বরাবরের মতো আজকে আমরা আলোচনা করব সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং টিকিট মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে। আপনারা যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন এবং সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন এর বিস্তারিত তথ্য জানেন না এবং জানার জন্য এদিকে ওদিকে খোঁজাখুঁজি করছেন তাদের আর খোঁজাখুঁজি করতে হবেনা। আপনারা আমাদের এই অনুচ্ছেদের মাধ্যমে সকল তথ্য জানতে পারবেন ।
আজকে আমরা আলোচনা করব সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের সকল সময়সূচী সম্পর্কে ।অর্থাৎ এই ট্রেনের সময়সূচী সম্পর্কে এ ছাড়াও এর সাথে আরও আলোচনা করব ট্রেনের ভাড়া এবং প্রত্যেকটি স্টেশনে থামার সময় সম্পর্কে। আপনারা যারা জানতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সম্পূর্ণ অনুচ্ছেদ মনোযোগ সহকারে পড়ুন।
সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
যারা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে নিয়মিত যাতায়াত করেন তারা অবশ্যই জানেন সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন খুলনা টু রাজশাহী এবং রাজশাহী টু খুলনা এর নিয়মিত চলাচল করে। অর্থাৎ এই রুটে চলাচলকারী এটি হলো একটি বিলাসবহুল এবং দ্রুতগামী ট্রেন। যে সকল যাত্রীগণের ট্রেনে যাতায়াত করেন তারা এ ট্রেনের সময়সূচি বিস্তারিত জানতে চান।
এই রুটে চলাচলকারী প্রত্যেকটি ট্রেনের মধ্যে সবথেকে ভালো মানের এবং যাত্রীদের পছন্দের ট্রেন হচ্ছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনে রয়েছে বিশেষ বিশেষ কিছু সুযোগ-সুবিধা যার কারণে সকলে তাদের এ যাত্রাকে উপভোগ করতে পারে এবং আনন্দের সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এখন আমরা আপনাদের ট্রেনের সময়সূচী গুলো সম্পর্কে জানাবো।
সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে খুলনা যাওয়ার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে 6:40 এ এবং ট্রেনটি তার গন্তব্যস্থলে পৌঁছায় 12:10 মিনিটে। ট্রেনটি সপ্তাহের ছয়দিন যাতায়াত করে।
সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে 4:10 এবং ট্রেনটি তার গন্তব্যস্থলে পৌঁছায় 10:10 মিনিটে।
সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে খুলনা থেকে রাজশাহী যাওয়ার পথে কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি দেয়া হয়। আমাদের অনুচ্ছেদের এই অংশে আমরা আপনাদের জানাব সেই স্টেশন এবং সময় গুলো সম্পর্কে। আপনারা যারা জানতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সম্পূর্ণ অনুচ্ছেদ মনোযোগ সহকারে পড়ুন।
নোয়াপাড়া 4:30, যশোর 6:12, মোবারকগঞ্জ 6:48, কোটচাঁদপুর 7:10, সাফদারপুর 7:20, সোনাহাট 7:35, চুয়াডাঙ্গা 7:50, আলমডাঙ্গা 8:15, পোড়াদহ 8:30, ভেড়ামারা-পাকশী 9:10, ঈশ্বরদী 9:20, আজিমনগর 9:30, আব্দুলপুর 9 টা 45।
সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী থেকে খুলনা যাওয়ার পথে কয়েকটি স্টেশনে যাত্রা বিরতি দেয়া হয়। আমাদের অনুচ্ছেদের এই অংশে আমরা জানাবো সেই স্টেশন গুলোর নাম এবং সময়সূচী সম্পর্কে।
আব্দুলপুর 7:20, আজিমনগর 7:30, ঈশ্বর্দি 7:45, পাকশী 8:06, ভেড়ামারা 8:19, পোড়াদহ 8:39, আলমডাঙ্গা 8:56, চুয়াডাঙ্গা দর্শনা হাট 9:38, সাবদারপুর 9:57, মোবারকগঞ্জ 2048, নোয়াপাড়া 11:26।
সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি তে আপনি চাইলে খুব কম খরচে অথবা বিলাস বহুল যাত্রা উপভোগ করতে পারবেন। কারণেই ট্রেনটিতে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি ও এসি বার্থ আসন ব্যবস্থা রয়েছে। আমাদের অনুচ্ছেদের এই অংশে আমরা এখন আলোচনা করব সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা গুলো সম্পর্কে।
শোভন চেয়ার আসনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে 505 টাকা। স্নিকধা আসনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে 966 টাকা। এসি সিট এর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে 1156 টাকা। এসি বার্থ এর ভাড়া নির্ধারণ করা হয়েছে 1781 টাকা।
আশা করি আপনারা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন সম্পর্কে সকল তথ্য গুলো আমাদের অনুচ্ছেদ থেকে পেয়ে যাবেন। এখন খুব সহজেই স্টেশন অথবা অনলাইনে টিকিট ক্রয় করে ভ্রমণ করতে পারবেন। ট্রেন সম্পর্কিত সকল তথ্য জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।