পিরোজপুর টু ঢাকা বাসের সময়সূচী, ভাড়া, অনলাইন টিকিট 2023

আপনারা যারা বাসে যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এলাম পিরোজপুর টু ঢাকা বাসের সময়সূচী ধারা অনলাইন টিকিট 2023 সবার প্রথম আপনার মনে এই প্রশ্নটিই জাগতে পারে যে, আপনি আমাদের এই পোস্ট থেকে কি সম্পর্কে জানতে পারবেন বা কি তথ্য পাবেন? আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের পিরোজপুর টু ঢাকা বাসের সকল সার্ভিসগুলোর কথা বলব।

বাস গুলোর সময়সূচী অর্থাৎ বাসগুলো কখন পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকা তে পৌঁছায় সে সম্পর্কে আলোচনা করব। আমরা আপনাদের এসি এবং ননএসি বাসের ভাড়া সম্পর্কে একটি ধারণা দেব এবং আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে বাসের টিকিট গুলো সংগ্রহ করতে পারবেন সেগুলো আপনাদের জানাবো।

পিরোজপুর টু ঢাকা কিছু তথ্য

আমরা পিরোজপুর টু ঢাকা জেলার দূরত্ব জানার জন্য গুগল ম্যাপে প্রবেশ করলাম। এখান থেকে আমরা জানতে পারলাম যে পিরোজপুর টু ঢাকার দূরত্ব প্রায় 267 কিলোমিটার। ঢাকা থেকে গোপালগঞ্জ টুংগীপাড়া হয়ে আপনাকে নাজিরপুর দিয়ে পিরোজপুরে প্রবেশ করতে হবে। যারা এত লম্বা পথ বাসে যাতায়াত করেন তাদের জন্য আজকে নিয়ে এলাম বাসের সময়সূচী। আপনারা আমাদের এই সময়সূচী ফলো করলে আপনাদের সুবিধা মত বাসটি নির্বাচন করতে পারেন এবং আগে থেকেই জানতে পারেন কোন বাস কখন ছাড়বে। পিরোজপুর টু ঢাকা এবং ঢাকা টু পিরোজপুর এই দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো।

পিরোজপুর উপজেলা বরিশাল বিভাগের একটি জেলা। দেশের দক্ষিণাঞ্চলে এই জেলার অবস্থান। এই জেলার উত্তরে রয়েছে বরিশাল জেলা এবং গোপালগঞ্জ জেলা। দক্ষিনে বরগুনা জেলায় পড়ে এবং পূর্বে ঝালকাঠি ও বরগুনা জেলা।পশ্চিমে বাগেরহাট জেলায় সুন্দরবন অবস্থিত। পশ্চিমে বালেশ্বরের নদী পিরোজপুর বাগেরহাট থেকে আলাদা করেছে।

পিরোজপুর জেলা তে রয়েছে সাতটি উপজেলা, সাতটি থানা, চারটি পৌরসভা এবং 54 টি ইউনিয়ন ও তিনটি সংসদীয় আসন। এই জেলাতে রয়েছে বহু দর্শনীয় স্থান এবং শিক্ষা প্রতিষ্ঠান। পিরোজপুর থেকে ঢাকাতে বহু মানুষ জীবিকার তাগিদে প্রতিদিন যাতায়াত করে। এছাড়াও শিক্ষার্থীরা চাকরির খোঁজে ঢাকাতে আসে এবং বিভিন্ন পর্যটক পিরোজপুরে গেলে সেখান থেকে ঢাকাতে যাতায়াত করে।

পিরোজপুর টু ঢাকা বাসের সময়সূচী

এখন আমরা আমাদের লেখার মূল অংশে চলে এসেছি। এই অংশে আমরা আপনাদের জানাব পিরোজপুর টু ঢাকা যেসকল বাসের সার্ভিস চালু রয়েছে সেই সকল বাসের সময়সূচী। বাস গুলো কখন পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছে এবং কখন তারা ঢাকাতে পৌঁছাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব।

সকালের বাসের কিছু সময় সূচি

  • খুব সকালবেলায় দোলা পরিবহন লিমিটেড পিরোজপুর টু ঢাকা একটি নন এসি বাস চালু রেখেছে। বাসটি সকাল 4 টা 15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে পিরোজপুর থেকে ছেড়ে যাবে এবং সকাল 10 টা 10 মিনিটে ঢাকাতে এসে পৌছবে।
  • ইমাদ পরিবহন লিঃ এর একটি নন এসি বাস রয়েছে যা পিরোজপুর টু ঢাকা রুটে চলাচল করে। এই বাসটি ও ভোর 4 টা 45 মিনিটে পিরোজপুর থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকাতে এসে পৌছবে সকাল 10:30 মিনিটে।
  • সকালে যাতায়াতে আগ্রহী যাত্রীদের জন্য ইমাদ পরিবহন লিমিটেড রেখেছে 5:15 পিরোজপুর টু ঢাকা নন এসি বাস সার্ভিস। বাসটি ঢাকাতে এসে পৌছবে সকাল 11:30 মিনিটে।
  • দোলা পরিবহন লিমিটেডের একটি বাস পিরোজপুর টু ঢাকা যাতায়াত করে। এই বাসটি পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে সকাল 6 টা তে। বাসটি ঢাকাতে এসে পৌঁছবে সকাল 11 টা 45 মিনিটে।
  • দোলা পরিবহন পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি নন এসি বাস চালু রেখেছে যে বাসটি সকাল 6:50 মিনিটে যাত্রা শুরু করবে পিরোজপুর থেকে এবং ঢাকাতে এসে পৌঁছবে দুপুর 12 টা 45 মিনিটে।
  • কমফোর্ট লাইন প্রাইভেট লিমিটেড বাস সার্ভিস চালু রেখেছে বৃহস্পতিবার নন এসি বাস সার্ভিস। তারা খুব সকালে 7:30 মিনিটে পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বাস ছাড়ে। বাসটি ঢাকাতে এসে পৌঁছায় দুপুর 2 টা 15 মিনিটে।
  • কমফোর্ট লাইন প্রাইভেট লিমিটেড বাস কম্পানি পিরোজপুর টু ঢাকা এসি বাস চালু রেখেছে সকাল 9 টা 15 মিনিটে। এটি একটি নন এসি বাস এবং এই বাসটি পিরোজপুর থেকে ঢাকাতে এসে পৌঁছাবে বিকেল 4 টা 10 মিনিটে।

দুপুরের বাসের সময়সূচী

  • পিরোজপুর টু ঢাকা এই রুটে দুপুর বেলাতে দোলা পরিবহন লিমিটেডের একটি নন এসি বাস চালু রেখেছে। এই বাসটি পিরোজপুর থেকে যাত্রা শুরু করবে দুপুর একটাতে 1:00 টা তে এবং যাত্রা শেষ করবেন ঢাকাতে এসে সন্ধ্যে 6:45 মিনিটে।
  • সব পরিবহন এর পাশাপাশি ইমাদ পরিবহন রেখেছে পিরোজপুর টু ঢাকা বাস সার্ভিস দুপুর থেকে। দুপুরে 1:30 মিনিটে পিরোজপুর থেকে এবার ছেড়ে আসে এবং রাত 8 টা 45 মিনিটে ঢাকাতে এসে এই বাসটি তার যাত্রা শেষ করে।
  • ইমাদ পরিবহন লিমিটেড পিরোজপুর টু ঢাকা রুটে দুপুর বেলাতে আরো একটি নন এসি বাস চালু রেখেছে। এই বাসটি দুপুর 2:00 টা তে যাত্রা শুরু করবে ঢাকার উদ্দেশ্যে এবং রাত 9:10 এ এসে ঢাকাতে পৌঁছাবে।
  • দোলা পরিবহন পিরোজপুর থেকে ঢাকা জেলা তে যাওয়ার জন্য দুপুর বেলাতে আরো একটি নন এসি বাস চালু রেখেছে। বাসটি দুপুর 2:30 মিনিটে পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এবং ঢাকাতে এসে পৌছবে রাত 8:15 মিনিটে।
  • কম্ফর্টলাইন প্রাইভেট লিমিটেড অন্যান্য কোম্পানির মতন দুপুরে বাস চালু রেখেছে। তাদের এই ননএসি বাসটি দুপুর 2:30 মিনিটে পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং বাসটি ঢাকাতে এসে পৌছবে রাত 9 টা 45 মিনিটে।

রাতের বাসের সময়সূচী

  • আপনারা যারা রাতে আরামদায়ক যাত্রা পছন্দ করেন তাদের জন্য দোলা পরিবহন নিয়ে এলো রাত্রিকালীন পিরোজপুর টু ঢাকা বাস সার্ভিস। বাসটি সন্ধ্যা 7 টা 30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে পিরোজপুর থেকে ছেড়ে আসবে এবং ঢাকাতে এসে পৌছবে রাত 1 টা 15 মিনিটে।
  • পিরোজপুর টু ঢাকা এর  বাস চলাচলের জন্য টুংগীপাড়া এক্সপ্রেস তাদের রাত্রিকালীন একটি নন এসি বাস চালু রেখেছে। বাসটি রাত আটটা তে যাত্রা শুরু করবে পিরোজপুর থেকে এবং ভোর 3:10 এসে ঢাকাতে তার যাত্রা শেষ করবে।
  • দোলা পরিবহন চালু রেখেছে পিরোজপুর টু ঢাকা রাত 7 টা 45 মিনিট থেকে রাত 1 টা 15 মিনিট বাস সার্ভিস। এটি একটি নন এসি বাসটি ছেড়ে আসবে পিরোজপুর থেকে এবং পৌঁছাবে ঢাকাতে।
  • আপনারা যারা রাতে যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য ইমাদ পরিবহন লিঃ নিয়ে এলো রাত 8:00 টা তে একটি নন এসি বাস। বাসটি পিরোজপুর থেকে যাত্রা শুরু করবে এবং ভোর 3 টা 30 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করবে।

পিরোজপুর টু ঢাকা বাসের ভাড়া

  • আমরা ওপরে পিরোজপুর টু ঢাকা বাসের সময়সূচী গুলি আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা আলোচনা করব কোন বাসের কত টাকা ভাড়া ধার্য করা হয়েছে। বিভিন্ন বাস কোম্পানির ভাড়ার মধ্যে কিছুটা মিল থাকে সবসময় খুব বেশি অমিল থাকেনা।
  • আপনারা যারা পিরোজপুর থেকে ঢাকা থেকে বাসে যাতায়াত করতে চাচ্ছেন তাদের জন্য দোলা পরিবহন লিঃ কম্ফর্টলাইন প্রাইভেট লিমিটেড ইমাদ পরিবহন লিঃ টঙ্গী পাড়া এক্সপ্রেস এই চারটি বাস খুবই ভালো মানের। সব বাসের টিকিট মূল্য দিনের বেলায় 500 টাকা এবং রাতের বেলায় যে বাস গুলো রয়েছে সেগুলোতে 550 টাকা নির্ধারণ করা হয়েছে।

অনলাইনে পিরোজপুর টু ঢাকা বাসের টিকেট 2023

এই প্রসঙ্গে আমি বলব আপনারা যারা অনলাইন থেকে বাসের টিকিট কাটার প্রক্রিয়া এখনো জানেন না তারা ঝটপট আমাদের ওয়েবসাইটটি খুব ভালোভাবে ভিজিট করুন। আমরা বাসের অনলাইন টিকিট কাটার প্রক্রিয়া আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। আমাদের ওয়েবসাইট থেকে পড়ে নিন বাসের টিকিট কাটার নিয়ম আর নিজে থেকেই অনলাইনে বাসের টিকিট কাটুন।