আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গোপালগঞ্জ টু ঢাকা এই রুটে চলাচলকারী বাস এর সকল তথ্য সম্বলিত আজকের আমাদের এই পোস্টে। অনেকেই জানতে চেয়েছেন যে গোপালগঞ্জ জেলা থেকে ঢাকা জেলা তে যে সকল বাস গুলো চলাচল করে তাদের নির্দিষ্ট সময় সূচি সম্পর্কে একটু ধারনা দেওয়ার জন্য। তার আলোকে নিয়ে এলাম আজকের এই পোস্ট।
আপনারা এখান থেকে জানতে পারবেন বাসগুলো সময়সূচী সম্পর্কে এবং তার সাথে আরও জানতে পারবেন বাসগুলোর ভাড়া সম্পর্কে। প্রত্যেকটি বাসে কত টাকা ভাড়া নির্ধারণ করেছে সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আপনারা যদি অনলাইনে বাসের টিকিট সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে বাসের টিকিট কিভাবে অনলাইনে সংগ্রহ করতে হয় সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
গোপালগঞ্জ টু ঢাকা বাস
আপনারা যারা গোপালগঞ্জ টু ঢাকা এই রুটে চলাচল করে তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই পোস্ট। গোপালগঞ্জ টু ঢাকা এই রুটে বেশ কয়েকটি বাস কোম্পানি তাদের বাস চলাচল করায়। গোপালগঞ্জ ঢাকা রাস্তার দূরত্ব প্রায় 193 কিলোমিটার তাই বেশ কয়েকটি ভালো ভালো বাস কম্পানি এই রুটে বাস চলাচল করায়।
বাংলাদেশের মধ্যে অঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল গোপালগঞ্জ জেলা। বাংলাদেশের দক্ষিণ–পশ্চিমে মধুমতি নদী তীরে অবস্থিত একটি জেলা গোপালগঞ্জ। গোপালগঞ্জের পূর্বে মাদারীপুর জেলা ও বরিশাল জেলা অবস্থিত। এই জেলার দক্ষিনে পিরোজপুর জেলা, বাগেরহাট জেলা ও খুলনা জেলা অবস্থিত। পিরোজপুর এর পশ্চিমে নড়াইল জেলা ও বাঁকুড়া জেলা এবং উত্তরে ফরিদপুর জেলা অবস্থিত। গোপালগঞ্জ জেলা 6 উপজেলায় বিভক্ত।
বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই জেলাতে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, বঙ্গবন্ধু শেখ রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, সরকারি এস এ কলেজ সহ আরো বহু নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বহু চিত্তাকর্ষক স্থান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স। কবি সুকান্ত ভট্টাচার্যের পৌর্তৃক বাড়িও উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য ব্যাক্তিদের মধ্যে রয়েছেন শেখ লুৎফর রহমান মুজিব পিতা, রমেশচন্দ্র মজুমদার একজন বাঙালি ইতিহাসবিদ, শামসুল হক ফরিদপুরী লেখক ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান সহ আরও অনেকে।
গোপালগঞ্জ টু ঢাকা বাসের সময়সূচী
এখন আপনারা জানতে পারবেন গোপালগঞ্জ টু ঢাকা এই রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের সময়সূচী সম্পর্কে।
সকালের বাসের সময়সূচী
- দোলা পরিবহন লিঃ এর একটি বাস খুব সকালে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই বাসটি সকাল 4 টা 15 মিনিটে অর্থাৎ ভোর 4 টা 15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সকাল 11 টা 15 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
- ইমাদ পরিবহন প্রাইভেট লিমিটেড কোম্পানির বেশ কয়েকটি বাসের মধ্যে হতে একটি বাস খুব সকালেই গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই বাসটি সকাল 4 টা 45 মিনিটে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সকাল 11 টা 45 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
- ইমাদ পরিবহন প্রাইভেট লিমিটেডের আরো একটি বাস রয়েছে যে বাসটি সকাল বেলাতেই গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এই বাসটি ভোর 5 টা 15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং সকাল 11 টা 10 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায়।
- দোলা পরিবহনের আরো একটি বাস রয়েছে এই বাসটি সকাল 5:30 মিনিটে অর্থাৎ ভোর 5:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোপালগঞ্জ থেকে এবং সকাল 12 টা 30 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
- ইমাদ পরিবহন এর আরো একটি বাস রয়েছে। এই রুটে এই কোম্পানির বাস গুলো বেশ আরামদায়ক। একটি বাস সকাল 7 টা 45 মিনিটে ছেড়ে আসে এবং দুপুর 1 টা 45 মিনিটে ঢাকাতে এসে যাত্রা শেষ করে।
- দোলা পরিবহনের আরো একটি নন এসি বাস গোপালগঞ্জ থেকে সকাল 8:00 টা তে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে এবং এই বাসটি ঢাকাতে এসে পৌঁছায় বিকেল 3 টা 10 মিনিটে।
- কমফোর্ট লাইন এর বেশ কয়েকটি বাসের মধ্যে একটি নন এসি বাস সকাল 8:30 মিনিটে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে এবং এই বাসটি দুপুর 2 টা 10 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায়।
- সেন্টমার্টিন হুন্দাই এক্সপ্রেস কোম্পানির একটি এসি বাস এই রুটে চলাচল করে। এই কাজগুলোর মধ্যে এই বাসটি সকাল 9 টা 15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসে এবং বিকাল 4 টা 30 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায়।
দুপুরের বাসের সময়সূচী
- দোলা পরিবহন লিঃ এর আরো একটি নন এসি বাস দুপুর বেলা অর্থাৎ দুপুর একটাতে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সন্ধ্যা 6 টা 45 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
- ইমাদ পরিবহন প্রাইভেট লিমিটেডের একটি নন এসি বাস দুপুর 1 টা 45 গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং সন্ধ্যা 7 টা 45 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
- দোলা পরিবহনের আরো একটি বাস দুপুর 2 টা 15 মিনিটে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ঢাকাতে এসে পৌঁছায় রাত 9 টা 15 মিনিটে।
- টঙ্গিপাড়া এক্সপ্রেস এর একটি এসি বাস এ রুটে চলাচল করে। এসি বাস দুপুর 3 টা 15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোপালগঞ্জ থেকে এবং রাত 8 টা 15 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায়।
- সেন্টমার্টিন হুন্দাই রবি এক্সপ্রেস এর আরো একটি এসি বাস এ রুটে চলাচল করে। এই বাসটি বিকেল 3:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং রাত 8 টা 10 মিনিটে ঢাকাতে এসে তারে যাত্রা শেষ।
- কম্ফর্টলাইন প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি নন এসি বাস বিকেল 4:00 টে গোপালগঞ্জ থেকে তার যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে। এই বাসটি ঢাকাতে এসে পৌঁছায় রাত্রি 9:10 মিনিটে।
রাতের বাসের সময়সূচী
- রাতের বাস গুলোর মধ্যে কম্ফর্টলাইন এর একটি বাস রাত 8:30 মিনিটে গোপালগঞ্জ থেকে যাত্রা শুরু করে এবং রাত 1:45 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
- ইমাদ পরিবহন প্রাইভেট লিমিটেডের একটি বাস রাত 9 টা তে ঢাকার উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসে এবং তা 3:15 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
- কমফোর্ট লাইন প্রাইভেট লিমিটেডের একটি বাস রাত 10 টা তে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং 3:30 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
- সেন্টমার্টিন হ্যুন্দাই রবি এক্সপ্রেস এর একটি এসি বাস রাত 11 টা 15 মিনিটে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এই বাসটি ভোর 6 টা 30 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
গোপালগঞ্জ টু ঢাকা বাসের ভাড়া
এখন আমরা গোপালগঞ্জ টু ঢাকা বাসের নন এসি এবং এসি ভাড়া নিয়ে আলোচনা করব।
- নন এসি বাসের ভাড়া, গোপালগঞ্জ টু ঢাকা এই রুটে চলাচলকারী প্রত্যেকটি নন এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে 400 থেকে 450 টাকা। ইমাদ পরিবহন তাদের বাসের ভাড়া 400 টাকা এবং দোলা পরিবহন তাদের বাসের ভাড়া 450 টাকা রেখেছে।
- এসি বাসের ভাড়া গোপালগঞ্জ টু ঢাকা এই রুটে চলাচলকারী এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ভিন্ন ভিন্ন ভাবে। টুংগীপাড়া এক্সপ্রেস এর এসি বাসের ভাড়া 500 টাকা নির্ধারণ করা হয়েছে। সেন্টমার্টিন হ্যুন্দাই রবি এক্সপ্রেস এর একটি বাসের ভাড়া 900 টাকা নির্ধারণ করা হয়েছে। সেন্ট মার্টিন হ্যুন্দাই রবি এক্সপ্রেসের আর সবকয়টি এসি বাসের ভাড়া 1200 টাকা নির্ধারণ করা হয়েছে।
অনলাইনে বাসের টিকিট 2023
আপনি যদি অনলাইনে বাসের টিকিট কাটতে চান তাহলে আপনাকে প্রথম চয়েজ করতে হবে shohoz.com। আপনি আপনার ফোন থেকে shohoz.com এর প্রবেশ করুন এবং ঝটপট সেখানে শুধু মাত্র তিনটি ধাপ অতিক্রম করে আপনার কাঙ্খিত টিকিট কেটে ফেলুন। এত সহজে যে কেউ shohoz.com এর ঢুকলেই টিকিট কাটতে পারবে। এরপরেও যদি আপনারা সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের সমস্যাটির তুলে ধরবেন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সঠিক সমাধান করে দিতে।