বিমানবন্দর টু সান্তাহার ট্রেনের সময়সূচী ২০২৩ টিকেট ও ভাড়ার তালিকা

আপনাদের জানিয়ে রাখছি যে আজকেরে পোস্টে আমরা আলোচনা করব বিমানবন্দর থেকে সান্তাহার ট্রেনের সিডিউল এবং টিকিটের মূল্য তালিকা সম্পর্কে। অনেকে রয়েছেন যারা এই সকল তথ্য জানতে এদিকে-ওদিকে খোজাখুজি করেন কিন্তু তথ্যগুলো অবশেষে না পেয়ে অনেকটা অসন্তুষ্ট হন। কিন্তু আপনারা আমাদের এই একটিমাত্র ওয়েবসাইটে সকল ধরনের তথ্য সংগ্রহ করতে পারবেন ট্রেন সম্পর্কিত।

আজকে আমরা আলোচনা করব বিমানবন্দর থেকে সান্তাহারগামী যে ট্রেনগুলো রয়েছে প্রত্যেকটি আন্তঃনগর ট্রেনের সময়সূচি নিয়ে এবং সে ট্রেনগুলো সপ্তাহে কোন কোন দিন বন্ধ থাকে অর্থাৎ ছুটিতে থাকে। এর পাশাপাশি আমরা আলোচনা করব সেই ট্রেনগুলোর ভাড়ার তালিকা নিয়ে অর্থাৎ সরকারিভাবে জায়গা নির্ধারণ করা আছে সেটা।

বিমানবন্দর টু সান্তাহার ট্রেনের সময়সূচী আন্তঃনগর

বিমানবন্দর থেকে সান্তাহার চলাচলকারি প্রত্যেকটি ট্রেন এর খবর এখন আমরা আপনাদের দেব। এই রুটে মোট চলাচল করে পাঁচটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন এবং আমরা চেষ্টা করবো এই পাঁচটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরতে যাতে করে আপনারা কোন ধরনের সমস্যায় না পড়েন।

একতা এক্সপ্রেস (705)

যারা এই রুটের নিয়মিত যাত্রী তাদের কাছে পরিচিত ট্রেন হল একতা এক্সপ্রেস। এটি একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন এবং যাত্রীরা খুব স্বাচ্ছন্দে সঙ্গে এই ট্রেনে যাতায়াত করতে পছন্দ করে। একতা এক্সপ্রেস ট্রেনের বিশেষ দিক হলো এই ট্রেনের কোন সাপ্তাহিক ছুটির দিনে অর্থাৎ এ টেন সপ্তাহের 7 দিন চলাচল করবে। একতা এক্সপ্রেস ট্রেনের বিমানবন্দর ছাড়ার সময় নির্ধারণ করা আছে 10:37 এবং এই ট্রেন সান্তাহারে পৌছানোর সময় নির্ধারণ করা আছে 16 টা।

লালমনি এক্সপ্রেস (751)

লালমনি এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করে বিমানবন্দর থেকে সান্তাহার এই রুটে। অত্যন্ত ভালো মানের সেবা প্রদান করে বলে লালমনি এক্সপ্রেসে যাত্রীরা যাতায়াত করে। লালমনি এক্সপ্রেস সরকারি নিয়ম অনুযায়ী প্রতি শুক্রবার বন্ধ থাকে। লালমনি এক্সপ্রেস বিমানবন্দর স্টেশন ছাড়ার সময় সরকারিভাবে নির্ধারণ করা আছে 22 টা 17 মিনিটে। আপনারা যারা লালমনি এক্সপ্রেস এ যাত্রা করবেন তারা সান্তাড়ি স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ করা আছে 3:35 মিনিট।

দ্রুতযান এক্সপ্রেস (757)

দ্রুতযান এক্সপ্রেস আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত বিমানবন্দর থেকে সান্তাহার এই রুটে খুব সুনামের সঙ্গে চলাচল করছে। এই ট্রেনের সাপ্তাহিক কোন ছুটির দিন নেই অর্থাৎ যাত্রীরা চাইলে সপ্তাহে প্রতিদিন এই ট্রেনে যাতায়াত করতে পারবে। দ্রুত জান এক্সপ্রেসের বিমানবন্দর স্টেশন ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা আছে বিষ্ঠা 27 মিনিট এবং এই স্টেশন ছেড়ে যাওয়ার পরে শান্তার স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ করা আছে 1:15 মিনিট।

নীলসাগর এক্সপ্রেস (765)

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের চলাচল কারী প্রত্যেকটি যাত্রীরা জানান কতটা আরামদায়কভাবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করা যায়। নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাতায়াত এর জন্য অবশ্যই আপনাকে এই সময়সূচী জানতে হবে। নীলসাগর এক্সপ্রেস ট্রেন প্রতি সোমবার বন্ধ থাকে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিমানবন্দর স্টেশন ছেড়ে যাওয়ার সময় 7:07 এবং সান্তাহার স্টেশনে পৌঁছানোর সময় 12:15।

রংপুর এক্সপ্রেস (771)

রংপুর এক্সপ্রেস নামক আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত চলাচল করে এই রুটে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি সোমবার বন্ধ থাকবে এবং বিমানবন্দর স্টেশন ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা আছে 9 টা 37। এবং সান্তাহার স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ করা আছে 15:10।

বিমানবন্দর টু সান্তাহার ট্রেনের ভাড়ার তালিকা

বিমানবন্দর থেকে সান্তাহার যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের সিটের শ্রেণি অনুযায়ী সরকারি ভাবে যে ভাড়া নির্ধারিত আছে সেটা এখন জানাবো। শোভন 330 টাকা, শোভন চেয়ার 360 টাকা, প্রথম সিট 480 টাকা, প্রথম বার্থ 715 টাকা, স্নিগ্ধা 600 টাকা, এসি সিট 715 টাকা, এসি বার্থ 1075 টাকা।