আপনারা যারা নরসিংদী টু ঢাকা এই রুটে নিয়মিত বাসে চলা–চলের জন্য এই রুটের বাসের সকল তথ্য জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের আমাদের এই অনুচ্ছেদ। আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন নরসিংদী টু ঢাকা এই রুটে কয়টি কোম্পানির বাস চলাচল করে। এই বাসগুলো কখন চলাচল করে সেই সম্পর্কে আপনারা একটি ধারণা পাবেন।
এছাড়াও এই রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের ভাড়া কত করে নির্ধারণ করা হয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন। আপনারা জানতে পারবেন এই বাসগুলোর অনলাইন টিকেট কিভাবে সংগ্রহ করতে হয় তার সম্পর্কেও। তাই যারা এই সকল বিষয় জানতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদের সম্পুর্ন পোস্ট খুব ভালোভাবে পড়ে নিন এবং আপনাদের কাংখিত তথ্য এখান হতে সংগ্রহ করুন।
নরসিংদী টু ঢাকা বাস
বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত নরসিংদী জেলা ঢাকা বিভাগের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলার সারাদেশ ব্যাপী বিশেষ পরিচিত রয়েছে। প্রত্যেকটি জেলাতেই প্রায়ই এই জেলার নাম রয়েছে। নরসিংদী জেলার উত্তরে রয়েছে কিশোরগঞ্জ জেলা এবং পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা। এছাড়াও এর দক্ষিণে রয়েছে নারায়ণগঞ্জ জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা। পশ্চিমে রয়েছে গাজীপুর জেলা। নরসিংদীর উপজেলার সংখ্যা মোট 6 টি।
বহু উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এই নরসিংদীতে। আমরা এখন এদের মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করছি। দারুল উলুম দত্ত পাড়া মাদ্রাসা নরসিংদী, হাসনাবাদ উচ্চ বিদ্যালয় নরসিংদী, রায়পুরা মডেল কলেজ নরসিংদী, মডেল ক্যাডেট কেয়ার স্কুল নরসিংদী, শাহীন ক্যাডেট স্কুল নরসিংদী শিক্ষা প্রতিষ্ঠান। নরসিংদীর চিকিৎসা ব্যবস্থা বেশ ভাল। এখানে রয়েছে নরসিংদী সদর হাসপাতাল, নরসিংদী জেলা হাসপাতাল, লায়ন্স চক্ষু হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল, কলেজ হোমিও হল নরসিংদী ইত্যাদি চিকিৎসা প্রতিষ্ঠান।
নরসিংদী সঙ্গে সারা দেশ হতে সড়ক ও নৌপথে যোগাযোগ করা যাবে। সড়ক পথের মধ্যে রেলপথ যোগাযোগ করা সম্ভব। প্রাচীনকাল থেকেই নরসিংদী জেলার অর্থনীতি সমৃদ্ধশালী ছিল। এ জেলার প্রধান হাতিয়ার ছিল তাত শিল্প। বর্তমানেও কাপড় উৎপাদন করার মূল কেন্দ্রবিন্দু হল এই নরসিংদী। এই এলাকার মানুষের প্রথম অর্থনীতি প্রথম জীবিকা হল কাপড় উৎপাদন করা।
এলাকাতে প্রচুর পরিমাণে টেক্সটাইল মিল রয়েছে। নরসিংদীর বাবুরহাট হলো বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার। নরসিংদী কৃষি ব্যবস্থাও বেস উন্নত। এই এলাকার উৎপাদিত কৃষিপণ্য নিজের এলাকার চাহিদা মিটিয়েও সারাদেশে সরবরাহ করা হয়। উয়ারী বটেশ্বর এই জেলার অন্যতম চিত্তাকর্ষক স্থান সমূহের মধ্যে একটি।
নরসিংদী টু ঢাকা বাসের সময়সূচী
এখন আমরা নরসিংদী থেকে ঢাকা রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের সময়সূচি নিয়ে আলোচনা করব। এই রুটে কোন কোম্পানির বাস চলাচল করে এবং বাসগুলো কখন চলাচল করে তা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে তথ্যগুলো বিস্তারিত ভাবে জেনে নিই।
- প্রথমত নরসিংদী টু ঢাকা এই রুটে সব থেকে পরিচিত এবং বহুল ব্যবহৃত বাস কোম্পানি হলও বিআরটিসি। বিআরটিসি সুনাম অর্জন করার পেছনে রয়েছে বিআরটিসি‘র বেশ কয়েকটি এসি বাস। বিআরটিসি শুধুমাত্র এই রুটে এসি বাস চালু রেখেছে। অন্য কম্পানি এই রুটে এসি বাস চালু রাখতে পারেনি। বিআরটিসি এসি বাস সকাল 6 টা 30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সকাল 8 টা 10 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায়।
- বিআরটিসি বাস কোম্পানি এসি সার্ভিসের মাধ্যমে এই এলাকার মানুষের মন জয় করেছে। তাদের একটি এসি বাস নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সকাল 8:15 মিনিটে এবং এই বাসটি ঢাকাতে এসে পৌঁছায় সকাল 9 টা 45 মিনিটে।
- বিআরটিসি বাস কম্পানি আরো একটি বাস রয়েছে যে বাসটি সকাল 10:30 এ নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সকাল 12 টা 10 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
- নরসিংদী মেঘালয় লাগজারি এই বাস কম্পানি নন এসি বাস সার্ভিস এর মধ্যে সবথেকে ভালো। যে কয়েকটি নন এসি বাস সার্ভিস রয়েছে নরসিংদী টু ঢাকা এই রুটে তাদের মধ্যে অন্যতম হলো নরসিংদী মেঘালয় লাকজারী বাস কম্পানি। তারা তাদের একটি বাস সকাল 8:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে নরসিংদী থেকে ছেড়ে দেয় এবং এই বাসটি সকাল 10:30 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায়।
- নরসিংদী মেঘালয় লাকজারী বাস কোম্পানির আরো একটি বাস সকাল 11:30 মিনিটে নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। নরসিংদী থেকে ছেড়ে আসা এই বাসটি ঢাকাতে এসে পৌঁছায় দুপুর 1:30 মিনিটে।
- নরসিংদী টু ঢাকা এই রুটে সবথেকে পুরাতন যে বাস কোম্পানিটি রয়েছে তার নাম হলো মনোহরদী পরিবহন। মনোহরদী পরিবহন এর বহু বাস এই রুটে তাদের সেবা প্রদান করে আসছে। মনোহরদী পরিবহনের একটি বাস সকাল 7:30 মিনিটে নরসিংদী থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে এবং এই বাসটি সকাল 9:30 এ ঢাকাতে এসে পৌঁছায়।
- মনোহরদী পরিবহন এর আরো একটি বাস রয়েছে যে বাসটি সকাল 10:45 এ ঢাকার উদ্দেশ্যে নরসিংদী থেকে যাত্রা শুরু করে এবং দুপুর 12 টা 45 মিনিটে ঢাকাতে এসে যাত্রা শেষ করে।
- মনোহরদি রয়েল বাস কোম্পানি তাদের নন এসি বাস সার্ভিসের মাধ্যমে নরসিংদী জেলার মানুষের সেবা প্রদান করে আসছে। তাদের বেশ কয়েকটি বাস রয়েছে এই রুটে। তাদের একটি বাস দুপুর 2:30 মিনিটে নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং বিকেল 4 টা 30 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
- মনোহরদি রহেল পরিবহনের আরো একটি বাস রয়েছে যে বাসটি বিকেল 3:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে নরসিংদী থেকে এবং বিকেল 5 টা 30 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
- বিআরটিসি পরিবহনের একটি বাস দুপুর 1:30 মিনিটে নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং দুপুর 3:10 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
- বিআরটিসি পরিবহন এর আরো একটি বাস রয়েছে যে বাসটি বিকেল 3:30 মিনিটে নরসিংদী থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। নরসিংদী থেকে ছেড়ে আসা এই বাসটি ঢাকাতে এসে পৌঁছায় বিকেল 5 টা 10 মিনিটে।
নরসিংদী টু ঢাকা বাসের ভাড়া
এতক্ষণ আপনারা নরসিংদী টু ঢাকা এই রুটে চলাচলকারী প্রত্যেকটি বাস কোম্পানির নাম এবং সময়সূচী সম্পর্কে যানলেন। এখন আপনারা জানবেন এই বাসগুলোর ভাড়া সম্পর্কে।
- বিআরটিসি নরসিংদী টু ঢাকা রুটে তাদের বেশ কয়েকটি এসি বাস চালু রেখেছে। তারাই একমাত্র এই রুটে এসি বাস চালু রেখেছে এবং তারা তাদের বাস এর এসি টিকিট মূল্য নির্ধারণ করেছে 130 টাকা।
- নরসিংদী মেঘালয় লাকজারী বাস কম্পানি নন এসি বাস সার্ভিস প্রদান করে। তারপরে ও নন এসি বাস সার্ভিস এর দ্বারা তারা বেশ জনপ্রিয় হয়ে গেছে এবং তারা তাদের বাসের নন এসি টিকিট মূল্য 100 টাকা নির্ধারণ করেছে।
- মনোহরদী পরিবহন পুরাতন নাম এই রুটে। তারাও তাদের অনেক কয়েকটি বাস এর মাধ্যমে এই রুটে নন এসি সার্ভিস প্রদান করছে এবং তাদের নন এসি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 100 টাকা।
- মনোহরদী রয়েল বাস কম্পানি সবথেকে কনিষ্ঠতম বাস কম্পানি এই রুটে। তার পরেও তারা তাদের বেশ কয়েকটি বাস রেখেছে যার মাধ্যমে নন এসি সার্ভিস প্রদান করছে নরসিংদী টু ঢাকা এই রুটে। তারা তাদের বাসের নন এসি টিকিট মূল্য নির্ধারণ করেছে 100 টাকা।
অনলাইনে বাসের টিকিট
দিন যত যাচ্ছে তত অনলাইন ভিত্তিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রতিনিয়ত এ অনলাইনে সঙ্গে জড়িত হয়ে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশে অনলাইনের মাধ্যমে বাসের টিকিট কাটা সম্ভব। এটি হয়তো অনেক মানুষই জানেন না। যারা জানেন না তারা জেনে নিন এবং যারা জেনেও টিকিট কাটার পদ্ধতি সম্পর্কে কোন ধারণা রাখে না তাদের জন্য এই অংশটুকু।
আপনারা জানতে চাচ্ছেন কিভাবে বাসের টিকিট অনলাইনের মাধ্যমে কাটা যায় সেই সম্পর্কে? আমরা আমাদের ওয়েবসাইটে বেশ কয়েকটি পোস্ট এর মাধ্যমে জানিয়ে দিয়েছি কিভাবে বাসের টিকিট অনলাইনে কাটার যায় তাই এই পোস্টে আর আমরা বিস্তারিত ভাবে জানাতে চাচ্ছি না। আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভালোভাবে ভিজিট করুন এবং আপনাদের এ তথ্যগুলো সংগ্রহ করে তার ব্যবহার করুন।