আপনি কি পার্বতীপুর থেকে নাটোর যাওয়ার জন্য ট্রেনের বিভিন্ন তথ্যের খোঁজাখুঁজি করছেন? আমরা বলছি আপনাদের আর খোঁজাখুঁজি করতে হবে না আপনারা চাইলে আমাদের এই আর্টিকেল থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারবেন। আমরা চেষ্টা করব একটিমাত্র আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সামনে পার্বতীপুর থেকে নাটোর যাওয়ার জন্য বিভিন্ন ট্রেনের সময়সূচী উপস্থাপন করতে যাতে করে আপনারা এই সময়সূচী গুলো ভালোভাবে জানতে পারেন।
এর মধ্যে যারা আমাদের ওয়েবসাইট ভালোভাবে ভিজিট করেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন আমরা কেমন ভাবে আমাদের তথ্য গুলো সাজিয়ে থাকি এবং উপস্থাপন করে থাকি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো পার্বতীপুর হতে নাটোর ট্রেনের সিডিউল এবং টিকিট মূল্য তালিকা।
পার্বতীপুর টু নাটোর ট্রেনের সময়সূচী আন্তঃনগর
নিয়মিত পার্বতীপুর থেকে নাটোর পর্যন্ত আপনি যদি ট্রেনে যাত্রা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেনের সময়সূচী জানতে হবে। পার্বতীপুর থেকে নাটোর পর্যন্ত চলাচল করে আটটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এই 8 টা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে আপনি যাত্রা করতে পারবেন আপনার সময় সুবিধামতো। এই সুবিধা অনুযায়ী আপনারা খুব সহজেই যাত্রা করতে পারবেন। যদি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী আপনাদের জানা থাকে তাহলে আপনি কোন ট্রেনে যাত্রা করবে সেটা পূর্ব থেকে নির্ধারণ করে রাখতে পারেন।
একতা এক্সপ্রেস (706)
নামক আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করে পার্বতীপুর থেকে নাটোর পর্যন্ত। এই ট্রেনের গন্তব্য স্থল অন্য হলেও এই ট্রেন পার্বতীপুর থেকে যাত্রী তুলে এবং নাটোর স্টেশন পর্যন্ত যাত্রী নিয়ে আসে। ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নেই। একতা এক্সপ্রেস ট্রেনের পার্বতীপুর স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় হল 23:50 এবং নাটোর স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হল 3:12।
বরেন্দ্র এক্সপ্রেস (732)
নামক আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে। যদিও এই ট্রেন চিলাহাটি থেকে ছেড়ে আসে রাজশাহীর উদ্দেশ্যে তার পরেও এই ট্রেন পার্বতীপুর থেকে যাত্রী তুলে নাটোর পর্যন্ত সেবা প্রদান করে। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পার্বতীপুর স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় হল 7:25 এবং নাটক স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হল 10:32।
রুপসা এক্সপ্রেস (728)
একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। রুপসা এক্সপ্রেস নামক এই আন্তঃনগর ট্রেনটির নিয়মিত পার্বতীপুর থেকে নাটোর এই রুটে চলাচল করছে। রুপসা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন হল বৃহস্পতিবার। এই ট্রেনের পার্বতীপুর স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় হল 10:00 এবং নাটোর স্টেশনে পৌঁছানোর সময় হল 13:19।
তিতুমীর এক্সপ্রেস (734)
নামক আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করছে এই রুটে। তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন হলো বুধবার। তিতুমীর এক্সপ্রেস ট্রেনের পার্বতীপুর স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ে 15:55 এবং নাটোর স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় 19 টা 6 মিনিটে।
সীমান্ত এক্সপ্রেস (748)
আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করছে এই রুটে। সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হল সোমবার। সীমান্ত এক্সপ্রেস ট্রেনের পার্বতীপুর স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ে 20:10 মিনিট এবং নাটোর স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময়ে 23:00 মিনিট।
দ্রুতযান এক্সপ্রেস (758)
নামক আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন নেই। এই রুটে চলাচল কারি নিয়মিত এই ট্রেনের পার্বতীপুর স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ে 11:00 মিনিট এবং নাটোর স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হচ্ছে 14:04।
নীলসাগর এক্সপ্রেস (766)
নামক আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করছে এই রুটে। প্রতি রবিবারে ট্রেন বন্ধ থাকবে। এই ট্রেনের পার্বতীপুর স্টেশন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট সময় হল 21:00 মিনিট এবং নাটোর স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় হল 0:16।
বাংলাবান্ধা এক্সপ্রেস (803)
আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করছে এই রুটে। বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন শুক্রবার বন্ধ থাকে। বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের পার্বতীপুর স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ে 11:38 এবং নাটোর স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময়ে 15:33।
পার্বতীপুর টু নাটোর ট্রেনের ভাড়ার তালিকা
শোভন 135 টাকা, শোভন চেয়ার 160 টাকা, প্রথম আসন 210 টাকা, প্রথম বার্থ 315 টাকা, স্নিগ্ধা 265 টাকা, এসি আসন 315 টাকা, এসি বার্থ 470 টাকা।