গাইবান্ধা টু ঢাকা বাসের সময়সূচী, ভাড়া, অনলাইন টিকিট 2023

আপনারা যারা গাইবান্ধা জেলা থেকে ঢাকাতে বাসে যাওয়ার সকল তথ্য সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের আমাদের এই অনুচ্ছেদ। আমাদের এই অনুচ্ছেদে আপনারা জানতে পারবেন গাইবান্ধা জেলা থেকে কোন কোন বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং আরো জানতে পারবেন সে বাসগুলোর সময়সূচী সম্পর্কে।

গাইবান্ধা জেলা থেকে কয়েকটি বাস সারা দিনে এবং রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। আপনারা প্রত্যেকটি বাসের ভাড়া সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আপনারা এ বাসগুলোর অনলাইন টিকিট কিভাবে কাটতে হয় সে সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবে্ন আমাদের এই অনুচ্ছেদের মাধ্যমে। তাই যারা এসকল বিষয় জানতে আগ্রহী রয়েছেন তারা আমাদের অনুচ্ছেদটি ভালোভাবে পড়ুন এবং আপনার তথ্য জেনে নিন।

গাইবান্ধা টু ঢাকা বাস

গাইবান্ধা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা শহর। প্রশাসনিকভাবে এটি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সদর দপ্তর। এটি ক শ্রেণীর পৌরসভা দ্বারা শাসিত হয়। বলা হয়ে থাকে যে মহাভারত রচনার প্রায় 5000 বছর পূর্বে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হিন্দু রাজার প্রাসাদ ছিল। তার নাম ছিল রাজা বিরাট। ঘাঘট নদীর তীরবর্তী ভূখন্ড বর্তমান গাইবান্ধা শহর ছিল তার রাজত্ব তৃণভূমি। তিনি এই তৃণভূমি কে গো চারণ ক্ষেত্র ও গাভীর বাথান হিসেবে ব্যবহার করতেন

এখানে গাভীগুলো বাধা থাকতো বলে এ অঞ্চলের নাম হয়ে যায় গাইবান্ধা। সত্যিকার অর্থে গাইবান্ধা নামটি খুব প্রাচীন নয় হয়তো বা এতদাঞ্চলের কোন ব্যক্তির গাইবাধার বিশেষ কোন ঘটনাকে কেন্দ্র করে লোকেরা এ অঞ্চলকে গাইবান্ধা বলে ডাকতে থাকে এবং একপর্যায়ে তাকে অঞ্চলের নাম হিসেবে পরিগণিত হয় যেমন হাতীবান্ধা,  এজাতীয় স্থানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

আশির দশকে জেলায় রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে 1984 সালের 25 শে ফেব্রুয়ারি গাইবান্ধা জেলায় রূপান্তরিত হয়। সাতটি উপজেলা নিয়ে গাইবান্ধা জেলা গঠিত উপজেলাগুলো হচ্ছে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ,ও সাঘাটা। গাইবান্ধা জেলার উত্তরে তিস্তা নদী এবং কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা উত্তরপশ্চিমে রংপুর জেলার পীরগাছা, রংপুর জেলার মিঠাপুকুর পীরগঞ্জ উপজেলা ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা, দক্ষিনে বগুড়া জেলার শিবগঞ্জ ও সোনাতলা উপজেলা এবং পূর্ব পার্শ্বে বহমান ব্রহ্মপুত্র নদ।

গাইবান্ধা জেলা থেকে ঢাকার সকল বাসের সময়সূচী

আমরা আমাদের অনুচ্ছেদে ইতিপূর্বে আপনাদের জানিয়েছে গাইবান্ধা জেলা থেকে ঢাকা পর্যন্ত প্রায় অনেক দূরের পথ। এ দীর্ঘ যাত্রাপথ যদি আপনি আরামদায়ক ভাবে কাটাতে চান তাহলে অবশ্যই একটি ভালো বাসে উঠতে হবে। এবং সে বাসের সময়সূচী সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে যাতে করে আপনি ঠিক সঠিক সময় আপনার যাত্রা শুরু করতে পারেন। চলুন বাসের সময়সূচী গুলো জেনে নেওয়া যাক।

সকালের সকল বাসের সময়সূচী

গাইবান্ধা জেলা থেকে আলহামরা পরিবহন লিঃ এর বাস সারাদিন ব্যাপী ঢাকার উদ্দেশে যাত্রা করে। আপনারা যারা সকালে যাত্রা করতে চান তাদের জন্য ভোর 5:00 টায় একটি বাস রয়েছে। এই বাসটি গাইবান্ধা থেকে ভোর 5;00 টায় যাত্রা শুরু করে এবং ঢাকা তে পৌঁছায় দুপুর একটায়। এটি একটি নন এসি বাস্। আপনারা যারা আরামদায়কভাবে বাসে যেতে চান তারা এই বাসটিতে যাত্রা করতে পারেন।

  • গাইবান্ধা জেলা থেকে ঢাকাতে বাসে যাতায়াত এর জন্য আপনি অরিন ট্রাভেলস লিমিটেড এর একটি বাস বেছে নিতে পারেন। তারা সকালবেলাতে তাদের একটি নন এসি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়। এই বাসটি গাইবান্ধা জেলা থেকে সকাল 7:30 এ মিনিটে গাইবান্ধা জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যাত্রা শেষ করে সকাল 9:55 মিনিটে। এটি একটি নন এসি বাস।
  • গাইবান্ধা জেলা থেকে ঢাকা আসার জন্য সকালবেলাতে আরো একটি বাস ছাড়ে। এই বাসটি সকাল 8:55  মিনিটে গাইবান্ধা জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং দুপুর 2:55 মিনিটে যাত্রা শেষ করে এটি একটি নন এসি বাস।

দুপুরের বাসের সময়সূচী

  • আপনি গাইবান্ধা জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন্। আপনি দুপুর বেলার একটি বাসের তথ্য জানতে চাচ্ছেন আমরা আপনাকে বলতে পারি গাইবান্ধা জেলা থেকে হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস দুপুর 12:30 এ ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করবে এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা 6 টা 30 মিনিটে।
  • গাইবান্ধা জেলা থেকে ঢাকা যাওয়ার জন্য দুপুরবেলা আরো একটি বাস রয়েছে দুপুর 2 টা 55 মিনিটে গাইবান্ধা জেলা থেকে যাত্রা শুরু করে এবং যাত্রা শেষ করে ঢাকাতে রাত 9:55 মিনিটে। এটি একটি নন এসি বাস।
  • গাইবান্ধা জেলা থেকে ঢাকা তে যাওয়ার জন্য এস আর ট্রাভেলস এর একটি বাস রয়েছে। এটি যাত্রা শুরু করে দুপুর 2 টা 55 মিনিটে ঢাকার উদ্দেশ্যে এবং যাত্রা শেষ করে রাত আটটা 55 মিনিটে। এটি একটি নন এসি বাস। আপনারা চাইলে এ বাসটিতে আপনার যাত্রা করতে পারেন।
  • গাইবান্ধা জেলা থেকে ঢাকা জেলায় যাত্রা করার জন্য ইউনিটি এন্টারপ্রাইস এর একটি বাস রয়েছে। এই বাসটি গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দুপুর 2 টা 55 মিনিটে এবং যাত্রা শেষ করে রাত 11 টা 55 মিনিটে এটি একটি নন এসি বাস।

রাতের বাসের সময়সূচী

  • যারা রাতে যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজ নিয়ে এলো রাত্রিকালীন নন এসি বাস সার্ভিস। এই বাসটি ঢাকার উদ্দেশ্যে গাইবান্ধা জেলা থেকে ছাড়বে রাত্রি আটটা 55 মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে 3:55 মিনিটে।
  • অরিন এন্টারপ্রাইজ লিমিটেড নিয়ে এলো গাইবান্ধা জেলা থেকে ঢাকা জেলাতে নন এসি বাসের রাত্রিকালীন সার্ভিস। এই বাসটি রাত আটটা 55 মিনিটে গাইবান্ধা জেলা থেকে ছেড়ে যাবে এবং ভোর চারটায় ঢাকাতে পৌঁছাবে।
  • আলহামরা পরিবহন এর আরো একটি রাত্রিকালীন বাস সার্ভিস রয়েছে যেটি গাইবান্ধা জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে রাত 9:30 এ এবং এই বাসটি ঢাকাতে গিয়ে তার যাত্রা শেষ করবে সকাল 7:00টায়।
  • আলহামরা পরিবহন আপনাদের জন্য একটি এসি বাস সার্ভিস এর ব্যবস্থা করেছে। আপনারা যারা রাতে যাত্রা করতে চান এবং আরামদায়কভাবে যাত্রা করতে চান তারা এই বাসটিতে খুব আরামে যাত্রা সম্পন্ন করতে পারেন। এই এসি বাসটি গাইবান্ধা থেকে রাত 9 টা 55 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে এবং সকাল 6:00 টায় ঢাকাতে পৌঁছাবে।

গাইবান্ধা টু ঢাকা বাসের ভাড়া

বাসের ভাড়া বলতে আমরা বাসের সিট মূল্য বা টিকিট কে বুঝায়। আপনাকে ঢাকাতে পৌঁছাতে হলে কত টাকা খরচ করতে হবে আমরা এখানে উল্লেখ করব প্রতি সিটের জন্য আপনাকে কত টাকা ভাড়া দিতে হচ্ছে।

নন এসি বাসের ভাড়া

  • আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গাইবান্ধা জেলা থেকে ঢাকার দূরত্ব অনেক বেশি। এই লম্বা যাত্রার জন্য আপনাকে বাসের সিট প্রতি 450 টাকা খরচ করতে হবে। আপনি নন এসি বাসে গাইবান্ধা জেলা থেকে ঢাকা জেলা তে গেলে একটি সিট বাবদ 450 টাকা দিতে হবে।

এসি বাসের ভাড়া

  • আপনারা গাইবান্ধা জেলা থেকে ঢাকা যাওয়ার জন্য যদি এসি বাসে যেতে চান তাহলে আপনাকে একটি সিট বাবদ 800 টাকা দিতে হবে। ভাড়াটা একটু বেশি হলেও আপনি এসি বাসে খুব আরাম করে আপনার যাত্রা শেষ করতে পারবেন।

গাইবান্ধা টু ঢাকা অনলাইন বাসের টিকিট

অনলাইনে বাসের টিকিট কাটা যায় এটা অনেকেই জানেনা। আপনি যদি গাইবান্ধা জেলা থেকে ঢাকার অনলাইন বাসের টিকিট কাটতে যান তাহলে আপনি shohoz.com এর প্রবেশ করতে পারেন। খুব সহজে মাত্র তিনটি ধাপ অবলম্বন করে আপনি টিকিট কেটে ফেলতে পারেন।

যদি না পারেন তাহলে আমাদের ওয়েবসাইট ভালো করে ভিজিট করুন এবং এই সম্পর্কিত তথ্য খুঁজে বের করে তা দেখে নিন। যে কেউ খুব সহজেই আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী shohoz.com এর মাধ্যমে আপনার বাসের টিকিট কাটতে পারবেন। আপনারাও চেষ্টা করুন এবং কেটে ফেলুন আপনার কাঙ্খিত বাসের টিকিট অনলাইনে খুব সহজেই।