জয়দেবপুর টু সান্তাহার ট্রেনের সময়সূচী ২০২৩ টিকেট ও ভাড়ার তালিকা

যেসকল যাত্রীগণ জয়দেবপুর থেকে সান্তাহার যাওয়ার জন্য ট্রেনের বিভিন্ন তথ্যের খোঁজাখুঁজি করছেন তাদের উদ্দেশ্যে আমরা আর্টিকেল তৈরি করেছি। এই একটিমাত্র আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন জয়দেবপুর থেকে সান্তাহার অব্দি কোন ট্রেন চলাচল করছে এবং সেই ট্রেন এর বিস্তারিত তথ্য। এর পাশাপাশি আপনাদের সুযোগ থাকছে এই ট্রেনের সময়সূচী সম্পর্কে জানার।

যারা এই রুটে নিয়মিত চলাচল করেন অথবা ভাবছেন এই রুটের নিয়মিত চলাচল করবেন তাদের জন্য অনেক তথ্যবহুল হতে পারে আজকের আমাদের এই পোস্ট। তাই আপনারা যারা রয়েছেন তারা আর দেরি না করে আমাদের এই আর্টিকেল সম্পুর্ন পড়তে পারেন। তো চলুন এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা শুরু করা যাক।

জয়দেবপুর টু সান্তাহার ট্রেনের সময়সূচী আন্তঃনগর

জয়দেবপুর থেকে সান্তাহার চলাচলকারি যে সকল আন্তঃনগর ট্রেনগুলো রয়েছে এখন আমরা সেই সকল আন্তঃনগর ট্রেনগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে বিষয়টি আলোচনা করব। আপনারা জেনে অবাক হবেন যে জয়দেবপুর টু সান্তাহার এই রুটে চলাচল করে চারটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এই চারটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন সম্পর্কে এখন আপনারা জানবেন।

একতা এক্সপ্রেস (705) এটি একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। টি-টোয়েন্টি বহুদিন যাবত নিয়মিত জয়দেবপুর থেকে সান্তাহার এই রুটে চলাচল করছে। আপনারা যারা এই রুটে পুরাতন যাত্রী তারা অবশ্যই কোন না কোন দিন একতা এক্সপ্রেস নামক এই ট্রেনে যাতায়াত করেছেন। একতা এক্সপ্রেস ট্রেনের সরকারি কোন ছুটির দিন নেই।

একতা এক্সপ্রেস ট্রেন সপ্তাহের প্রতিদিন চলাচল করে তাই যাত্রীরা নিয়মিত এই ট্রেনে যাতায়াত করতে পারে। একতা এক্সপ্রেস ট্রেনের জয়দেবপুর স্টেশন ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে 11:05 এবং সবকিছু ঠিক থাকলে যাত্রা শেষ করে শান্তার স্টেশনে এসে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে 16 টা।

লালমনিরহাট এক্সপ্রেস (751) এ রুটে চলাচলকারী আরো একটি পরিচিত আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনে বিশেষ কিছু সুযোগ-সুবিধা রয়েছে বলে যাচ্ছি ট্রেনে যাতায়াত করতে বেশি পছন্দ করে। আপনারা হয়তো অনেকেই ইতিপূর্বে ট্রেনে যাতায়াত করেছেন। নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন শুক্রবার বন্ধ থাকবে।

লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর থেকে সান্তাহার উদ্দেশ্যে জয়দেবপুর স্টেশন থেকে ছাড়ার সময় নির্ধারণ আছে 22:20। যদি সব কিছু ঠিক থাকে তাহলে জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে আসা আর মনির হাট এক্সপ্রেস ট্রেন স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ করা আছে 3:35 মিনিট।

দ্রুতযান এক্সপ্রেস (757) এ রুটে চলাচলকারী আরো একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। জয়দেবপুর থেকে সান্তাহার রুটে চলাচলকারী যে কয়টি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন রয়েছে তার মধ্যে এটি অন্যতম। এর একটি সুবিধা হল এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন নেই অর্থাৎ যাত্রীরা প্রতিদিনিই এই ট্রেনে যাত্রা উপভোগ করতে পারবে।

দ্রুতযান এক্সপ্রেস ট্রেন নিয়মিত জয়দেবপুর থেকে সান্তাহার স্টেশনে চলাচল করে। এট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা আছে 21:03 এবং যদি সব কিছু ঠিক থাকে তাহলে সান্তাড়ি স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে 1:15।

নীলসাগর এক্সপ্রেস (765) এই রুটে চলাচলকারী সর্বশেষ আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। আপনারা যারা নিয়মিত এই রুটে চলাচল করেন তারা হয়তো ইতিপূর্বেই এ টেন এর কথা শুনেছেন বা এই ট্রেনে যাতায়াত করেছেন। নীলসাগর এক্সপ্রেস ট্রেন সপ্তাহে এক দিন সোমবার বন্ধ থাকে।

হিমসাগর এক্সপ্রেস ট্রেনের জয়দেবপুর স্টেশন থেকে ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে 7:33 এবং সবকিছু ঠিক থাকলে শান্তার স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ করা আছে 12:15।

জয়দেবপুর টু সান্তাহার ট্রেনের ভাড়ার তালিকা

শোভন 275 টাকা, শোভন চেয়ার 330 টাকা, প্রথম সিট 440 টাকা, প্রথম বার্থ 660 টাকা। স্নিগ্ধা 550 টাকা। এসি 600 টাকা, এসি বার্থ 985 টাকা।