারপ্রাইজ ঢাকা টু ঝালকাঠি এর উঠে তাদের নন এসি বাস চালু রেখেছে। নন এসি বাস ঢাকা থেকে ঝালকাঠি জেলার উদ্দেশ্যে রওনা শুরু করে সকাল 7:30 মিনিটে এবং ঝালকাঠি তে গিয়ে পৌঁছায় দুপুর 2 টা 10 মিনিটে। হানিফ এন্টারপ্রাইজ যাতায়াত করা খুব আরামদায়ক বলে আমার মনে হয়।
- দিনের সর্বশেষ বাস যেটা ঢাকা থেকে ঝালকাঠি উদ্দেশে ছেড়ে যায় সেটি হল হানিফ এন্টারপ্রাইজের আরো একটি নন এসি বাস। হানিফ এন্টারপ্রাইজ তাদের এই নন এসি বাস ছাড়ে রাত 9 টা তে ঝালকাঠির উদ্দেশ্যে। এই বাসটি সারারাত যাত্রা করে ভোর 3 টা 40 মিনিটে ঝালকাঠিতে এসে তার যাত্রা শেষ করে।
ঝালকাঠি টু ঢাকা বাসের ভাড়া
আপনারা বাসে যাতায়াত করছেন কিন্তু বাসের ভাড়া সম্পর্কে জানেন না তা কি করে হয়। অনেক ক্ষেত্রে এমন হয় যে রুটে আমরা নিয়মিত যাতায়াত করি না হঠাৎ করে সেই রুটে যাতায়াত করতে গেলে বাসের ভাড়া টা জানা আমাদের পক্ষে একটু কষ্টসাধ্য ব্যাপার হয়। চিন্তার কোন কারণ নেই আমরা এখন আপনাদের দেখাবো ঝালকাঠি টু ঢাকা বাসের ভাড়া বিস্তারিত ভাবে।
- আমরা আমাদের ওপরের অংশে আলোচনা করেছি ঝালকাঠি টু ঢাকা বাসের সময়সূচী এবং ঢাকা টু ঝালকাঠি বাসের সময়সূচী। এই সময় সূচি গুলো আপনারা যথোপযুক্তভাবে মেনে চলবেন যদি এই রুটে যাতায়াত করতে। তবে আমরা শুধু মাত্র দুইটি বাস কোম্পানির তথ্য এখানে দিয়েছি। এই দুইটি বাস কোম্পানি তাদের নন এসি টিকিটের মূল্য এক করেছে। আপনি যে পরিবহনেই যাতায়াত করুন না কেন সেটি সাকুরা পরিবহন প্রাইভেট লিমিটেড হোক বা হানিফ এন্টারপ্রাইজ হোক আপনার প্রতি টিকিটের মূল্য পড়বে 550 টাকা। অর্থাৎ একটি সিটের ভাড়া 550 টাকা।
ঝালকাঠি টু ঢাকা অনলাইন টিকেট
আপনি ঝালকাঠি থেকে ঢাকার অনলাইন টিকেট কাটতে চাচ্ছেন তাহলে আমাদের নিচে অংশটুকু পড়ুন।
আপনি আপনার মোবাইল থেকে যেকোন ব্রাউজার ওপেন করে সাকুরা পরিবহন প্রাইভেট লিমিটেডের অথবা হানিফ এন্টারপ্রাইজ এর নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করুন। সেখান থেকে আপনি তিনটি ধাপ অতিক্রম করে আপনার অনলাইন টিকেট সংগ্রহ করতে পারেন।
তবে shohoz.com এর মাধ্যমে খুব সহজেই যেকোনো বাসে টিকিট কাটা যায়। আপনি যদি নতুন হন তাহলে আপনি অবশ্যই shohoz.com ব্যবহার করে আপনার বাসের টিকিট কাটবেন। আপনি shohoz.com এ প্রবেশ করলেই শুধু মাত্র তিনটি ধাপ অতিক্রম করে টিকিট কাটতে পারেন।