আপনারা যারা বিমানবন্দর থেকে জয়দেবপুর এই রুটে চলাচল করেন এবং এই রুটে চলাচলের ক্ষেত্রে ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য বিশেষভাবে আজকের আর্টিকেল তৈরি করা হয়েছে। নিয়মিত চলাচলের ক্ষেত্রে অবশ্য যাত্রীদের গুরুত্বপূর্ণ তথ্য গুলোর প্রয়োজন পড়ে এবং যাত্রীরা সেই তথ্যগুলো জানার জন্য এখানে ওখানে খোঁজাখুঁজি করে।
আপনাদের আর এখানে-ওখানে খোঁজাখুঁজি করতে হবে না আপনারা যদি বিমানবন্দর থেকে জয়দেবপুর ট্রেনের সিডিউল এবং টিকিটের মূল্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই আর্টিকেল সম্পূর্ণরূপে পড়ে শেষ করুন। আপনারা যখন আমাদের এই আর্টিকেল পড়ে শেষ করবেন তখন বিমানবন্দর থেকে জয়দেবপুর এ রুটে চলাচলকারী ট্রেন এর প্রত্যেকটি তথ্য খুব সহজেই আপনি আপনার কাছে পেয়ে যাবেন।
বিমানবন্দর টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী আন্তঃনগর
আমাদের অনুচ্ছেদের এই অংশে আপনারা জানতে পারবেন বিমানবন্দর থেকে জয়দেবপুর এ রুটে যেসব আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করে সেসব আন্তঃনগর ট্রেনের সময়সূচি ছুটির দিন এবং ট্রেন গুলোর নাম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য গুলো।
একতা এক্সপ্রেস 705
একতা এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। একতা এক্সপ্রেস সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের কোন সাপ্তাহিক ছুটির দিন নাই। ট্রেনটি তার যাত্রা শুরু করে 10:37 এবং যাত্রা শেষ করে 11:55।
সুন্দরবন এক্সপ্রেস 726
সুন্দরবন এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। সুন্দরবন এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের ছুটির দিন হলো বুধবার। ট্রেনটি তার যাত্রা শুরু করে আটটা 42 মিনিটে এবং যাত্রা শেষ করে 9:12।
যমুনা এক্সপ্রেস 745
যমুনা এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। যমুনা এক্সপ্রেস সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন নাই। ট্রেনটি তার যাত্রা শুরু করে 5:12 এবং যাত্রা শেষ করে 6:47 ।
লালমনি এক্সপ্রেস 751
লালমনি এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। লালমনি এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের ছুটির দিন হল শুক্রবার। ট্রেনটি তার যাত্রা শুরু করে 10:12 এবং যাত্রা শেষ করে 10:42।
সিল্কসিটি এক্সপ্রেস 753
সিল্কসিটি এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। সিল্কসিটি এক্সপ্রেস সপ্তাহে 6 দিন চলাচল করে। অর্থাৎ এই ট্রেনের ছুটির দিন হল রবিবার। প্রেম তেতা যাত্রা শুরু করে 3:12 এবং যাত্রা শেষ করে 3:48।
উপরে উল্লেখিত আন্তঃনগর যেসব ট্রেনগুলো উল্লেখ করা হয়েছে সবগুলোই বিমানবন্দর টু জয়দেবপুর এর নিয়মিত চলাচল করে।
বিমানবন্দর টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী মেইল এক্সপ্রেস
বিমানবন্দর থেকে জয়দেবপুর এ রুটে যেসব মেইল এক্সপ্রেস ট্রেন গুলো চলাচল করে সেগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব।
রাজশাহী এক্সপ্রেস 5
রাজশাহী এক্সপ্রেস একটি মেইল ট্রেন। ট্রেনটি সপ্তাহের সাত দিন চলাচল করে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 12:48 এবং যাত্রা শেষ করে একটা 17 মিনিটে।
মহুয়া কমিউটার 43
মহুয়া কমিউটার একটি মেইল ট্রেন। ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে। ট্রেনটি তার যাত্রা শুরু করে নয়টা 52 মিনিটে এবং যাত্রা শেষ করে 10:39।
বলাকা এক্সপ্রেস 59
বলাকা এক্সপ্রেস একটি মেইল ট্রেন। ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 5:17 এবং যাত্রা শেষ করে 5:47।
বিমানবন্দর টু জয়দেবপুর ট্রেনের ভাড়ার তালিকা
আপনারা যারা বিমানবন্দর থেকে জয়দেবপুর ট্রেনের যাতায়াত করেন অথবা যারা নতুন রয়েছেন তাদের অবশ্যই জেনে রাখা দরকার বিমানবন্দর টু জয়দেবপুর ট্রেনের ভাড়ার তালিকা গুলো সম্পর্কে। আমাদের অনুচ্ছেদের এই অংশে আমরা এখন সরকারিভাবে যে ভাড়ার তালিকা গুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো আলোচনা করব। আপনারা যারা জানতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদের আর্টিকেল পড়ুন।
শোভন আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 45 টাকা। শোভন চেয়ার আসনে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা। প্রথম আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 90 টাকা। প্রথম বার্থ আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 110 টাকা। স্নিগ্ধা আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 100 টাকা। এসি আসনের এর টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 100 টাকা।