গাজীপুর টু ঢাকা বাসের সময়সূচী, ভাড়া, অনলাইন টিকিট 2023

আপনারা অনেকে গাজীপুর থেকে ঢাকা যাতায়াত করেন শুধুমাত্র বাস এর মাধ্যমে। এ রুটে চলাচল করতে হলে একমাত্র মাধ্যম টি হলো বাস। তার প্রধান কারণ হলো গাজীপুর জেলা থেকে ঢাকা জেলার দূরত্ব খুব বেশি নয়। শুধুমাত্র 23 কিলোমিটার। কিন্তু শহরের যানজটের কারণে এই অল্প যাত্রার রাস্তাটিও অনেক বেশি সময় নিয়ে ফেলে।

আজকের আমাদের এই অনুচ্ছেদ থেকে আপনারা জানতে পারবেন গাজীপুর টু ঢাকা এই রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের সময়সূচী সম্পর্কে। এছাড়াও এই বাসগুলো তাদের ভাড়া কত টাকা নির্ধারণ করেছে সেগুলো সম্পর্কে একটু ভালো ধারণা পাবেন। আরো জানতে পারবেন বাসের টিকিট অনলাইনে কিভাবে সংগ্রহ করতে হয়। আপনাদের এই অল্প রাস্তা ভালোভাবে কিভাবে যাত্রা করা যায় সেই উদ্দেশ্য সামনে রেখে আজকে আমাদের এই প্রচেষ্টা। আশা করি আপনাদের ভালো লাগবে।

গাজীপুর টু ঢাকা বাস

বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত গাজীপুর জেলা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। গাজীপুর জেলা বাংলাদেশের বিশেষ শ্রেণীভূক্ত জেলার মধ্যে অন্তর্ভুক্ত। বাংলাদেশে যে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে তার মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন সব থেকে বড়। গাজীপুর এর উত্তরে ময়মনসিংহ জেলা এবং কিশোরগঞ্জ জেলা অবস্থিত। গাজীপুরের দক্ষিণে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা অবস্থিত। গাজীপুরের পূর্বে কিশোরগঞ্জ জেলা ও নরসিংদী জেলা এবং পশ্চিমে ঢাকা জেলা ও টাঙ্গাইল জেলা অবস্থিত।

গাজীপুর জেলায় মোট পাঁচটি উপজেলা রয়েছে। 1984 সালে সর্বপ্রথম পাঁচটি উপজেলার নিয়ে এই গাজীপুর আত্মপ্রকাশ লাভ করে। শিক্ষা প্রতিষ্ঠান দিক দিয়ে গাজীপুর জেলার সব থেকে এগিয়ে রয়েছে। বাংলাদেশের বড় বড় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেই গাজীপুরে অবস্থিত। গাজীপুরের রয়েছে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজিপুর ক্যান্টনমেন্ট কলেজ সহ আরো বহু নান্দনিক শিক্ষাপ্রতিষ্ঠান।

গাজীপুরে বহু দর্শনীয় স্থান রয়েছে। এই স্থানগুলোতে প্রতিদিনই বহু মানুষ আসে সৌন্দর্য উপভোগ করতে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল জয়দেবপুর ভাওয়াল রাজবাড়ি, জয়দেবপুর রথখোলা, শ্রীপুর ইদ্রাকপুর সহ আরো বহু দর্শনীয় স্থান। গাজীপুরে বহু বরেণ্য ব্যক্তির জন্মস্থান। এই সকল ব্যক্তিরা যুগে যুগে জন্মগ্রহণ করেছেন এই জেলাতে এবং দেশের হয়ে বহু অর্জন করেছেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন জ্যোতির্বিজ্ঞানী মেঘনাথ সাহা আরো হলেন মোহাম্মদ শামছুল হক স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি, ফকির শাহাবুদ্দিন মাহির প্রথম এটর্নি জেনারেল, তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, ব্রিগেডিয়ার হান্নান শাহ বাংলাদেশ পাট মন্ত্রী।

গাজীপুর টু ঢাকা বাসের সময়সূচী

এতক্ষণ আমরা আপনাদের উদ্দেশ্যে গাজীপুর জেলার বিশেষ কিছু তথ্য গুলো আলোচনা করলাম। এখন আমরা আমাদের এই অনুচ্ছেদের মূল অংশে চলে এসেছি। আপনারা আলোচনা এই অংশে জানতে পারবেন গাজীপুর টু ঢাকা এই রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের সময়সূচী সম্পর্কে।

  • গাজীপুর টু ঢাকা এই রুটে চলাচলকারী ভালো মানের বাস বলতে আহসান এন্টারপ্রাইজের কথা বলতেই হয়। যেহেতু এই রুটে প্রত্যেকটি বাসি লোকাল বাস কিন্তু তারপরেও আহসান এন্টারপ্রাইজ নিয়ে এসেছে ভালো বাস সার্ভিস এবং আরামদায়ক যাত্রা। তারা তাদের একটি বাস সকাল 5:30 মিনিটে গাজীপুর থেকে ছেড়ে দেয় এবং সকাল 6:15 ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
  • গাজীপুর টু ঢাকা এই রুটে চলাচল করে গাজীপুর পরিবহন লিমিটেডের বেশ কয়েকটি বাস। গাজীপুর পরিবহন লিমিটেডের একটি বাস সকাল 5:30 মিনিটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। যেহেতু এটি একটি লোকাল বাস টা একটু দেরিতে সকাল 6 টা 55 মিনিটে ঢাকা জেলা তে এসে পৌঁছায়।
  • ঢাকা পরিবহন নামের বাস কোম্পানি গাজীপুর টু ঢাকা এই রুটে তাদের বেশ কয়েকটি লোকাল বাস সার্ভিস চালু রেখেছে। এই বাস গুলোর মধ্য হতে একটি বাস সকাল 6 টা 10 মিনিটে ঢাকা জেলার উদ্দেশ্যে গাজীপুর থেকে ছেড়ে আসে এবং সকাল 7 টা 40 মিনিটে ঢাকা জেলা তে এসে পৌঁছায়।।
  • অনিক পরিবহন লিঃ লোকাল বাস কম্পানি গাজীপুর টু ঢাকা এই রুটে তাদের বেশ কয়েকটি বাস সার্ভিস চালু রেখেছে। এই বাস গুলোর মধ্য হতে একটি বাস সকাল 6 টা 30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে গাজীপুর থেকে ছেড়ে আসে এবং সকাল 8 টা 10 মিনিটে ঢাকা জেলা তে এসে পৌঁছায়।
  • ভাওয়াল পরিবহন লিঃ এর একটি বাসের মধ্যে একটি বাস সকাল 7:10 এ গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। গাজীপুর থেকে ছেড়ে আসা বাসটি টঙ্গী হয়ে ঢাকাতে রাতে এসে পৌঁছায় সকাল 8:30 মিনিটে। 
  • প্রভাতী বনশ্রী পরিবহন লিমিটেড এর বেশ কয়েকটি বাস গুলোর মধ্যে একটি বাস সকাল 7:15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গাজীপুর জেলা থেকে এবং টঙ্গী ঢাকা জেলা তে এসে পৌঁছায় সকাল 8 টা 45 মিনিটে।
  • আজমেরী পরিবহনের একটি বাসের মধ্যে একটি বাস সকাল 9 টা 30 মিনিটে গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং টঙ্গী হয়ে ঢাকায় এসে পৌঁছায় সকাল 11:30 মিনিটে।
  • ট্রানসিলভা পরিবহনের অনেকেই বাসের মধ্যে একটি বাস সকাল 10 টা 15 মিনিটে গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং বাসটি গাজীপুর থেকে ঢাকাতে এসে পৌঁছাতে সময় লাগে অনেক বেশি কারণ এই সময় যানজটের সময়। বাসটি ঢাকা জেলাতে এসে পৌঁছায় প্রায় 12:15 মিনিটে।
  • আনাবেল সুপার বাস কোম্পানির একটি বাসের মধ্যে হতে একটিস বাস সকাল 10:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গাজীপুর থেকে এবং সকাল 12 টা 30 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায়।
  • সালসাবিল লিমিটেডের বাস এই রুটে চলাচল করে এবং একটি বাস দুপুর 1:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং দুপুর 3:30 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায়।
  • কে টি সি এল বাস কোম্পানির অনেক বাসের মধ্যে হতে একটি বাস সকাল দুপুর 1:45 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং বাসটি দুপুরে 4:00 টে ঢাকায় এসে পৌঁছায়।
  • সাকলাইন পরিবহনের বেশ কয়েকটি বাস গাজীপুর টু ঢাকা এই রুটে চলাচল করে। এ রুটে চলাচলকারী একটি বাস দুপুর 2:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে গাজীপুর থেকে। টঙ্গী হয়ে ঢাকাতে এসে পৌঁছায় বাসটি বিকেল 4:30 মিনিটে।
  • চলাচল পরিবহন লিমিটেড কোম্পানির একটি বাস বিকেল 3:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি টঙ্গী হয়ে ঢাকাতে এসে পৌঁছায় বিকেল 5 টা 30 মিনিটে।

গাজীপুর টু ঢাকা বাসের ভাড়া

গাজীপুর টু ঢাকা এই রুটে চলাচলকারী বেশ কয়েকটি বাসের সময়সূচী কথা আমরা উপরে উল্লেখ করে দিয়েছি। এখন আমরা উল্লেখ করতে যাচ্ছি এই বাসগুলোর ভাড়া।

  • তাহসান এন্টারপ্রাইজ গাজীপুর টু ঢাকা টিকেট মূল্য নির্ধারণ করেছে 100 টাকা।
  • গাজীপুর টু ঢাকা এই রুটে চলাচলকারী গাজীপুর পরিবহন লিমিটেডের বাসের টিকিট মূল্য 45 টাকা।
  • ঢাকা পরিবহনের গাজীপুর ঢাকা এই রুটে চলাচল কারী বাসের টিকিট 40 টাকা নির্ধারণ করা হয়েছে।
  • অনিক পরিবহনের প্রত্যেকটি বাসেরি গাজীপুর থেকে ঢাকার ভাড়া নির্ধারণ করা হয়েছে 40 টাকা।
  • ভাওয়াল পরিবহনের সবকয়টি বাসের ভাড়া গাজীপুর থেকে ঢাকার জন্য 60 টাকা নির্ধারণ করা হয়েছে।
  • প্রভাতী বনশ্রী পরিবহন লিমিটেডের সবকয়টি বাসের ভাড়া 60 টাকা নির্ধারণ করা হয়েছে গাজীপুর টু ঢাকা।
  • রাহাবার পরিবহনের এবং ট্রানসিলভা পরিবহনের এবং আনাবিল পরিবহনের প্রত্যেকটি বাসের ভাড়া একই রাখা হয়েছে। গাজীপুর টু ঢাকা এর উঠে তাদের বাসের ভাড়া রাখা হয়েছে 50 টাকা।
  • সালসাবিল লিমিটেড, কে টি সি এল, চলাচল পরিবহন লিমিটেড এবং সাকলাইন পরিবহনের বাসের ভাড়া গাজীপুর টু ঢাকা এইরূটে 40 টাকা নির্ধারণ করা হয়েছে।

বাসের টিকিট অনলাইনে

বাসের টিকিট অনলাইনে কাটার জন্য আপনাকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। আমাদের তথ্য গুলো দেখলেই আপনারা নিজে থেকেই অনলাইনে বাসের টিকিট কাটতে পারবেন। অনলাইনে বাসের টিকিট কাটার সবচেয়ে সহজ পদ্ধতি আরো সহজ করে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করেছি যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এর পরও যদি আপনারা কোন সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দিতে।