আজকে আমরা ঢাকা থেকে নাটোর এই রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে নাটোর রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের নাম আমরা আজকে আপনাদের জানাবো। ঢাকা থেকে নাটোরের রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের ভাড়া আমরা আপনাদের জানাব। এবং সর্বশেষে আপনারা জানতে পারবেন এই বাসের টিকিট হলো আপনারা কিভাবে অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন।
ঢাকা থেকে নাটোর এই রাস্তাটি বেশ পরিচিত একটি রাস্তা। প্রতিনিয়ত ঢাকা থেকে নাটোরের যোগাযোগ স্থাপন হচ্ছে এই রাস্তার মাধ্যমে। ঢাকার মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে নাটোরে যেতে পারেন। অনেক কয়টি মাধ্যমের মধ্য হতে মানুষ সর্বপ্রথম বাসি বেছে নেন। কারণ বাসে যাতায়াত সবথেকে সহজ ।
অন্যান্য অপশনগুলি আপনি যদি বেছে নেন তাহলে আপনি যখন তখন যাএা করতে পারবেন না। এবং আপনি আপনার খরচ বেশি পড়ে যাবে।তাই আমরা বাসি যাতায়াতকারী ঢাকা টু নাটোর এই রুটে যাত্রীদের সুবিধার্থে জন্য আজকে নিয়ে এলাম আমাদের এই অনুচ্ছেদ।
অনেকেই রয়েছেন যারা নিয়মিত যাতায়াত করলেও সঠিকভাবে এই রুটের বাসের সময়সূচী গুলো জানেন না। আবার অনেকেই এই রোডের সময়সূচী জানলেও সঠিক ভাড়া জানেন না। নাটোরে রয়েছে বহু পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে একটি দর্শনীয় জায়গার নাম চলনবিল। প্রতিদিন এই চলন বিলে হাজার হাজার মানুষ বেড়াতে আসে।
এই চলনবিল কে মিনি কক্সবাজার বলেও আখ্যায়িত করা হয়েছে। এ ছাড়াও বহু ব্যবসায়ী ক্ষেত্র নাটোর জেলা তে রয়েছে। বহু মানুষ আছেন যারা তাদের জীবিকার কাজে ঢাকাতে বসবাস করেন তারা তাদের দেশের বাড়িতে যাওয়ার জন্য ঢাকা টু নাটোর রোড ব্যবহার করেন। অনেক শিক্ষার্থী রয়েছে যারা তাদের পড়াশোনার কাজে অথবা চাকরির খোঁজে ঢাকাতে এসে অবস্থান করছেন। তারা বিভিন্ন লোকেশনে ছুটি পেলে এই রুটের মাধ্যমে বাসে যাতায়াত করতে পছন্দ করেন।
ঢাকা টু নাটোর এর বাসের সময়সূচী
আমরা এই অংশের মাধ্যমে আমাদের আজকের আলোচনার মূল অংশে চলে এসেছি। এই অংশে আপনারা জানতে পারবেন ঢাকা টু নাটোর এই রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের সময়সূচী সম্পর্কে।বাসগুলো কখন ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং কখন নাটোরে গিয়ে পৌঁছাচ্ছে এই সম্পর্কে তথ্য এখানে পেয়ে যাবেন। এছাড়াও বাসগুলো এসি না নন এসি বাস এবং বাসগুলোর কোম্পানির নাম গুলো আপনারা জানতে পারবেন।
- ঢাকা টু নাটোর এই রুটে চলাচল করে দেশ ট্রাভেলস এর বেশ কয়েকটি নন এসি বাস। এদের মধ্যে একটি বাস সন্ধ্যা 6 টা 10 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায় নাটোরের উদ্দেশ্যে এবং রাত 8:10 এ নাটোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে।
- দেশ ট্রাভেলস এর আরো একটি নন এসি বাস রয়েছে এই বাসটি নাটোরের উদ্দেশ্যে ঢাকা কাউন্টার থেকে ছেড়ে যায় সন্ধ্যা 6 টা 20 মিনিটে এবং রাত 11 টা 45 মিনিটে নাটোরে এসে তার যাত্রা শেষ করে। বাসটির কোচ নাম্বার 007 ।
- দেশ ট্রাভেলস লিমিটেডের আরো একটি নন এসি বাস রয়েছে এই বাসটি রাত সাতটায় ঢাকা কাউন্টার থেকে ছেড়ে যায় নাটোর কাউন্টারের উদ্দেশ্যে এবং রাত 9 টা 10 মিনিটে তার গন্তব্যস্থলে পৌঁছায়। বাসটির কোচ নাম্বার 0012।
- দেশ ট্রাভেলস লিমিটেড এর কোচ নাম্বার 008। তাদের আরো একটি নন এসি বাস এই বাসটি রাত 7 টা 20 মিনিটে ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং রাত 12 টা 45 মিনিটে নাটোরে এসে তার যাত্রা শেষ করে।
- দেশ ট্রাভেলস এর কোড নাম্বার 011। এই বাসটি রাত 9 টা 15 মিনিটে ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে এবং 3:40 মিনিটে নাটোরে এসে তার যাত্রা শেষ করে।
- আপনারা যারা রাতের বাসে ঢাকা থেকে নাটোর যাত্রা করতে চান তাদের জন্য দেশ ট্রাভেলস একটি বাস সার্ভিস চালু রেখেছে। যার কোচ নাম্বার 002। এই বাসটি ঢাকা থেকে তার যাত্রা শুরু করবে রাত 10 টা 15 মিনিটে এবং নাটোরে এসে তার যাত্রা শেষ করবে সকাল 5 টা 10 মিনিটে।
- ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে দেশ ট্রাভেলস এর একটি এসি বাস সার্ভিস চালু রেখেছে। 29 কোচ নাম্বার এর এই বাসটি ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দিবে রাত 10:30 এ এবং নাটোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করবে ভোর 4 টা 30 মিনিটে।
- দেশ ট্রাভেলস এর কোড নাম্বার 013। এই বাসটি ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে রাত 10:45 মিনিটে। এবং নাটোরে এসে তার যাত্রা শেষ করবে সকাল 5:05 মিনিটে।
- দেশ ট্রাভেলস এর আরো একটি এসি বাস সার্ভিস চালু রয়েছে। এই বাসটির কোচ নাম্বার 28। এই বাসটি ঢাকা থেকে রওনা দিবে রাত 11 টায়। এবং নাটোর কাউন্টারে এসে পৌঁছাবে সকাল 5 টা 30 মিনিটে।
- দেশ ট্রাভেলস এর কোচ নাম্বার 00 11। এই বাসটি ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করবে রাত 11:30 মিনিটে। এবং নাটোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করবে সকাল 5:00 টায়।
- আপনারা যারা রাতের বাসে ঢাকা থেকে নাটোরের যাত্রা করতে চান এবং একটু আরাম এর সঙ্গে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের জন্য দেশ ট্রাভেলস এর কোচ নাম্বার 92 এর একটি এসি বাস সার্ভিস চালু রয়েছে। এই বাসটি ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করবে রাত 11 টা 35 মিনিটে। এবং নাটোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করবে সকাল 6:05 মিনিটে।
- দেশ ট্রাভেলস এর সর্বশেষ বাস সার্ভিস বাসটির কোচ নাম্বার 016 ।এই বাসটি রাত 11:59 মিনিটে ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করবে এবং সারারাত যাত্রা করে তার গন্তব্যস্থলে পৌঁছাবে সকাল 6 টা 20 মিনিটে।
ঢাকা টু নাটোর বাসের ভাড়া
এতক্ষণ আপনারা জানলেন ঢাকা টু নাটোর এই রুটে চলাচল করে প্রত্যেকটি বাস কোম্পানির নাম এবং তাদের সময়সূচী সম্পর্কে। এখনই এগুলোর ভাড়া সম্পর্কে জানবেন।
- দেশ ট্রাভেলস এ রুটে তাদের বেশ কয়েকটি নন এসি বাস চালু রেখেছে। তারা তাদের প্রত্যেকটি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 370 টাকা।
- দেশ ট্রাভেলস লিমিটেড কোম্পানি তাদের এই রুটে বেশ কয়েকটি এসি বাস সার্ভিস চালু রেখেছে। তারা তাদের প্রত্যেকটি এসি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 900 টাকা। আপনি যদি ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে এসি বাসে আপনার যাত্রা সম্পন্ন করতে চান তাহলে আপনাকে একটি সিটের জন্য 900 টাকা খরচ করতে হবে।
অনলাইনে ঢাকা টু নাটোর বাসের টিকিট
আপনারা ঘরে বসে খুব সহজে অনলাইনে বাসের টিকিট কাটতে ইচ্ছুক। তবে ইচ্ছা থাকা সত্বেও আপনি অনলাইনে বাসের টিকিট কাটতে পারছেন না। অনলাইনে যারা ঢাকা টু নাটোর বাসের টিকিট কাটতে চাচ্ছেন তারা আমাদের এই অংশটুকু লক্ষ্য করুন।
- আপনার মোবাইলের অথবা কম্পিউটারের যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখান থেকে com এর প্রবেশ করুন।
- সেখান থেকে সার্চ দিন আপনার গন্তব্যস্থলে যাওয়ার বাস গুলো সম্পর্কে। যাত্রা শুরুর সময় এবং শেষের সময় উল্লেখ করুন এবং যাত্রা তারিখ উল্লেখ করুন।
- সিলেক্ট করুন আপনার পছন্দের বাস এবং বাসের সিট। এরপরে আপনি অনলাইনে পেমেন্ট করুন আপনার টিকিটের মূল্য।
- পেমেন্ট করার জন্য আপনার কাছে অনেক কয়টি অপশন থাকবে। বিকাশের মাধ্যমে আপনি আপনার পেমেন্ট করতে পারেন।
- পেমেন্ট কমপ্লিট হলে আপনার টিকিট কাটার প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে।
- এরপর টিকিটটি আপনাকে ফটোকপি করে নিতে হবে। এবং যাত্রার সময় সেই টিকিটে আপনার সাথে নিয়ে যেতে হবে।
আশাকরি আমাদের এই অনুচ্ছেদটি পড়ে আপনাদের সমস্যার সমাধান হবে। আমাদের অনুচ্ছেদ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এবং কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।