বগুড়া টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট ও ভাড়ার তালিকা

 

যারা বগুড়া থেকে গাইবান্ধা ট্রেনে যাতায়াত করে তাদের জন্য থাকছে আজকের এই আর্টিকেল। এই আর্টিকেল এর মাধ্যমে একজন যাত্রী বগুড়া থেকে গাইবান্ধা যাওয়ার জন্য ট্রেনের যে বিশেষ তথ্য গুলোর প্রয়োজন সে তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। আপনারা যারা নিয়মিত এই রুটে চলাচল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের তথ্য উপকারী হতে পারে।

বগুড়া থেকে গাইবান্ধা যে ট্রেনগুলো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন রয়েছে। এবং মেইল এক্সপ্রেস ট্রেন ও রয়েছে। আমরা সে ট্রেন গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই ট্রেনগুলোর সময়সূচী এবং সিডিউল সম্পর্কে আপনাদের জানাবো। বগুড়া থেকে গাইবান্ধা ট্রেনের সিডিউল এবং টিকিটের মূল্য জানতে অবশ্যই আপনাদের আমাদের সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়তে হবে।

বগুড়া টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী আন্তঃনগর

বগুড়া থেকে গাইবান্ধা যাওয়ার জন্য যে সকল আন্তঃনগর ট্রেনগুলো রয়েছে আপনারা এখন সেই ট্রেনের সময়সূচী এবং ছুটির দিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমরা চেষ্টা করেছি সঠিক তথ্য গুলো সুন্দরভাবে সাজিয়ে তুলতে যাতে করে আপনারা খুব সহজেই তথ্যগুলো বুঝতে পারেন এবং সেই অনুযায়ী যাত্রা সাজাতে পারেন।

করতোয়া এক্সপ্রেস 713

নামক এই আন্তঃনগর ট্রেনটির বগুড়া টু গাইবান্ধা এ রুটে নিয়মিত চলাচল করে। এই ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের সাপ্তাহিক কোন ছুটি নাই। ট্রেনটি বগুড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে 9 টা 55 মিনিটে এবং তার গন্তব্য স্থানে এসে পৌঁছায় 11:30 এ।

লালমনি এক্সপ্রেস 751

নামক এই আন্তঃনগর ট্রেনটির বগুড়া টু গাইবান্ধা এ রুটে নিয়মিত যাতায়াত করে। এই ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের সাপ্তাহিক ছুটি হল শুক্রবার। ট্রেনটি বগুড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা 4:21 এবং তার গন্তব্য স্থান গাইবান্ধা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 5:30 এ।

দোলনচাঁপা এক্সপ্রেস 767

নামক আন্তঃনগর ট্রেনটির বগুড়া টু গাইবান্ধা নিয়মিত চলাচল করে। এই ট্রেনটি সপ্তাহের ছয়দিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের ছুটির দিন হল রবিবার। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে 2:17 এবং ট্রেনটি তার গন্তব্য স্থানে এসে যাত্রা শেষ করে 3:37 মিনিটে।

রংপুর এক্সপ্রেস 771

নামক আন্তঃনগর ট্রেন টি বগুড়া টু গাইবান্ধা নিয়মিত চলাচল করে। ট্রেনটি ছুটির দিন হল রবিবার। ট্রেনটি তার যাত্রা শুরু করে 3:54 এবং যাত্রা শেষ করে 5:14।

বগুড়া টু গাইবান্ধা ট্রেনের সময়সূচী মেইল এক্সপ্রেস

আমাদের অনুচ্ছেদের এই অংশে আমরা বগুড়া টু গাইবান্ধা রুটে যেসব মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে সেগুলো সম্পর্কে আলোচনা করব। মেইল এক্সপ্রেস ট্রেন গুলো সাধারণত সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ মেইল এক্সপ্রেস ট্রেন গুলোর সপ্তাহে কোনো ছুটি থাকে না।

উত্তরবঙ্গ মেইল 07

নামক মেইল এক্সপ্রেস ট্রেনটি বগুড়া টু গাইবান্ধা নিয়মিত চলাচল করে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 10:55 এবং যাত্রা শেষ করে একটা 14 মিনিটে।

বগুড়া এক্সপ্রেস 19

নামক মেইল এক্সপ্রেস ট্রেনটি বগুড়া টু গাইবান্ধা নিয়মিত চলাচল করে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 5:11 মিনিটে এবং যাত্রা শেষ করে 7:30 মিনিটে।

পদ্মরাগ এক্সপ্রেস 21

নামক মেইল এক্সপ্রেস ট্রেনটি বগুড়া টু গাইবান্ধা এ রুটে নিয়মিত চলাচল করে। ট্রেনটি বগুড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে 7:45 এবং গাইবান্ধা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় 9:59 মিনিটে।

বগুড়া টু গাইবান্ধা ট্রেনের ভাড়ার তালিকা

শোভন আসনের টিকিট মূল্য 65 টাকা। শোভন চেয়ারের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 75 টাকা। প্রথম আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 100 টাকা। প্রথম বার্থ এর টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 150 টাকা। স্নিগ্ধা আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 125 টাকা। এসি আসনে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 150 টাকা। এসি বার্থ এর টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 225 টাকা।