যারা বিমানবন্দর থেকে টাঙ্গাইল ট্রেনের যাতায়াত করে তাদের জন্য থাকছে আজকের এই আর্টিকেল। এ আর্টিকেল এর মাধ্যমে একজন যাত্রী বিমান বন্দর থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য ট্রেনের যে বিশেষ তথ্য গুলো প্রয়োজন সে তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। আপনারা যারা নিয়মিত এই রুটে চলাচল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের তথ্য উপকারী তথ্য হতে পারে।
বিমানবন্দর থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য যে ট্রেনগুলো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন রয়েছে।আমরা সে ট্রেন গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই ট্রেনগুলোর সময়সূচী এবং সিডিউল সম্পর্কে আপনাদের জানাবো। বিমানবন্দর থেকে টাঙ্গাইল ট্রেনের সিডিউল এবং টিকিটের মূল্য জানতে অবশ্যই আপনাদের আমাদের সম্পূর্ণ অনুচ্ছেদ মনোযোগ সহকারে পড়তে হবে।
বিমানবন্দর টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী আন্তঃনগর
বিমানবন্দর থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য যেসব আন্তঃনগর ট্রেন গুলো রয়েছে আপনারা এখন সে ট্রেনের সময়সূচী এবং ছুটির দিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমরা চেষ্টা করেছি সঠিক তথ্য গুলো সুন্দরভাবে সাজিয়ে তুলতে যাতে করে আপনারা খুব সহজেই তথ্যগুলো বুঝতে পারেন এবং সেই অনুযায়ী যাত্রা সাজাতে পারেন।
একতা এক্সপ্রেস 705
একতা এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। একতা এক্সপ্রেস নিয়মিত বিমানবন্দর টু টাঙ্গাইল এ রুটে চলাচল করে। একতা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের কোন ছুটির দিন নাই। একতা এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে 10:37 এবং যাত্রা শেষ করে 12 টা 5 মিনিটে।
লালমনি এক্সপ্রেস 751
লালমনি এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। লালমনি এক্সপ্রেস নিয়মিত বিমানবন্দর টু টাঙ্গাইল এ রুটে চলাচল করে। লালমনি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং এই ট্রেনটি শুক্রবার বন্ধ থাকে। লালমনি এক্সপ্রেস তার যাত্রা শুরু করে 10:12 এবং যাত্রা শেষ করে 11 টা 40 মিনিটে।
সিল্কসিটি এক্সপ্রেস 753
সিল্কসিটি এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। সিল্কসিটি এক্সপ্রেস নিয়মিত বিমানবন্দর টু টাঙ্গাইল এ রুটে চলাচল করে। সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং রবিবারেই ট্রেনটি বন্ধ থাকে। সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে 3:12 এবং যাত্রা শেষ করে 4:55 মিনিটে।
দ্রুতযান এক্সপ্রেস 757
দ্রুতযান এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। দ্রুতযান এক্সপ্রেস নিয়মিত বিমানবন্দর টু টাঙ্গাইল এ রুটে চলাচল করে। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সাত দিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের কোন সাপ্তাহিক ছুটি নাই। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে 8:27 এবং যাত্রা শেষ করে 10 টা 10 মিনিটে ।
পদ্মা এক্সপ্রেস 759
পদ্মা এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। পদ্মা এক্সপ্রেস নিয়মিত বিমানবন্দর টু টাঙ্গাইল এ রুটে চলাচল করে। পদ্মা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং মঙ্গলবার এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন থাকে। পদ্মা এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে 11:27 এবং যাত্রা শেষ করে একটা দশ মিনিটে।
সিরাজগঞ্জ এক্সপ্রেস 775
সিরাজগঞ্জ এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। সিরাজগঞ্জ এক্সপ্রেস নিয়মিত বিমানবন্দর টু টাঙ্গাইল এ রুটে চলাচল করে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং শনিবার এই ট্রেনের ছুটির দিন থাকে। ট্রেনটি ছেড়ে আসে 6:27 এবং গন্তব্যস্থলে পৌঁছায় 7 টা 5 মিনিটে।
বিমানবন্দর টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী মেইল এক্সপ্রেস
মেইল এক্সপ্রেস ট্রেন আন্তঃনগর ট্রেনের মত বিলাসবহুল এবং উন্নত সেবা এবং দ্রুতগামী নয়। তবে মেইল এক্সপ্রেস ট্রেনে কম খরচে আপনি আপনার যাত্রা সম্পূর্ণ করতে পারবেন। মেইল এক্সপ্রেস ট্রেন সপ্তাহের সাত দিন চলাচল করে। এই রুটে মেইল এক্সপ্রেস ট্রেন একটি রয়েছে।
রাজশাহী এক্সপ্রেস 5
এই ট্রেনটি তার যাত্রা শুরু করে 12:48 এবং যাত্রা শেষ করে 2:27।
বিমানবন্দর টু টাঙ্গাইল ট্রেনের ভাড়ার তালিকা
শোভনের ভাড়া 95 টাকা। শোভন চেয়ার এর ভাড়া 115 টাকা। প্রথম আসনের ভাড়া 155 টাকা এবং এসি আসনের ভাড়া 230 টাকা। স্নিগ্ধা আসনের ভাড়া 190 টাকা এবং এসি বার্থ আসনের ভাড়া 345 টাকা।