ঢাকা টু নরসিংদী বাসের সময়সূচী ২০২৩ ও ভাড়া অনলাইন টিকিট

আপনারা যারা ঢাকা টু নরসিংদী রুটে নিয়মিত বাসে চলাচলের জন্য এ রুটের বাসের সকল তথ্য জানতে চাচ্ছেন তাদের জন্য  আজকের আমাদের এই অনুচ্ছেদ। আমাদের এই অনুচ্ছেদের মাধ্যমে আপনারা জানতে পারবেন ঢাকা টু নরসিংদি এই রুটে কয়টি কোম্পানির বাস চলাচল করে।

এই বাসগুলো কখন চলাচল করে সে সম্পর্কে আপনারা একটি ধারণা পাবেন। এছাড়াও এই রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের ভাড়া কত করে নির্ধারণ করা হয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই অনুচ্ছেদ থেকে। আপনারা জানতে পারবেন এই বাসগুলোর অনলাইন টিকিট কিভাবে সংগ্রহ করতে হয় তা সম্পর্কে। তাই যারা এসকল বিষয় জানতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদের সম্পূর্ণ অনুচ্ছেদ খুব ভালোভাবে পড়ে নিন এবং আমাদের কাঙ্ক্ষিত তথ্য এখান হতে সংগ্রহ করুন।

অনেকেই রয়েছেন যারা ঢাকা থেকে নড়াইল যাতায়াত করেন কিন্তু এ রুটে যাতায়াত করলেও এ রুটের সকল বাস কোম্পানির নাম এবং সময়সূচী সম্পর্কে জানেন না। আবার অনেকেই রয়েছেন যারা এ রুটের সময়সূচী সম্পর্কে জানলে ও সঠিক ভাড়া জানেন না। ঢাকা থেকে নড়াইল এ রুটে বহু মানুষ চলাচল করে।

বেশিরভাগ মানুষই বাসে যাতায়াত করতে পছন্দ করে। কারণ বাসে যাতায়াত করাটাই সব থেকে সহজ মনে হয়। অনেক শিক্ষার্থীরা রয়েছে যারা নরসিংদি থেকে ঢাকা জেলাতে যায় তাদের পড়াশোনার জন্য এবং ঢাকা থেকে নরসিংদী আসে এর মাধ্যমে। তো চলুন জেনে নেয়া যাক ঢাকা থেকে নরসিংদী বাস কোম্পানির নাম, ভাড়া, সময়সূচী এবং অনলাইন টিকিট সম্পর্কে।

ঢাকা টু নরসিংদী বাসের সময়সূচী

এখন আমরা ঢাকা থেকে নরসিংদী রুটে চলাচলকারী প্রত্যেকটি বাসের সময়সূচি নিয়ে আলোচনা করব। এই রুটে কোন কোম্পানির বাস চলাচল করে এবং বাসগুলো কখন চলাচল করে তা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আপনারা এ অংশের মাধ্যমে জানতে পারবেন ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশ্যে বাসগুলো কখন ছাড়ে এবং কখন নরর্সিংদি এসে পৌঁছায় সে সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে তথ্যগুলো বিস্তারিত ভাবে জেনে নেয়া যাক।

সকালের বাসের সময়সূচী

  • আপনারা যারা ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশ্যে সকালের বাসে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের জন্য মনোহরদী পরিবহন এর একটি নন এসি বাস রয়েছে যেটি সকাল 6:00 মিনিটে ঢাকা কাউন্টার থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং নরসিংদী কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে সকাল 8 টা 1 মিনিটে।
  • ঢাকা টু নরসিংদী সবথেকে পরিচিত এবং বহুল ব্যবহৃত বাস কম্পানি হল বিআরটিসি। বিআরটিসি সুনাম অর্জন করার পেছনে রয়েছে বিআরটিসি’র বেশ কয়েকটি এসি বাস। বিআরটিসি শুধুমাত্র এই রুটে এসি বাস চালু রেখেছে অন্য কোম্পানির এসি বাস চালু রাখতে পারেনি। বিআরটিসি এসি বাস সকাল 6:30 মিনিটে ঢাকা কাউন্টার থেকে নরসিংদীর উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে এবং সকাল 8 টা 10 মিনিটে নর্সিংদি এসে পৌঁছায়।
  • বিআরটিসি বাস কম্পানি আরেকটি বাস রয়েছে যে বাসটি সকাল 6 টা 45 মিনিটে ঢাকা থেকে নরসিংদী উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে এবং সকাল 8:30 মিনিটে নরসিংদী এসে তারা যাত্রা শেষ করে।
  • নর্সিংদি মেঘালয় লাকজারী বাস কোম্পানির একটি বাস রয়েছে যেটি ঢাকা টু নরসিংদী রুটে চালু রয়েছে। এই নন এসি বাস সকাল 7 টা 1 মিনিটে ঢাকা কাউন্টার থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সকাল 9 টা 10 মিনিটে নর্সিংদি কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে।
  • মনোহরদি রয়েল বাস কোম্পানির একটি নন এসি বাস এ রুটে চালু রয়েছে। এই নন-এসি বাসটি সকাল 8 টা 1 মিনিটে ঢাকা কাউন্টার থেকে নরসিংদীর উদ্দেশে ছেড়ে যায়। এবং নর্সিংদি কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে সকাল 10 টা 10 মিনিটে।
  • মনোহরদী পরিবহন এর একটি নন এসি বাস রয়েছে যেটি ঢাকা থেকে নরসিংদী এ রুটে তার যাত্রা শুরু করে সকাল 8 টা 30 মিনিটে। এবং নর্সিংদি কাউন্টারে এসে পৌঁছায় সকাল 10 টা 40 মিনিটে।
  • নর্সিংদি মেঘালয় লাগজারি এই বাস কম্পানি নন এসি বাস সার্ভিস এর মধ্যে সবথেকে ভালো। যে কয়েকটি নন এসি বাস সার্ভিস রয়েছে নরসিংদী টু ঢাকা এই রুটে তাদের মধ্যে অন্যতম হলো নর্সিংদি মেঘালয় লাকজারী বাস কম্পানি। তারা তাদের একটি বাস সকাল 9 টা 1 মিনিটে নরসিংদীর উদ্দেশ্যে ঢাকা কাউন্টার থেকে ছেড়ে দেয় এবং এই বাসটি সকাল 11 টা 10 মিনিটে নর্সিংদি এসে পৌঁছায়।

দুপুরের বাসের সময়সূচী

  • আপনারা যারা ঢাকা থেকে নরসিংদী এ রুটে দুপুরের বাসে আপনার যাত্রা সম্পূর্ণ করতে চান তাদের জন্য মনোহরদী পরিবহন এর একটি নন এসি বাস এ রুটে চালু রয়েছে। এ নন এসি বাসটি দুপুর 1 টা 10 মিনিটে ঢাকা কাউন্টার থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দুপুর 3 টা 10 মিনিটে নর্সিংদি কাউন্টারে এসে পৌঁছায়।
  • মনোহারদি রয়েল বাস কোম্পানি তাদের নন এসি বাস সার্ভিস এর মধ্যে নরসিংদী জেলার মানুষের সেবা প্রদান করে আসছে। তাদের বেশ কয়েকটি বাস রয়েছে এ রুটে। তাদের একটি বাস দুপুর 1:30 মিনিটে ঢাকা কাউন্টার থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে আসে এবং দুপুর 3:30 মিনিটে নরসিংদী কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে।
  • বিআরটিসি পরিবহন এর একটি এসি বাস দুপুর 2 টা 1 মিনিটে ঢাকা কাউন্টার থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে আসে এবং বিকেল 4 টা 10 মিনিটে নর্সিংদি কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে।
  • বিআরটিসি পরিবহন এর আরো একটি বাস রয়েছে যে বাসটি বিকেল 3:30 মিনিটে ঢাকা কাউন্টার থেকে ফিরে আসেন নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে। ঢাকা থেকে ছেড়ে আসা এ বাসটি নর্সিংদি এসে পৌঁছায় বিকেল 5 টা 10 মিনিটে।
  • নর্সিংদি মেঘনা কোম্পানির একটি বাস দুপুর 2 টা 45 মিনিটে ঢাকা কাউন্টার থেকে নরসিংদীর উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে। এবং নরসিংদী কাউন্টারে এসে তার যাত্রা শেষ করে বিকেল 4 টা 30 মিনিটে।
  • বিআরটিসি বাস কম্পানি একটি বাস বিকেল 4 টা 10 মিনিটে ঢাকা কাউন্টার থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সন্ধ্যা 6 টা 10 মিনিটে নর্সিংদি কাউন্টারে এসে পৌঁছায়।

ঢাকা টু নরসিংদী বাসের ভাড়া

এতক্ষণ আপনারা ঢাকা টু নরসিংদী এ রুটে চলাচলকারী প্রত্যেকটি বাস কোম্পানির নাম এবং সময়সূচী সম্পর্কে জানলেন। এখন আপনারা জানবেন এই বাসগুলোর ভাড়া সম্পর্কে।

  • বিআরটিসি ঢাকা টু নরসিংদী রুটে তাদের বেশ কয়েকটি এসি বাস চালু রেখেছে। তারাই একমাত্র এই রুটে এসি বাস চালু রেখেছে এবং তারা তাদের এসি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 130 টাকা।
  • নর্সিংদি মেঘালয় লাগজারি বস কোম্পানির নন এসি বাস সার্ভিস প্রদান করে। নন এসি বাস সার্ভিস এর দ্বারা তারা বেশ জনপ্রিয় হয়ে গেছে এবং তারা তাদের বাসের নন এসি টিকিট মূল্য 100 টাকা নির্ধারণ করেছে।
  • মনোহরদী পরিবহন পুরাতন নাম এই রুটে। তারাও তাদের অনেক কয়েকটি বাস এর মাধ্যমে এ রুটের নন এসি সার্ভিস প্রদান করছে এবং তাদের নন এসি বাসের টিকিট মূল্য নির্ধারণ করেছে 100 টাকা।
  • মনোহরদি রয়েল বাস কোম্পানি সবথেকে কনিষ্ঠতম বাস কম্পানি এই রুটে। তার পরেও তারা তাদের বেশ কয়েকটি বাস রেখেছে যার মাধ্যমে নন এসি সার্ভিস প্রদান করছে ঢাকা টু নরসিংদী এই রুটে। তারা তাদের বাসের নন এসি টিকিট মূল্য নির্ধারণ করেছে 100 টাকা।

অনলাইনে বাসের টিকিট

দিন যত যাচ্ছে তত অনলাইন ভিত্তিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। আপনারা যারা অনলাইনে বাসের টিকিট কাটতে ইচ্ছুক তারা খুব সহজেই shohoz.com এর মাধ্যমে মাত্র তিনটি পদ্ধতি অবলম্বন করে কেটে নিতে পারবেন আপনার বাসের টিকিট খুব সহজেই। আর তাও যদি না পারেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমরা আমাদের ওয়েবসাইটে বেশ কয়েকটি অনুচ্ছেদ এর মাধ্যমে জানিয়ে দিয়েছি কিভাবে বাসের টিকিট অনলাইনে কাটার যায় তাই এই অনুচ্ছেদে আর আমরা বিস্তারিত ভাবে জানাতে চাচ্ছি না। আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভালোভাবে ভিজিট করুন এবং আপনাদের এই তথ্যগুলো সংগ্রহ করে তার ব্যবহার করুন।