মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট ও ভাড়ার তালিকা

আপনারা যারা চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে চট্টগ্রাম রুটে যাতায়াত করতে চাচ্ছেন তাদের জন্য পছন্দের ট্রেন হল মেঘনা এক্সপ্রেস ট্রেন। আপনারা যারা নিয়মিত এই ট্রেনে যাতায়াত করেছেন তারা অবশ্যই জানেন কেন আমি এই ট্রেনকে সবথেকে ভালো বলেছি। এ ট্রেনের সার্ভিসগুলো অত্যন্ত ভালো মানের হয়েছে বলে চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে চট্টগ্রাম এই রুটে যাতায়াতকারী প্রত্যেকটি যাত্রী চেষ্টা করে এই ট্রেনে যাতায়াত করতে।

প্রতিবারের মতো আজকেও আমরা একটি ট্রেনের বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার ধারাবাহিকতায় মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট মূল্য এবং অন্যান্য বিস্তারিত তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। আশা করব আপনাদের এই তথ্যগুলো কাজে আসবে।

মেঘনা এক্সপ্রেস ট্রেনের সেবা

আপনারা যারা এটা নিয়ে নিয়মিত যাতায়াত করেন তারা আমার সাথে একমত হবেন যে মেঘনা এক্সপ্রেস ট্রেনে বিশেষ বিশেষ কিছু সুযোগ-সুবিধা রয়েছে যার মাধ্যমে সকলেই ট্রেনে যাতায়াত করতে পছন্দ করে। মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে চাঁদপুর একটি আন্তঃনগর ট্রেন। এটি বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত। এই ট্রেনটি দক্ষিণ থেকে পশ্চিমবাংলা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত যায়। আমরা আমাদের অনুচ্ছেদের মেঘনা এক্সপ্রেস সম্পর্কে বিস্তারিত সব তথ্য গুলো আলোচনা করব আপনারা যারা জানতে আগ্রহী রয়েছেন তারা আমাদের সাথে থাকুন।

মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

মেঘনা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে চলাচল করে এবং চাঁদপুর থেকে চট্টগ্রাম রুটে চলাচল করে। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ট্রেনটিতে চট্টগ্রাম থেকে চাঁদপুর এ রুটে সাপ্তাহিক কোনো ছুটি নেই। এই ট্রেনটিতে আপনারা চাইলে সপ্তাহের সাত দিনের মধ্যে যেকোনো দিন আপনার যাত্রা সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ সপ্তাহের 7 দিন এই ট্রেন চলাচল করে। অপরদিকে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী যে ট্রেনটি চলাচল করে মেঘনা এক্সপ্রেস সেই ট্রেনটির সাপ্তাহিক কোনো ছুটি নেই। সাপ্তাহিক কোন ছুটি না থাকার কারণে এই ট্রেনটি ও সপ্তাহের 7 দিন চলাচল করে আপনারা চাইলে যেকোনো দিন এই ট্রেনটিতে আপনার যাত্রা সম্পূর্ণ করতে পারবেন।

চট্টগ্রাম টু চাঁদপুর গামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে 5:15 এবং এই ট্রেনটি চাঁদপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 9:25 মিনিটে। অপরদিকে চাঁদপুর টু চট্টগ্রাম গামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে 5:10 এ এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এসে পৌঁছায় 9:10 এ মিনিটে।

মেঘনা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী

আমাদের অনুচ্ছেদের এই অংশে আমরা আলোচনা করব মেঘনা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী গুলো সম্পর্কে। যারা জানতে আগ্রহী রয়েছেন তারা আমাদের অনুচ্ছেদ শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন।

মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে চাঁদপুর যাতায়াত করার সময় অনেক স্টেশনে বিরতি দেয় সেগুলো হলো: ফেনী 6:40, নাঙ্গলকোট 7:17, লাকসাম 7:40, চিতোষী রোড 8:12, মেহের 8:25, হাজিগঞ্জ 8:20, মধুরোড 8:56, চাঁদপুর 9:12।

মেঘনা এক্সপ্রেস চাঁদপুর থেকে চট্টগ্রাম যাতায়াত করার সময় যেসব স্টেশনগুলোতে যাত্রাবিরতি দেয় সেগুলো হলো: চাঁদপুর 5:05, মধুরোড 5:22, হাজিগঞ্জ 5:36, মেহের 5:51, চিতোষী রোড 6:04, লাকসাম 6:20, নাঙ্গলকোট 6:54, ফেনী 7:23।

মেঘনা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

এখানে আমরা মেঘনা এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য সরবরাহ করেছি। এটা খুব ব্যয়বহুল নয়। আপনি ট্রেনের টিকিট খুব সহজেই কিনতে পারেন। এই ট্রেনে বিভিন্ন মূল্যে টিকিট রয়েছে। টিকিটের দাম এর মানের উপর ভিত্তি করে হয়ে থাকে। আপনি যদি ভাল মানের আসন চান তবে আপনাকে মূল্য বেশি দিতে হবে। বাংলাদেশের অফিশিয়াল রেলওয় সাইট থেকে সংগৃহীত ভাড়ার তালিকা প্রদান করা হয়েছে। আপনি টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতে পারেন বা ইন্টারনেটে কিনতে পারেন।

শোভন 150 টাকা। শোভন চেয়ার 180 টাকা। প্রথম শিট 240 টাকা। এসি সিট 414 টাকা।