আজকে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে বহুল আলোচিত একটি পোস্ট। আজকে আমরা ঢাকা টু যশোর এ রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের তথ্য নিয়ে আলোচনা করব। ঢাকা টু যশোর রোড ব্যাপকভাবে পরিচিত। বহু কারণ বশত ঢাকা টু যশোর এ রুটে বহু মানুষ চলাচল করে। আমরা এখন এই রুটে চলাচলকারী প্রত্যেক গাড়ির নাম সহ উল্লেখ করব। এছাড়াও এই গাড়িগুলো কখন কোথায় থেকে ছেড়ে যাবে এবং কখন কোথায় এসে পৌঁছবে সে বিষয় নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব।
যশোরের সঙ্গে ঢাকার যোগাযোগ মাধ্যম খুবই ভালো। ঢাকার সাথে যশোরের বেশিরভাগ মানুষ বাস এর মাধ্যমে যাতায়াত করেন। এ সকল মানুষের সুবিধার লক্ষ্যে আমরা আমাদের ওয়েবসাইটে ইতিপূর্বে অনেক ট্রাভেলিং সম্পর্কিত পোস্ট আপলোড করেছি। আজকে আমরা আমাদের এই পোস্টে আপলোড করতে যাচ্ছি ঢাকা টু যশোর এ রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের তথ্য সম্পর্কে।। এই তথ্যগুলো পেলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন ঢাকা টু যশোর এ রুটে কোন কোম্পানির বাস চলাচল করে এবং বাসগুলো কখন চলাচল করে। এছাড়া আপনারা জানতে পারবেন বাসগুলোর সময়সূচী এবং ভাড়া সম্পর্কে।
ঢাকা টু যশোর বাসের সময়সূচী
আমরা আমাদের অনুচ্ছেদের মূল অংশে চলে এসেছি। এ অংশে আমরা শুধুমাত্র বাসগুলো সময়সূচী এবং নাম সম্পর্কে আলোচনা করব। কোন কোন কোম্পানির বাস চলাচল করে এবং তাদের সময়সূচি নিয়ে আপনাদের সামনে তথ্য গুলো তুলে ধরব। এবং আপনারা আরও জানতে পারবেন যে এই বাসগুলো এসি বাস না নন এসি বাস।
সকালের বাসের সময়সূচী
- বাংলাদেশের বাস কোম্পানি গুলোর মধ্যে হানিফ এন্টারপ্রাইজ সর্ববৃহৎ কম্পানি। বাংলাদেশে যে কয়টি বাস কোম্পানি রয়েছে তার মধ্যে হানিফ এন্টারপ্রাইজ সবথেকে বড়। হানিফ এন্টারপ্রাইজ এর বেশ কয়েকটি বাস ঢাকা টু যশোর এ রুটে চলাচল করে। এদের মধ্যে একটি বাস সকাল 7:10 এ ঢাকা কাউন্টার থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং যশোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে দুপুর 1 টা 45 মিনিটে।
- ঢাকা টু যশোর এ রুটে এম আর এন্টারপ্রাইজ এর একটি বাস চালু রয়েছে। এই বাসটি সকাল 6 টা 45 মিনিটে ঢাকা কাউন্টার থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যায়। এবং যশোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে দুপুর 2:30 মিনিটে। এটি একটি নন এসি বাস।
- সোহাগ পরিবহন লিঃ এর একটি এসি বাস রয়েছে যেটি সকালে যাত্রায় এ রুটে চালু রয়েছে। সোহাগ পরিবহনের এসি বাসটি তার যাত্রা শুরু করে সকাল 7 টা 10 মিনিটে এবং যশোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে বিকেল 4 টা 10 মিনিটে।
- এম আর এন্টারপ্রাইজের আরো একটি নন এসি বাস ঢাকা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যায় সকাল 7 টা 45 মিনিটে। এবং যশোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে বিকেল 4 টা 45 মিনিটে।
- এম আর এন্টারপ্রাইজ এর বেশ কয়েকটি বাসের মধ্যে একটি বাস রয়েছে এই বাসটি সকাল 8 টা 10 মিনিটে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং বিকেল 5 টা 10 মিনিটে এসে যশোর কাউন্টারে পৌঁছায়। এম আর ইন্টারপ্রাইজ ছেড়ে বাসটি এসি বাস।
দুপুরের বাসের সময়সূচী
- আপনারা যারা ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে দুপুরের বাসে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস রয়েছে। এই বাসটি দুপুর 12 টা 15 মিনিটে ঢাকা কাউন্টার থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং বিকেল 5 টা 45 মিনিটে যশোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে।
- সোহাগ পরিবহন এর একটি নন এসি বাস দুপুর 3 টা 55 মিনিটে ঢাকা কাউন্টার থেকে যশোরের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে এবং রাত 10 টা 1 মিনিটে যশোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে।
- হানিফ এন্টারপ্রাইজ এর বেশ কয়েকটি বাসের মধ্যে একটি নন এসি বাস রয়েছে যেটি দুপুর 2 টা 15 মিনিটে ঢাকা কাউন্টার থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যায়। এবং রাত 9 টা 1 মিনিটে এসে তার গন্তব্যস্থলে পৌঁছে।
রাতের বাসের সময়সূচী
- হানিফ এন্টারপ্রাইজ এর বেশ কয়েকটি বাসের মধ্যে একটি বাস ঢাকা থেকে যশোর এ রুটে চলাচল করে। এই বাসটি সন্ধ্যা 7 টা 10 মিনিটে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং 4:30 এ যশোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে।
- আপনারা যারা রাতের বাসে ঢাকা থেকে যশোর এ রুটে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজের আরো একটি নন এসি বাস এ রুটে চালু রয়েছে। এই বাসটি রাত 8 টা 10 মিনিটে ঢাকা কাউন্টার থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং যশোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে রাত 2 টা 45 মিনিটে।
- হানিফ এন্টারপ্রাইজ এর আরো একটি নন এসি বাস রাত 9 টা 10 মিনিটে ঢাকা কাউন্টার থেকে তার যাত্রা শুরু করে এবং সকাল 7:10 এ যশোর কাউন্টারে এসে তা যাত্রা শেষ করে।
- সোহাগ পরিবহন এর বেশ কয়েকটি বাসের মধ্যে একটি বাস রয়েছে যেটি রাত 9 টা 10 মিনিটে ঢাকা কাউন্টার থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং যশোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে ভোর 4 টা 55 মিনিটে। সোহাগ পরিবহনের এই বাসটি একটি এসি বাস। আপনারা চাইলে আরামদায়ক ভাবে এই এসি বাসটিতে রাতের যাত্রায় আপনার যাত্রা সম্পূর্ণ করতে পারেন।
- হানিফ এন্টারপ্রাইজ এর বেশ কয়েকটি বাসের মধ্যে একটি এসি বাস রয়েছে যেটি রাতের যাত্রা এ রুটে চালু রয়েছে। এসি বাসটি রাত 10 টা 1 মিনিটে ঢাকা কাউন্টার থেকে ছেড়ে যায় এবং যশোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে ভোর 4 টা 55 মিনিটে।
- রাতের শেষ ভাগের বাসের মধ্যে একটি বাস রয়েছে যেটি হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস। এই নন-এসি বাসটি রাত 11 টা 15 মিনিটে ঢাকা কাউন্টার থেকে যশোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ভোর চারটা 10 মিনিটে যশোর কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে।
ঢাকা টু যশোর বাসের ভাড়া
আপনারা যারা এতক্ষণ ঢাকা টু যশোর এ রুটের বাসের সময়সূচী সম্পর্কে অবগত হলে তাদের জন্য এখন আমরা ঢাকা টু যশোর এ রুটে চলাচলকারী বাসের ভাড়া গুলো উল্লেখ করে দেব।
নন এসি বাসের ভাড়া
- হানিফ এন্টারপ্রাইজ এরোডে তাদের নন এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 480 টাকা।
- এম আর এন্টারপ্রাইজ এর উঠে তাদের নন এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 550 টাকা।
- সোহাগ পরিবহন এ রুটে তাদের নন এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 470 টাকা।
এসি বাসের ভাড়া
- হানিফ এন্টারপ্রাইজ এ রুটে তাদের এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 1200 টাকা।
- সোহাগ পরিবহন এর উঠে তাদের এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 1200 টাকা।
- এম আর এন্টারপ্রাইজ এ রুটে তাদের এসি বাসের ভাড়া নির্ধারণ করেছে 1800 টাকা।
অনলাইনে বাসের টিকিট
অনলাইনে বাসের টিকিট কাটার জন্য আপনাদের যেটি করতে হবে আমাদের ওয়েবসাইট খুব ভালোভাবে ভিজিট করতে হবে। এবং সেখান থেকে অনলাইনে বাসের টিকিট কাটার সম্পর্কিত তথ্যগুলো জেনে নিতে হবে। আপনারা যদি আমাদের দেখানো নিয়ম অনুযায়ী একবার চেষ্টা করে বাসের টিকিট কাটতে পারেন তাহলে পরবর্তী থেকে নিজেই নিজের বাসের টিকিট কাটতে পারবেন। আপনার আর কারো তথ্য প্রয়োজন হবে না। এছাড়া যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন।