সিলেট টু ঢাকা বাসের সময়সূচী, ভাড়া ও অনলাইনে টিকিট ২০২৩

আপনারা যারা জানতে চাচ্ছেন সিলেট জেলা থেকে ঢাকা মুখি যে বাস গুলো রয়েছে সে বাসগুলোর সময়সূচী কি। আপনারা আমাদের আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন সিলেট জেলা থেকে ঢাকা জেলার উদ্দেশ্যে যে সকল বাসগুলো যায় সেই সকল বাস গুলোর সময়সূচী সম্পর্কে। এছাড়া আপনারা আরো জানতে পারবেন এই বাসগুলোতে যাত্রা করতে আপনাদের কত টাকা ভাড়া লাগবে এবং আপনারা কিভাবে অনলাইন থেকে এই বাসগুলো টিকেট কাটতে পারবেন সেই সম্পর্কে।

আমরা অনেকদিন যাবত এই সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে এবং আজকে আপনাদের উদ্দেশ্যে তথ্য গুলো বুঝিয়ে লেখার চেষ্টা করছি। আমাদের ওয়েবসাইটে যারা নিয়মিত ভিজিট করেন তাদের জন্য এই পোস্ট অনেক গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে যারা সিলেট জেলায় বসবাস করেন। চলুন সিলেট জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানি এবং পরবর্তীতে মূল অংশে ফিরি।

সিলেট টু ঢাকা বাস যাত্রা

সিলেট জেলা সিলেট বিভাগের একটি জেলা। এটা মূলত বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। সিলেট জেলার নাম শোনেননি এরকম ব্যক্তি খুব কম আছেন। বাংলাদেশে যে কয়টি পর্যটন এলাকার রয়েছে তার মধ্যে সিলেট সবথেকে বড় এবং সুন্দর এলাকা। সিলেটে রয়েছে পাহাড়ি অঞ্চল এবং রয়েছে চা বাগান। এগুলো দেখতে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক সিলেটে বেড়াতে যান। এছাড়াও সিলেটের রয়েছে নানান ধরনের ধর্মীয় বড় বড় ঐতিহাসিক স্থান যেগুলোতে বেড়াতে সচারাচর অনেকেই ভালোবাসেন। অতীতের সিলেট জেলা অনেক বড় একটি জেলা ছিল 1971 সালে সিলেট জেলার যে নামকরণ করা হয়েছিল পরবর্তীতে এই জেলাটি কে ভেঙে চারটি ভাগে ভাগ করা হয়েছে।

সিলেট জেলা থেকে ঢাকার দূরত্ব প্রায় 250 কিলোমিটার। অনেক দীর্ঘ একটি পথ যে পথে যাত্রা করার জন্য আপনার হাতে দুই থেকে তিনটি অপশন রয়েছে। আপনি সরাসরি ট্রেনে সিলেট থেকে ঢাকা অভিযাত্রা করতে পারেন এছাড়াও আপনি মাইক্রোবাস ভাড়া করে যাত্রা করতে পারেন। কিন্তু আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হল বাসে সিলেট থেকে ঢাকার যাতায়াত। তাই আমরা বাস নিয়েই কথা বলব। আপনারা যারা আপনাদের অতি গুরুত্বপূর্ণ কাজে সিলেট থেকে ঢাকা যাতায়াত করেন তাদের জন্য আমাদের আজকের এই পোষ্ট খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট।

সিলেট জেলা টু ঢাকা বাসের সময়সূচী

সিলেট জেলা থেকে ঢাকা যাওয়ার জন্য অনেকগুলো বাসের অপশন আছে। তবে আমরা কয়েকটি ভালো বাসের সার্ভিস বেশে আপনাদের সামনে তাদের তথ্য উপস্থাপন করার চেষ্টা করব।

সকালের বাসের সময়সূচী

আপনারা যারা সিলেট জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করতে চান তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজের একটি বাস চালু রয়েছে। এই বাসটি সিলেট জেলা হতে ভোর 5:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং যাত্রা শেষ করবে দুপুর 1:30 মিনিটে।

সকালবেলাতে এনা ট্রান্সপোর্ট লিঃ এর একটি বাস রয়েছে যেটি ঢাকার উদ্দেশ্যে সিলেট জেলা থেকে রওনা শুরু করবে। এই বাসটি সকাল 5:30 মিনিটে এ তার যাত্রা শুরু করবে এবং সকাল 11:30 মিনিটে যাত্রা শেষ করবে ঢাকাতে পৌঁছে।

হানিফ এন্টারপ্রাইজ এর আরো একটি সার্ভিস রয়েছে যেটি সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। এটি একটি নন এসি বাস যা সকাল 5 টা 50 মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা তে পৌঁছায় দুপুর 12 টা 10 মিনিটে।

হানিফ এন্টারপ্রাইজ এর আরো একটি বাস রয়েছে যেটি সিলেট থেকে ভোর 5 টা 50 মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং ঢাকা তে পৌঁছায় সকাল 11:30 মিনিটে। এটি একটি নন এসি বাস।

হানিফ এন্টারপ্রাইজ তাদের সার্ভিসে আরো একটি বাস রেখেছে যেটি সিলেট থেকে ঢাকা যাতায়াত করে। এই বাসটি সকাল 7:30 এ ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং দুপুর 1 টা 10 মিনিটে ঢাকা পৌঁছায়।

এনা পরিবহনের লিমিটেড একটি বাস সার্ভিস রয়েছে যেটি দিয়ে আপনি সিলেট জেলা থেকে ঢাকাতে যাতায়াত করতে পারেন। আপনি যদি এই বাসটিতে যেতে চান তাহলে আপনাকে সকাল 8:10 মিনিটে এ বাস কাউন্টারে উপস্থিত হতে হবে এবং যাত্রা শুরু করতে হবে। ইবাসটিন যাত্রা শেষে সময় হচ্ছে দুপুর 2 টা 10 মিনিট।

দুপুরে বাসের সময়সূচী

এনা ট্রান্সপোর্ট লিঃ এর একটি বাস সিলেট জেলা থেকে দুপুর 1:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই বাসটি সন্ধ্যা 7:30 এ ঢাকাতে তার যাত্রা শেষ করে।

হানিফ এন্টারপ্রাইজ এর একটি বাস রয়েছে যেটি সিলেট জেলা থেকে ঢাকা জেলায় চলাচল করে। ঠিক দুপুর 1:30 মিনিটে বাসটি সিলেট জেলা থেকে যাত্রা শুরু করে এবং 7:10 এ তারা ঢাকাতে পৌঁছে তাদের যাত্রা শেষ করে।

এনা ট্রান্সপোর্ট লিঃ এর বাস সার্ভিসে আরো একটি এসি বাস যুক্ত হয়েছে। এই বাসটি সিলেট জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় দুপুর 1 টা 50 মিনিটে। এসি বাস ঢাকা তে এসে তারা যাত্রা শেষ করে রাত্রি 8:10 মিনিটে।

এনা ট্রান্সপোর্ট লিঃ আরো একটি নন এসি বাস চালু রেখেছে যেটা দুপুরে 3: 10 মিনিট যাত্রা শুরু করে এবং যাত্রা শেষ করে রাত্রি 9 টা 10 মিনিটে।

রাতের সকল বাসের সময়সূচী

এনা ট্রান্সপোর্ট লিঃ সন্ধ্যা 7:30 থেকে সিলেট হতে ঢাকার উদ্দেশ্যে একটি বাস চালু রেখেছে। এই বাসটি সন্ধ্যা থেকে যাত্রা করে রাত্রে 1:00 মিনিটে ঢাকাতে এসে পৌছবে। এটি একটি নন এসি বাস।

রাতে আরামদায়ক যাত্রার জন্য হানিফ এন্টারপ্রাইজ সিলেট জেলা থেকে রাত্রি 10:30 এ ঢাকার উদ্দেশ্যে একটি বাস চালু রেখেছে যে বাসটি ঢাকাতে এসে পৌছবে ভোর 4 টা 10 মিনিটে। এটি হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস।

 

এনা ট্রান্সপোর্ট লিঃ একটি এসি বাস রয়েছে যেটি রাত 11:35 মিনিটে সিলেট জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবং ঢাকাতে এসে পৌছবে ভোর 5:30 মিনিটে। এটি একটি এসি বাস।

হানিফ এন্টারপ্রাইজ সিলেট জেলা থেকে ঢাকা জেলার জন্য রাতে একটি বাস চালু রেখেছে। বাসটি একটি নন এসি বাস এবং যাত্রা শুরু করবে রাত্রি 10 টা 50 মিনিটে সিলেট জেলা থেকে। সকাল 7 টা 10 মিনিটে এই বাসটি ঢাকাতে এসে তার যাত্রা শেষ করবে। এটি হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস।

সিলেট টু ঢাকা বাসের ভাড়া

যারা সিলেট থেকে নিয়মিত ঢাকায় যাতায়াত করেন তারা হয়তো বাসের ভাড়া গুলো ঠিকঠাক জানেন। কিন্তু যারা অনিয়মিতভাবে বা অন্য জায়গা থেকে যাতায়াত করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এলাম এসি বাস এবং নন এসি বাসের ভাড়া।

নন এসি বাসের ভাড়া
আপনি যদি সিলেট থেকে ঢাকা তে যাত্রা করেন নন এসি বাসে তাহলে আপনি সাধারণত ভালোবাসার বীজ বলতে হানিফ এন্টারপ্রাইজ এবং এনা ট্রান্সপোর্ট লিঃ এই দুটি বাস সার্ভিস পাবেন। এই দুইটি বাসের ননএসি একটি টিকিটের মূল্য 470 টাকা।

এসি বাসের টিকিট মূল্য
আপনি যদি সিলেট থেকে ঢাকা তে যাত্রা করেন এসি বাসে তাহলে আপনি সাধারণত ভালো বাস বলতে হানিফ এন্টারপ্রাইজ এবং এনা ট্রান্সপোর্ট লিঃ এই দুটি বাস সার্ভিস পাবেন। এসি বাসে সিলেট থেকে ঢাকা যাতায়াতের জন্য এনা ট্রান্সপোর্ট লিঃ তাদের প্রতিটি এসি সিট এর জন্য 1200 টাকা দাম ধার্য করেছে।

সিলেট টু ঢাকা বাসের অনলাইন টিকেট

সিলেট জেলা থেকে ঢাকা জেলা তে যাওয়ার জন্য বাসের টিকিট অনলাইনে পাওয়া যায়। shohoz.com এ প্রবেশ করে শুধু মাত্র তিনটি ধাপ অতিক্রম করেই এই অনলাইন টিকিট কাটা যায়। আপনি এই অনলাইন টিকেট যদি না কাটতে পারেন তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করলেই সেই সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন। এছাড়াও আপনি আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে যোগাযোগ করতে পারেন অনলাইনে টিকিট কাটার জন্য।