কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ টিকেট ও ভাড়ার তালিকা

আপনারা যারা ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা রুটে যাতায়াত করতে চাচ্ছেন তাদের জন্য পছন্দের ট্রেন হল কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। আপনারা যারা নিয়মিত এই ট্রেনে যাতায়াত করেছেন তারা অবশ্যই জানেন এই ট্রেন অন্যান্য ট্রেনের থেকে অনেক ভালো। এই ট্রেনে সার্ভিসগুলো অত্যন্ত ভালো মানের হয়েছে বলে ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা রুটে যাতায়াতকারী প্রত্যেকটি যাত্রী চেষ্টা করে এই ট্রেনে যাতায়াত করতে।

প্রতিবারের মতো আজকেও আমরা একটি ট্রেনের বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার ধারাবাহিকতায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট মূল্য এবং অন্যান্য বিস্তারিত তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। আশা করব আপনাদের এই তথ্যগুলো কাজে আসবে।

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সেবা

আপনারা যারা এই ট্রেনে নিয়মিত যাতায়াত করেন তারা আমার সাথে একমত হবেন যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে বিশেষ বিশেষ কিছু সুযোগ-সুবিধা রয়েছে যার মাধ্যমে সকলেরই ট্রেনে যাতায়াত করতে পছন্দ করে। একবার যাত্রা শেষ হওয়ার পরে পুরো ট্রেনটি পরিষ্কার করা হয় যার কারণে এই ট্রেনে যাত্রা করে আপনি অত্যন্ত ভালোভাবে যাত্রা করতে পারবেন।

এই ট্রেন 1 ডিসেম্বর 2013 সালে প্রথম চালু হয় আমাদের সেবা দেয়ার জন্য।এছাড়াও এতে রয়েছে আসনবিন্যাস খাদ্য সেবা ঘুমানোর ব্যবস্থা নামাজ ব্যবস্থা ও বিনোদনের সুবিধা সহ আরো অনেক কিছু। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তাদের যাত্রাকালীন সময় মোট 11 টি স্টেশনে বিরতি দিয়ে থাকে।

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

আপনারা যারা ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা এর উঠে চলাচল করেন তারা অবশ্যই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন সম্পর্কে জানেন। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ রেলওয়েল অধীনে ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি সপ্তাহের ছয়দিন চলাচল করে। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন শুধু শুক্রবারে বন্ধ থাকে। অর্থাৎ সপ্তাহের সাত দিনের মধ্যে শুক্রবারে এই ট্রেনটি সাপ্তাহিক ছুটি থাকে।

ঢাকা টু কিশোরগঞ্জ এই ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জ এর উদ্দেশ্যে ছেড়ে আসে 10:45 এ এবং কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 3:10 মিনিটে। অপরদিকে কিশোরগঞ্জ টু ঢাকা এই ট্রেনটি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে 7:10 এ এবং ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 8 টা 10 মিনিটে ।

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী

আমাদের অনুচ্ছেদের এই অংশে আমরা আলোচনা করব কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রা সময় যেসব স্টেশনে বিরতি দেয় সেই স্টেশন গুলোর নাম এবং সময়সূচী গুলো সম্পর্কে

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে যেসব স্টেশনে বিরতি দেয় সেগুলো হলো: বিমানবন্দর 11:12, নর্সিংদি 12:10, মেথিকান্দা 12:30, ভৈরব বাজার 12:50, কুলিয়ারচর 1:30, বাজিতপুর 1:40, মানিকখালী 2:13, সরারচর 1:45 ,গচিহাটা 2:25।

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে যেসব স্টেশনে যাত্রাবিরতি দেয় সেগুলো হলো: গচিহাটা 4:18, মানিকখালী 4:35, সরারচর 4:54, বাজিতপুর 5:04, কুলিয়ার্চার 5:14, ভৈরব বাজার 5:45, মেথিকান্দা 6:22, নর্সিংদি ছয়টা 30 মিনিট, বিমানবন্দর 7:32।

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

আপনারা যারা ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে চান তাদের অবশ্যই জানা দরকার কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা গুলো সম্পর্কে। আমাদের অনুচ্ছেদের এই অংশে আমরা আপনাদের সাথে আলোচনা করব কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভাড়া সম্পর্কে। আপনারা যারা জানতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদের সাথেই থাকুন।

শোভন চেয়ারের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 120 টাকা। শোভন এর টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 140 টাকা। প্রথম শিট এর টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 185 টাকা। স্নিগ্ধা আসনের জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 240 টাকা। এসি সিট এর জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 400 টাকা। এসি বার্থ এর জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 700 টাকা।