আজকে আপনারা আমাদের এই পোস্ট থেকে জানতে পারবেন জয়দেবপুর থেকে বিমানবন্দর ট্রেনের সিডিউল এবং টিকিট মূল্য তালিকা সম্পর্কে। অনেক ক্ষেত্রে এই তথ্যগুলো আপনাদের জেনে রাখা উচিত তা না হলে আপনারা যদি কোন ধরনের ভোগান্তিতে পড়েন তাহলে সেখান থেকে এই তথ্যগুলো আপনাদের সাহায্য করতে পারেন। চলুন বিস্তারিত জানি।
জয়দেবপুর টু বিমানবন্দর ট্রেনের সময়সূচী আন্তঃনগর
জয়দেবপুর থেকে বিমানবন্দরে যাবার জন্য আপনার কাছে সুযোগ থাকছে বারোটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত এর। যদিও এত অল্প রাস্তার জন্য আলাদাভাবে কোন ট্রেন নেই তবে এই সকল ট্রেনের রয়েছে সিট বরাদ্দ আপনারা চাইলে এই সকল ট্রেনে যাতায়াত করতে পারবেন। এখন আমরা বিস্তারিত নিচে আলোচনা করব। আপনার এই সকল ট্রেনের বিস্তারিত তথ্য আমাদের নিচের অংশগুলোতে খুব সুন্দর ভাবে বুঝতে পারবে।
একতা এক্সপ্রেস (706) ট্রেন নিয়মিত যাতায়াত করছে এই রুটে এবং জয়দেবপুর থেকে ছাড়ার সময় নির্ধারণ করা আছে 6:50 এবং বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ করা আছে 7:25। এই ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নেই।
সুন্দরবন এক্সপ্রেস (725) ট্রেন নিয়মিত এই রুটে চলাচল করে তবে এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে মঙ্গলবার। এই ট্রেনের জয়দেবপুর ছাড়ার সময় নির্ধারণ করা আছে 5:57 এবং বিমানবন্দরে পৌছানোর সময় নির্ধারণ করা আছে 6:25।
যমুনা এক্সপ্রেস (746) ট্রেন নিয়মিত চলাচল করছে এই রুটে তবে এই ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নেই। যমুনা এক্সপ্রেস ট্রেনের জয়দেবপুর ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে 6:20 এবং বিমানবন্দরে পৌছানোর সময় নির্ধারণ করা হয়েছে 6:50।
লালমনি এক্সপ্রেস (752) ট্রেনে যাত্রীরা নিয়মিত জয়দেবপুর থেকে বিমানবন্দর স্টেশনে যাত্রা করতে পারবে। এই ট্রেনের জয়দেবপুর স্টেশন ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে 18:47 এবং বিমানবন্দরে পৌঁছান সময় নির্ধারণ করা হয়েছে 19:55। প্রতি শুক্রবারেই ট্রেন বন্ধ থাকে।
সিল্কসিটি এক্সপ্রেস (754) নিয়মিত চলাচল কারী এই রুটে একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের জয়দেবপুর ছাড়ার সময় নির্ধারণ করা আছে 12:25 এবং বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে 12:53। এই ট্রেন প্রতি রবিবার বন্ধ থাকে।
দ্রুতযান এক্সপ্রেস (758) নামক এই ট্রেন নিয়মিত চলাচল করছে এবং যাত্রীদের সেবা প্রদান করছে। আপনারা যারা এ রুটে নিয়মিত চলাচল করছেন তাদের কাছে পরিচিত হতে পারে এই নাম এবং এই ট্রেনের যত স্টেশন ছাড়ার সময় আছে 17:56 এবং বিমানবন্দরে পৌঁছান সময় আছে 18:22।
পদ্মা এক্সপ্রেস (760) ট্রেন নিয়মিত চলাচল করছে এই রুটে। পদ্মা এক্সপ্রেস এর জয়দেবপুর স্টেশনের পৌঁছানোর সময় উল্লেখ করা হয়েছে 20:36 মিনিট এবং বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর সময় উল্লেখ করা আছে 21: 09।
নীলসাগর এক্সপ্রেস (766) নিয়মিত চলাচল কারী এই রুটের একটি ট্রেন। এই ট্রেন প্রতি রবিবার বন্ধ থাকে। ট্রেনের জয়দেবপুর স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ হয়েছে 4:27 এবং বিমানবন্দরে পৌঁছান সময় নির্ধারণ করা হয়েছে 4:53।
ধুমকেতু এক্সপ্রেস (770) ট্রেন নিয়মিত চলাচল করে এই রুটে এবং প্রতি শুক্রবার বন্ধ থাকে। এই ট্রেনটির জয়দেবপুর স্টেশনে এসে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে 3:40 এবং বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে 4:07।
সিরাজগঞ্জ এক্সপ্রেস (775) প্রতি শনিবার বন্ধ থাকবে এবং জয়দেবপুরে আসবে 9 টা 15 মিনিটে এবং বিমানবন্দরে যাবে 9 টা 42 মিনিটে। হাওর এক্সপ্রেস (778) প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকবে এবং জয়দেবপুরে যাওয়ার সময় 12:40 এবং সে বিমানবন্দরে পৌঁছানোর সময় তিনটা 13:05।
ভাওয়াল এক্সপ্রেস (800) ট্রেনের কোন সাপ্তাহিক ছুটির দিন নেই এই ট্রেন জয়দেবপুর আসার সময় 22:44 এবং বিমানবন্দরে যাওয়ার সময় 22:56।