আজকের এই আর্টিকেল থেকে চট্টগ্রাম হতে ফেনী পর্যন্ত যে ট্রেনগুলো চলাচল করে প্রত্যেকটি ট্রেনের অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন। চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত প্রচুর পরিমাণে ট্রেন চলাচল করে এবং এই ট্রেনগুলো নিয়মিত চলাচল করে। আমরা প্রত্যেকটি ট্রেনের টাইম সিডিউল আপনাদের সামনে তুলে ধরবে এবং এই সকল ট্রেনের ভাড়া আপনাদের সামনে তুলে ধরব। যারা জানতে আগ্রহী আছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের আর্টিকেল পড়বেন।
চট্টগ্রাম টু ফেনী ট্রেনের সময়সূচী আন্তঃনগর
চট্টগ্রাম থেকে ফেনী যাতায়াত করতে হলে আপনাদের আন্তঃনগর ট্রেনগুলো বেছে নিতে হবে। বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করে চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত। এখন আমরা এই ট্রেনের সময়সূচী এবং সিডিউল আপনাদের সামনে তুলে ধরব। চট্টগ্রাম টু ফেনী ট্রেনের সময়সূচী জানতে আমাদের আর্টিকেল সম্পূর্ণ পড়ুন।
মহানগর গোধূলি (703)
এই আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করছে চট্টগ্রাম থেকে ফেনী এই রুটে। এই ট্রেনের নির্ধারিত সিডিউল অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন নেই। প্রতিদিন আপনি চাইলে এই ট্রেনে যাত্রা করতে পারবেন। মহানগর গোধুলী ট্রেনের চট্টগ্রাম স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 15:00 মিনিট এবং সব কিছু ঠিক থাকলে ফেনী স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হল 16:25 মিনিট।
পাহাড়িকা এক্সপ্রেস (719)
আরো একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন এই রুটে চলাচল করে। আপনারা যারা নিয়মিত এই ট্রেনে যাতায়াত করেন তারা হয়তো জানেন এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন সোমবার। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রাম স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 9:00 মিনিট এবং সবকিছু ঠিক থাকলে ফেনী স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হল 10:30 মিনিট।
মহানগর এক্সপ্রেস (720)
আন্তঃনগর এক্সপ্রেস নিয়মিত চলাচল করছে এই রুটে। মহানগর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন রবিবার। মহানগর এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রাম স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 12:30 মিনিট। সবকিছু ঠিক থাকলে এই ট্রেনের ফেনী স্টেশনে এসে পৌঁছানোর নির্ধারিত সময় হল 14:00 মিনিট।
উদয়ন এক্সপ্রেস (724)
আরো একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন যা নিয়মিত চলাচল করছে এই রুটে। আপনারা চাইলে নিয়মিত এই রুটে এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। উদয়ন এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শনিবার। এই ট্রেনের চট্টগ্রাম স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 21:45 মিনিট এবং সব কিছু ঠিক থাকলে ফেনী স্টেশনে এসে পৌঁছানোর সময় হল 23:20 মিনিট।
মেঘনা এক্সপ্রেস (730)
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন নেই। সবকিছু ঠিক থাকলে মেঘনা এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রাম স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 17:15। এবং ফেনী স্টেশনে এসে পৌছালো নির্ধারিত সময় হল 18:40 মিনিট।
তূর্ণা এক্সপ্রেস (742)
আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করে এই রুটে। এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন নেই। তূর্ণা এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রাম স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 23:00 মিনিট এবং সবকিছু ঠিক থাকলে ফেনী স্টেশনে এসে পৌঁছানোর সময় হল 0:29 মিনিট।
বিজয় এক্সপ্রেস (786)
আরো একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন নিয়মিত এই রুটে চলাচল করে। এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন বুধবার। বিজয় এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রাম স্টেশন ছেড়ে আসার নির্ধারিত সময় হল 7:20 মিনিট এবং ফেনী স্টেশনে পৌঁছানোর সময় হল 8:55 মিনিট।
চট্টগ্রাম টু ফেনী ট্রেনের সময়সূচী মেইল এক্সপ্রেস
চট্টগ্রাম এক্সপ্রেস (02) চট্টগ্রাম স্টেশন ছেড়ে আসা নির্ধারিত সময়ে 22:30 মিনিট এবং ফেনী স্টেশনে এসে পৌঁছানোর সময় হল 0:15 মিনিট।
চট্টগ্রাম টু ফেনী ট্রেনের ভাড়া তালিকা
চট্টগ্রাম থেকে ফেনী যাতায়াত করার জন্য ট্রেনের যে নির্ধারিত ভাড়া রয়েছে সেটা উল্লেখ করা হলো। শোভনের ভাড়া 90 টাকা শোভন চেয়ার এর ভাড়া 110 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম আসনের ভাড়া 145 টাকা এবং প্রথম বার্থ এর ভাড়া 215 টাকা নির্ধারণ করা হয়েছে। স্নিগ্ধা 207 টাকা এবং এসি আসন 248 টাকা ও এসি বার্থ 368 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।