আজকের আমাদের এই পোষ্টের মাধ্যমে আমাদের সকল পাঠকদের আমরা টাংগাইল টু ঢাকা রুটে চলাচলকারী বাস এর সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা টাংগাইল টু ঢাকা এই রুটের বাসের তথ্য পেতে আগ্রহী রয়েছেন তারা আমাদের এই অনুচ্ছেদ সম্পূর্ণরূপে পড়ুন। এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন টাঙ্গাইল থেকে কোন কোন বাস ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে এবং বাসগুলোর সময়সূচী সম্পর্কে।
ঠিক কখন টাঙ্গাইল থেকে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং কখন ঢাকাতে এসে পৌঁছাচ্ছে সে বিষয়ে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তারা আরো জানতে পারবেন এই বাসগুলোর ভাড়া সম্পর্কে। সর্বশেষ আপনারা জানতে পারবেন বাসগুলো অনলাইন টিকেট কিভাবে সংগ্রহ করতে হয় আমরা আমাদের আলোচনা শেষ অংশে এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব।
টাংগাইল টু ঢাকা বাস
টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যে অঞ্চলে অবস্থিত একটি জেলা। এটি ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে তার মধ্যে আয়তনের দিক দিয়ে টাঙ্গাইল সবথেকে বড় জেলা এবং জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম জেলা। টাঙ্গাইলের পূর্বে রয়েছে ময়মনসিংহ গাজীপুর জেলা। এছাড়াও টাঙ্গাইলের পশ্চিমে রয়েছে সিরাজগঞ্জ জেলা এবং উত্তর রয়েছে জামালপুর জেলা। টাঙ্গাইলের দক্ষিণের ঢাকা ও মানিকগঞ্জ জেলা রয়েছে।
টাঙ্গাইলের মোট উপজেলা 12 টি এবং মোট ইউনিয়নের সংখ্যা 118 টি। টাঙ্গাইল জেলা মূলত শাড়ির জন্য বিখ্যাত একটি জেলা। টাঙ্গাইল জেলার শাড়ি সারা দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পূর্বে ছিল এখনও রয়েছে। পূর্বে টাঙ্গাইলের মসলিন শাড়ি এবং জামদানির জন্য ব্যাপক জনপ্রিয় ছিল টাঙ্গাইল জেলা এবং সারাদেশ। কিন্তু পরবর্তীতে মসলিন শাড়ি বিলুপ্ত হওয়ার কারণে শুধুমাত্র টাঙ্গাইলের জামদানি শাড়ি এখন পর্যন্ত বাজার দখল করে আছে।
কিন্তু বেশ কিছুদিন আগে আবারও রাজশাহীতে মসলিন শাড়ির আবিষ্কারের ফলে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও টাঙ্গাইলের তাঁত শিল্প ব্যাপকহারে জনপ্রিয়তা লাভের পাশাপাশি এখনো এর প্রচলন রয়েছে। অর্থনীতিতে টাঙ্গাইলের তাঁতের শিল্প ব্যাপকভাবে ভূমিকা পালন করছে। বহু মানুষ এই তাঁত শিল্পের মাধ্যমে তাদের জীবিকা নির্ভর করে।
এর পাশাপাশি টাঙ্গাইলে আরো একটি শিল্প বেশ জনপ্রিয় রয়েছে সেটি হল তামা–কাঁসা শিল্প। মৃৎশিল্প, বাঁশ ও বেত শিল্প, মৃৎশিল্প, কাঠ শিল্প, মিষ্টান্ন শিল্প এছাড়াও অন্যান্য শিল্প রয়েছে যার দ্বারা তারা তাদের অর্থনৈতিক উন্নয়ন করছে অতীতকাল থেকে এখন পর্যন্ত।
কৃষি খাতে ও এই জেলার ব্যাপক উন্নতি রয়েছে। ধান, পাট, গম, সরিষা, কলা, আনারস, আদা, আলু, তিল, তিসি, হলুদ, লেবু, আদা, ও কৃষিজাত পণ্য। দর্শনীয় স্থানের মধ্যে টাঙ্গাইল জেলা বহু দিক দিয়ে এগিয়ে রয়েছে। 201 গম্বুজ মসজিদ গোপালপুর উপজেলার, মধুপুর জাতীয় উদ্যান, যমুনা বহুমুখী সেতু, আদম কাশ্মীরি এর মাযহার, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মজহার সহ আরো বহু দর্শনীয় স্থান রয়েছে এই টাঙ্গাইল জেলা তে।
টাংগাইল টু ঢাকা বাসের সময়সূচী
আপনারা যারা টাংগাইল টু ঢাকা এই রুটে চলাচল করেন তাদের জন্য এখন আমরা এই অনুচ্ছেদের মূল অংশে টাংগাইল টু ঢাকা রুটে চলাচল কারী বাসের সময়সূচি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কোন বাস কখন ছাড়ে এবং কখন টাঙ্গাইলে গিয়ে পৌঁছায় সে বিষয়ে আলোচনা করব।
- টাঙ্গাইল থেকে ঢাকা পর্যন্ত যে কয়েকটি বাস যায় তার মধ্যে অন্যতম হলো সকাল–সন্ধ্যা এসি বাস। সকাল–সন্ধ্যায় এসি বাসের বেশ কয়েকটি বাস টাংগাইল টু ঢাকা রুটে চলাচল করে। একটি বাস সকাল 6 টাই টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে ঢাকা কল্যাণপুর এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং বাসটি সকাল 8 টা 10 মিনিটে ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ডে এসে তার যাত্রা শেষ করে।
- সকাল সন্ধা বাস সার্ভিসের আরো একটি বাস টাংগাইল টু ঢাকা এই রুটে চলাচল করে। একটি বাস সকাল 7:30 মিনিটে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড হতে ঢাকা কল্যাণপুর পর্যন্ত যাত্রা করার উদ্দেশে ছেড়ে এসে। বাসটি ঢাকা কল্যাণপুরে এসে যাত্রা শেষ করে সকাল 9 টা 30 মিনিটে।
- সকাল সন্ধ্যা এসি বাস সার্ভিসের আরো একটি বাস রয়েছে যে বাসটি সকাল 7 টা 55 মিনিটে ঢাকার উদ্দেশ্যে টাঙ্গাইল থেকে ছেড়ে আসে। টাঙ্গাইল থেকে ছেড়ে আসা এই বাসটি সকাল 9 টা 45 মিনিটে ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ডে এসে তার যাত্রা শেষ করে।
- সকাল সন্ধা বাস এ আরো একটি এসি বাস রয়েছে যে বাসটি সকাল 9 টা 55 মিনিটে ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ড এর উদ্দেশ্যে টাঙ্গাইল নতুন বাস স্টেশন থেকে ছেড়ে আসে এবং কল্যাণপুরে পৌঁছায় সকাল 11:55 মিনিটে।
- সকাল সন্ধা বাস কম্পানি আরো একটি বাস সকাল 11 টা 45 মিনিটে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে ঢাকা কল্যাণপুর এর উদ্দেশ্যে ছেড়ে আসে এবং দুপুর 1:00 টা 45 মিনিটে কল্যাণপুরে এসে তার যাত্রা শেষ করে।
- সকাল সন্ধা বাস কম্পানি আরো একটি বাস দুপুর 2:30 মিনিটে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ড এর উদ্দেশ্যে ছেড়ে আসে এবং বাসটি বিকেল 4:30 মিনিটে এসে কল্যাণপুরে পৌঁছায়।
- সকাল সন্ধ্যা বাসের বিকেল বেলায় 3:55 টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা এসি বাসটি কোলাপুর বাসস্ট্যান্ডে এসে পৌঁছায় বিকেল 5:00 টা 55 মিনিটে।
- সকাল সন্ধা বাস এর সর্বশেষ 25 টি ঢাকার উদ্দেশ্যে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসে সেই বাসটি বিকেল 5:00 টা 55 মিনিটে টাঙ্গাইল থেকে ছেড়ে আসে এবং সন্ধ্যা 7:00 টা 55 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায়।
- সোনিয়া এক্সপ্রেস এর একটি এসি বাস ঢাকা টু টাঙ্গাইল রুটে চলাচল করে। এই বাসটি সকাল 10:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে টাঙ্গাইল থেকে এবং ঢাকাতে এসে পৌঁছায় সকাল 12 টা 30 মিনিটে।
- নিরালা পরিবহনের নন এসি বাস সার্ভিস রয়েছে। এই পরিবহনের একটি বাস সকাল 11:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসে এবং দুপুর 2:00 তে কল্যাণপুর এসে তার যাত্রা শেষ করে।
- ধলেশ্বরী পরিবহনের লোকাল বাস সকাল 9:30 মিনিটে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসে ঢাকা কল্যাণপুর এর উদ্দেশ্যে। এই বাসটি দুপুর 1:30 মিনিটে কল্যাণপুরে এসে তার যাত্রা শেষ করে।
- ঝটিকা পরিবহনের বেশ কয়েকটি বাস টাংগাইল টু ঢাকা এ রুটে চলাচল করে। দিনের বিভিন্ন সময় টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসে এই পরিবহনের বিভিন্ন বাস। যেহেতু এগুলো লোকাল বাস তাই তাদের যাতায়াতের সময় একটু বেশি লাগে। ঝটিকা পরিবহনের একটি বাস দুপুর 2:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং রাত 8:30 এ কল্যাণপুরে এসে তার যাত্রা শেষ করে।
টাংগাইল টু ঢাকা বাসের ভাড়া
এখন আপনাদের উদ্দেশ্যে আমরা টাংগাইল টু ঢাকা রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের আলাদা আলাদাভাবে ভাড়া উল্লেখ করব।
- সকাল সন্ধ্যা এন্টারপ্রাইজ তাদের অনেক কয়টি এসি বাসের সার্ভিস চালু রেখেছে টাংগাইল টু ঢাকা এই রুটে। তারা তাদের বাস এর এসি টিকিট মূল্য নির্ধারণ করেছে 250 টাকা ।
- সোনিয়া এন্টারপ্রাইজ এসি বাসের মাধ্যমে সার্ভিস প্রদান করছে এই রুটে এবং তারাও তাদের এসি টিকিট মূল্য নির্ধারণ করেছে 250 টাকা।
- নিরালা পরিবহন নন এসি চেয়ার সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করছে টাংগাইল টু ঢাকা এই রুটে এবং তারা তাদের নন এসির টিকিট মূল্য নির্ধারণ করেছে 160 টাকা।
- এছাড়াও ধলেশ্বরী পরিবহন এবং ঝাটিকা পরিবহন লোকাল বাস সমূহ টাংগাইল টু ঢাকা এই রুটে চলাচলকারী যাত্রীদের জন্য টিকিট মূল্য নির্ধারণ করেছে 120 টাকা।
অনলাইনে বাসের টিকিট 2023
আপনি যদি অনলাইনে বাসের টিকিট সংগ্রহ করতে চান তাহলে আপনাকে প্রথমত এই সম্পর্কিত তথ্য পেতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটে বাসের টিকিট অনলাইনে কাটার বেশ কয়েকটি পদ্ধতির তথ্য উল্লেখ করেছি যা আপনাদের জন্য খুবই বোধগম্য হবে।
আমরা খুব সহজ ভাষাতেই আপনাদের বুঝাতে চেয়েছি কিভাবে বাসের টিকিট অনলাইনে কাটা হয়।আমার বিশ্বাস যে আপনারা এই তথ্যগুলো একবার পড়লেই এরপর থেকে নিজেই নিজের বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন তাও আবার অনলাইনে। এছাড়া অন্য কোন সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।