বান্দরবান টু ঢাকা বাসের সময়সূচী, ভাড়া, অনলাইন টিকিট ২০২৩

আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখতে বসেছি সেটি হলো বান্দরবান টু ঢাকা বাসের সময়সূচি, ভাড়া, অনলাইন টিকিট সম্পর্কে। এই তথ্যগুলো হতে আপনারা বান্দরবান হতে যে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হবে সে সকল বাস এর যাবতীয় তথ্য সম্পর্কে জানতে পারবেন। কোন বাস কখন বান্দরবান থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং কোন বাস কখন ঢাকাতে এসে পৌছবে সেই সম্পূর্ণ তথ্য আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনারা পেতে পারেন।

এছাড়াও কোন বাসের ভাড়া কত এবং বাসগুলোর অনলাইন টিকিট আপনি কিভাবে সংগ্রহ করতে পারেন সে সম্পর্কিত তথ্য আমাদের এই পোষ্টের মাধ্যমে পেতে পারেন। আপনারা যারা এই তথ্যগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই পোস্ট এর নিচের অংশে লক্ষ্য করুন।

বান্দরবান টু ঢাকা বাস যাত্রা

বান্দরবান থেকে ঢাকার দূরত্ব প্রায় 326 কিলোমিটার। আপনারা বুঝতে পেরেছেন যে বান্দরবান থেকে ঢাকা অনেক দূরত্বে অবস্থান করে। কিন্তু এই এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য অন্যতম মাধ্যম হলো বাস। যেহেতু বান্দরবান একটি পর্যটন পূর্ণ এলাকা সেহেতু প্রতিবছর হাজার হাজার মানুষ বান্দরবানে বেড়াতে যাইবা ঘুরতে যাই। সেখান থেকে বহু মানুষ ঢাকাতে বাসের মাধ্যমে আসে।

এছাড়াও বান্দরবান থেকে ও বিভিন্ন মানুষ ব্যবসায়ীক কাজে বা জীবিকার জন্য ঢাকাতে আসে। এসকল মানুষজনের ঢাকাতে আসার জন্য বাস ব্যবহার করতে হয়। বাসগুলোতে আরামদায়ক যাতায়াতের জন্য অবশ্যই বাসের তথ্য আগে থেকে জেনে রাখা উচিত। আপনি যদি এই তথ্যগুলো আগে থেকে জানেন তাহলে আপনি খুব সহজেই বাসে যাতায়াত করতে পারবেন।

বান্দরবান সম্পর্কে কিছু তথ্য

বান্দরবান জেলা বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা। এটি বাংলাদেশের একটি পার্বত্য জেলা। এছাড়াও বান্দরবানে আরো একটি পরিচয় রয়েছে সেটি হলো বাংলাদেশের সবথেকে কম জনবসতিপূর্ণ জেলা হল বান্দরবান জেলা।

বান্দরবান জেলা তে মোট সাতটি উপজেলা রয়েছে এবং সাতটি থানা রয়েছে। এই জেলাতে আরো রয়েছে দুইটি পৌরসভার 33 টি ইউনিয়ন এবং 96 মৌজা। এই এলাকায় শুধু মাত্র একটি সংসদীয় আসন রয়েছে। বান্দরবান জেলা রয়েছে বহু নদনদী। তার মধ্যে পরিচিত মুখ হলো সাঙ্গু নদী যা সাংপো নামে পরিচিত। এই জেলা দেশের অন্যান্য জেলা সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে একত্রিত হয়েছে সেটি হল চট্টগ্রাম বান্দরবান মহাসড়ক এবং চন্দ্রঘোনা বান্দরবান সড়ক।

এই এলাকায় রয়েছে বহু দর্শনীয় স্থান। আমিয়াখুম জলপ্রপাত, আলীকদম গুহা, চিম্বুক পাহাড়, চিংড়ি ঝর্ণা, জাদিপাই ঝর্ণা ইত্যাদি নামক আরো বহু ঐতিহাসিক পর্যটন কেন্দ্র রয়েছে বান্দরবনে। বাংলাদেশের সর্ববৃহৎ পর্বত শৃঙ্গ তাজিংডং এই জেলাতে অবস্থিত। এছাড়াও এ জেলাতে রয়েছে নীলগিরি পর্যটন কেন্দ্র আরো পর্যটন কেন্দ্র। যার কারণে দেশের অন্যতম সুন্দর জেলা হিসেবে বান্দরবান জেলা পরিচিত। এই জেলার সাথে সারাদেশের যোগাযোগ স্থাপন করা অত্যন্ত জরুরি। প্রতি বছর লাখ লাখ মানুষ এই জেলাতে বেড়াতে আসে এবং বহু মানুষ জীবিকা নির্বাহের জন্য এই জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলাতে যায়। যার দরুন বাসে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো।

বান্দরবান টু ঢাকা বাসের সময়সূচী

আমরা এখন চলে এসেছি আমাদের অনুচ্ছেদের মূল অংশে। এই অংশটিতে আমরা আপনাদের জানাব বান্দরবান থেকে কোন বাস কখন ছেড়ে যাচ্ছে এবং বাসটি ঢাকাতে এসে কখন পৌঁছাবে। তো চলুন আমরা জিনিস গুলো দেখে নিন।

  • বান্দরবান টু ঢাকা এই রুটে বেশ কয়েকটি বাস কোম্পানি তাদের বাস চালু রেখেছে। প্রতিটি পর্যটন এলাকা তাই এই রুটে বাস চলাচল করা অত্যন্ত লাভজনক বলে ভাবা হয়। সেন্ট মার্টিন হ্যুন্দাই রবি এক্সপ্রেস বাস কম্পানি বান্দরবান টু ঢাকা এই রুটে তাদের একটি বাস চালু রেখেছে। এই বাসটি একটি এসি বাস এবং এই বাসটি বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সকাল 11:30 মিনিটে। বাসটি ঢাকাতে এসে রাত নয়টা 10 মিনিটে যাত্রা শেষ করবে।
  • সাউদিয়া কোচ সার্ভিস নামক বাস কম্পানি বান্দরবান টু ঢাকা এই রুটে তাদের একটি নন এসি বাস চালু রেখেছে। এই বাসটি বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে রাত 9 টা তে। এই বাসটি সারারাত যাত্রা করে সকাল ভোর 6 টা 10 মিনিটে এসে ঢাকাতে যাত্রা শেষ করবে। এটা যাত্রা শুরু করবে বান্দরবান থেকে এবং চিটাগাং হয়ে ঢাকা গাবতলীতে এসে যাত্রা শেষ করবে।
  • সেন্টমার্টিন হুন্দাই রবি এক্সপ্রেস আরো একটি বাস বান্দরবান টু ঢাকা এই রুটে রেখেছে। তারা এই বাসটি ঢাকার উদ্দেশ্যে বান্দরবান হতে ছাড়ে রাত 9 টা 30 মিনিটে। এটি এই কোম্পানির আরো একটি এসি বাস যা সারা রাত যাত্রা করে এসে ঢাকাতে ভোর ছয়টা 10 মিনিটে যাত্রা শেষ করে। বাসটি বান্দরবান থেকে চিটাগাং হয়ে ঢাকা আরামবাগ এসে যাত্রা শেষ করে।
  • বাংলাদেশের সর্ববৃহৎ বাস কোম্পানির মধ্যে হানিফ এন্টারপ্রাইজ অন্যতম। হানিফ এন্টারপ্রাইজ বান্দরবান টু ঢাকা রুটে তাদের একটি এসি বাস চালু রেখেছে। এই বাসটি বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে রাত 9 টা 30 মিনিটে। বাসটি বান্দরবান থেকে চিটাগাং হয় ঢাকা থেকে এসে পৌঁছাবে ভোর 6 টা 10 মিনিটে। এটি একটি আরামদায়ক ভালো এসি বাস।
  • ঢাকা থেকে বান্দরবান যাওয়ার জন্য হানিফ এন্টারপ্রাইজ তাদের একটি নন এসি বাস সকাল 7:30 মিনিটে ঢাকা থেকে ছাড়ে। এই বাসটি একটি নন এসি বাস তাই এই বাসটি যাত্রা শুরু করে বান্দরবান গিয়ে যাত্রা শেষ করে সন্ধ্যা 6 টা 10 মিনিটে।
  • আপনি যদি খুব সকালবেলায় বান্দরবানের উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা শুরু করতে চান তাহলে রয়েছে সেন্ট মার্টিন হ্যুন্দাই এক্সপ্রেস এর একটি এসি বাস। এই বাসটি খুবই আরামদায়ক একটি বাস যা সকাল 8 টা 45 মিনিটে ঢাকা কাউন্টার থেকে যাত্রা শুরু করবে। ঢাকা আব্দুল্লাহপুর থেকে যাত্রা শুরু করে পান্থপথ হয়ে আরামবাগ হয়ে চিটাগাং দিয়ে বান্দরবানে যাত্রা করবে। বাসটি বান্দরবানে পৌঁছাবে সন্ধ্যা 5 টা 10 মিনিটে।
  • হানিফ এন্টারপ্রাইজের আরো একটি নন এসি বাস রয়েছে যে বাসটি বান্দরবানের উদ্দেশ্যে রাত 8 টা 10 মিনিটে ঢাকা কাউন্টার থেকে ছেড়ে যাবে এবং ভোর 6 টা 10 মিনিটে বান্দরবান কাউন্টারে গিয়ে তাদের যাত্রা শেষ করবে।
  • হানিফ এন্টারপ্রাইজ ঢাকা টু বান্দরবান আরো একটি রাত্রিকালীন নন এসি বাস সার্ভিস চালু রেখেছে। বাসটি ঢাকা থেকে ছাড়বে রাত্রি 9:15 এবং ভোর 6 টা 10 মিনিটে বান্দরবান গিয়ে যাত্রা শেষ করবে।
  • হানিফ এন্টারপ্রাইজের আরো একটি এসি বাস রয়েছে যে বাসটি রাত্রে 11 টায় বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ভোর 6 টা 10 মিনিটে বান্দরবনে গিয়ে পৌঁছবে। এটি একটি এসি বাস।
  • সেন্ট মার্টিন হ্যুন্দাই এক্সপ্রেস এই বাস কম্পানি ঢাকা টু বান্দরবান এই রুটে সর্বশেষ বাসটি রেখেছে রাত 11:30 থেকে। বাসটি এই কোম্পানির একটি এসি বাস এবং এই বাসটি সকাল 7 টা 10 মিনিটে বান্দরবনে গিয়ে পৌঁছবে।

বান্দরবান টু ঢাকা বাসের ভাড়া

আমরা পোস্টে্এ পর্যায়ে বান্দরবান থেকে ঢাকা যাওয়ার যে কয়টি বাস কোম্পানি রয়েছে সেই কয়টি বাস কম্পানি ভেদে বাসের টিকিটের মূল্য আপনাদের জানাবো।

  • হানিফ এন্টারপ্রাইজ তাদের নন এসি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 620 টাকা। হানিফ এন্টারপ্রাইজ তাদের এসি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 1400 টাকা।
  • সেন্ট মার্টিন হ্যুন্দাই এক্সপ্রেস তাদের এসি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 1400 টাকা।
  • সাউদিয়া কোচ সার্ভিস তাদের নন এসি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 620 টাকা।

অনলাইনে বান্দরবান টু ঢাকা বাসের টিকিট

আপনারা যারা অনলাইনে বান্দরবান টু ঢাকা বাসের টিকিট কাটতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করলেই সেখান থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আমরা খুব সুন্দর ভাবে আমাদের ওয়েবসাইটে দেখিয়ে দিয়েছে কিভাবে অনলাইন থেকে বাসের টিকিট কাটা যায়।