আপনি কি টাঙ্গাইল থেকে বিমানবন্দর অব্দি রেলপথে যাতায়াত করতে চান। রেল পথে যাতায়াতের ক্ষেত্রে আপনার কাছে যদি কোনো তথ্য না থাকে তাহলে আমাদের এই আর্টিকেল থেকে আপনি টাঙ্গাইল টু বিমানবন্দরে রুটে চলাচলকারী প্রত্যেককে সঠিক তথ্য পাবেন। যারা আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের আর্টিকেল পড়বেন।
টাঙ্গাইল থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত যে ট্রেনগুলো চলাচল করে আমরা প্রত্যেকটি ট্রেনের সময়সূচী এবং এর সঙ্গে ভাড়ার তালিকা আপনাদের সামনে উপস্থাপন করব। এর পাশাপাশি এই ট্রেনগুলোর সপ্তাহে কোন দিন বন্ধ থাকবে এবং কোন দিন চলাচল করবে সেই সময়েও আপনাদের ধারণা দেব। আপনারা যারা এই রুটের যাত্রী আছেন তারা অবশ্যই আমাদের আর্টিকেল পড়বেন এবং এই তথ্যগুলো ব্যবহার করবেন।
টাঙ্গাইল টু বিমানবন্দর ট্রেনের সময়সূচী আন্তঃনগর
আপনারা যারা টাঙ্গাইল থেকে বিমানবন্দর এই রুটে ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য বিশেষ তথ্য নিয়ে আমরা হাজির হলাম। আমরা আপনাদের জানাতে চাচ্ছি যে এই রুটে মোট 6 টি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করে। এই 6 টি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন এর মান অত্যন্ত ভালো এবং অত্যন্ত সন্তোষজনক হওয়ায় যাত্রীরা নিয়মিত যাতায়াত করে।
একতা এক্সপ্রেস (706) এই রুটে চলাচলকারী অত্যন্ত ভালো মানের একটি আন্তঃনগর এক্সপ্রেস। এই ট্রেনের পরিবেশ অত্যন্ত ভালো হওয়ায় যাত্রীরা নিঃসন্দেহে এই ট্রেনে যাতায়াত করতে পারে। এই ট্রেন টাঙ্গাইল থেকে বিমানবন্দর স্টেশন এর উদ্দেশ্যে 5:46 মিনিটে এবং এই ট্রেনটির বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর সময় উল্লেখ করা আছে 7:25। এই ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নেই।
লালমনিরহাট এক্সপ্রেস (752) এই ট্রেনটি এই রুটে চলাচলকারী আরো একটি অত্যন্ত ভালো মানের আন্তঃনগর এক্সপ্রেস। ভালো মানের ট্রেন বলার প্রধান কারণ হলো অত্যন্ত ভালো পরিবেশ। এই ট্রেন টাঙ্গাইল স্টেশন থেকে ছাড়ার সময় 17:50 এবং যাত্রা শেষ করে বিমানবন্দর স্টেশনে থামার সময় উল্লেখ করা আছে 19:21। এই ট্রেন সপ্তাহে একদিন শুক্রবারে ছুটিতে থাকবে অর্থাৎ বন্ধ থাকবে।
সিল্কসিটি এক্সপ্রেস (754) আন্তঃনগর এক্সপ্রেস টাঙ্গাইল টু বিমানবন্দর রুটে চলাচলকারী একটি ট্রেন। এই ট্রেন টাঙ্গাইল থেকে বিমানবন্দর এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে 11:09 এবং সবকিছু ঠিক থাকলে পৌছানোর সময় উল্লেখ করা আছে 12:53। এই ট্রেন সপ্তাহে একদিন রবিবার ছুটিতে থাকবেন অর্থাৎ বন্ধ থাকবে।
দ্রুতযান এক্সপ্রেস (758) নামক আন্তঃনগর এক্সপ্রেস টাঙ্গাইল টু বিমানবন্দর রুটে চলাচল করে। এই ট্রেন টাঙ্গাইল থেকে ছাড়ার সময় 16:57 এবং এই ট্রেনের বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর সময় 18:22। ট্রেনটির সাপ্তাহিক কোন ছুটির দিন নেই অর্থাৎ সপ্তাহে সাতদিন চলাচল করবে।
পদ্মা এক্সপ্রেস (760) এই রুটে চলাচলকারী আরো একটি সুন্দর আন্তঃনগর ট্রেন। এই ট্রেনের ভিতরের পরিবেশ অত্যন্ত ভালো এবং যাত্রীরা খুব স্বাচ্ছন্দে যাতায়াত করে। পদ্মা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল থেকে ছাড়ার সময় 9:25 এবং বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর সময় 21:09। ট্রেন টা সপ্তাহে প্রতি মঙ্গলবার ছুটিতে থাকবে অর্থাৎ বন্ধ থাকবে।
সিরাজগঞ্জ এক্সপ্রেস (775) নামক ট্রেনে রুটে চলাচলকারী অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন। এই ট্রেন নিয়মিত চলাচল করে এই রুটে এবং টাঙ্গাইল থেকে ছাড়ার সময় 7:52। টাঙ্গাইল থেকে ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর সময় 9 টা 42 মিনিট। এক সপ্তাহে এক দিন শনিবার ছুটিতে থাকবে।
টাঙ্গাইল টু বিমানবন্দর ট্রেনের ভাড়ার তালিকা
আপনি যখন ট্রেনে যাতায়াত করবেন তখন অবশ্যই আপনাকে পূর্বে থেকে টিকিট কাটতে হবে। টিকিট কাটার ক্ষেত্রে আপনাকে জানতে হবে কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়ার জন্য আপনাকে কি পরিমান টাকা দিতে হবে। এখন আমরা আপনাদের সামনে টাঙ্গাইল টু বিমানবন্দর ট্রেনের ভাড়া উল্লেখ করব।
শোভন 95 টাকা, শোভন চেয়ার 115 টাকা, প্রথম সিট 155 টাকা, প্রথম বার্থ 230 টাকা, স্নিকধা 190 টাকা, এসি সিট 230 টাকা, এসি বার্থ 345 টাকা। আমরা চেষ্টা করলাম সকল ট্রেনের শ্রেণী অনুযায়ী ভাড়ার কথা উল্লেখ করতে।