বিমানবন্দর টু বগুড়া ট্রেনের সময়সূচী ২০২৩ টিকেট ও ভাড়ার তালিকা

বিমানবন্দর থেকে বগুড়া যাওয়ার জন্য আপনার কাছে সুযোগ থাকবে আন্তঃনগর ট্রেনে যাওয়ার। আপনি বিমানবন্দর থেকে বগুড়া যেতে হলে কোন ট্রেনে যাত্রা করবেন সে বিষয়টি জানার প্রয়োজন আছে। আপনাদের জানিয়ে রাখছি যে বিমানবন্দর থেকে বগুড়া পর্যন্ত যাত্রা 180 কিলোমিটার। তাই আপনি যদি ট্রেনে যাতায়াত করেন তাহলে আপনার জন্য যাত্রা অনেকটা আরামদায়ক হবে।

বিমানবন্দর থেকে বগুড়া ট্রেনের সিডিউল এবং টিকিটের মূল্য তালিকা জানতে আপনারা আমাদের এই আর্টিকেল ব্যবহার করতে পারেন। আমরা এখানে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আলাদা আলাদা ভাবে আলোচনা করব এবং আশা করব আমাদের তথ্য গুলো সকলের কাছে বোধগম্য হবে। আপনারা যারা এ সম্পর্কে জানতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন তাদের আর খোঁজাখুঁজি করতে হবে না তারা খুব সহজেই এখান থেকেই সব সংগ্রহ করতে পারবেন।

বিমানবন্দর টু বগুড়া ট্রেন আন্তঃনগর

বিমানবন্দর থেকে বগুড়া যাওয়ার জন্য আপনার কাছে দুইটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন থাকবে। একটি হলো লালমনি এক্সপ্রেস এবং আরেকটি হল রংপুর এক্সপ্রেস। তবে এই ট্রেন দুইটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন হওয়ায় এবং প্রত্যেকটির ট্রেন এর সময় বিভিন্ন হওয়ায় যাত্রীদের কাছে বড় সুযোগ থাকছে যেকোন একটিতে সময় অনুযায়ী যাত্রা করার।

আপনি এখন কোন ট্রেনে যাতায়াত করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় তবে প্রত্যেকটির ট্রেনের অভ্যন্তরের পরিবেশ অত্যন্ত ভালো মানের বর্তমানে। রয়েছে ক্যান্টিন ব্যবস্থা এবং নামাজ পড়ার জন্য আলাদা কক্ষে এর ব্যবস্থা। সবদিক বিবেচনা করলে এবং সবদিক মিলিয়ে দেখলে এই সকল আন্তঃনগর ট্রেনে যাতায়াত করা অত্যন্ত উপভোগ্য।

বিমানবন্দর টু বগুড়া ট্রেনের সময়সূচী আন্তঃনগর

এখন আমরা আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি বিমানবন্দর থেকে বগুড়া যাতায়াতের জন্য যেই সকল আন্তঃনগর ট্রেনগুলো রয়েছে তার সময়সূচী। সময়সূচী গুলো আপনারা খুব সহজেই আমাদের এখান থেকে জানতে পারবেন এবং সেই অনুযায়ী ট্রেনের যাত্রা সাজাতে পারবেন। যাইহোক বিমানবন্দর থেকে বগুড়া যাতায়াতের জন্য দুইটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন পাবেন আমরা সেই দুটি ট্রেনের আলাদা আলাদা ভাগ করে দিয়েছি।

লালমনি এক্সপ্রেস (751)

লালমনি এক্সপ্রেস নিয়মিত চলাচল করে এই রুটে এবং বিমানবন্দর থেকে বগুড়া যাওয়ার জন্য অবশ্যই কিছু সিট বরাদ্দ রয়েছে। যেহেতু এটি একটি দীর্ঘ পথ তাই অবশ্যই নির্দিষ্ট অনুযায়ী এই ট্রেনে মানুষজনের যাতায়াত করেন। বিমানবন্দর থেকে বগুড়া পর্যন্ত যাওয়ার জন্য লালমনি এক্সপ্রেস বন্ধ থাকবে শুধুমাত্র একদিন সেটি হল শুক্রবার।

লালমনি এক্সপ্রেস এর বিমানবন্দর স্টেশন থেকে ছাড়ার সময় সরকারিভাবে নির্ধারণ করা আছে 22:12। সবকিছু যদি ঠিক থাকে তাহলে এই ট্রেনের বগুড়ায় স্টেশনে এসে পৌঁছানোর সময় নির্ধারণ করা আছে 4:21।

রংপুর এক্সপ্রেস (771)

রংপুর এক্সপ্রেস নামক এই আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি বহুদিন যাবত বিমানবন্দর থেকে বগুড়া এই রুটে চলাচল করছে। এই ট্রেন নিয়মিত সময় মেনে এই রুটে চলাচল করে। ইতিপূর্বে অনেকেই হয়তো রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা করেছেন। রংপুর এক্সপ্রেস ট্রেন সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে এক দিন সোমবার বন্ধ থাকে। এটি হলো সরকারি নিয়ম।

রংপুর এক্সপ্রেস ট্রেন একটি নির্দিষ্ট সময় মেনে যাতায়াত করে। রংপুর এক্সপ্রেস ট্রেনের বিমানবন্দর স্টেশন ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা আছে 9 টা 37 মিনিটে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে বগুড়া স্টেশনে এসে পৌঁছানোর রংপুর এক্সপ্রেসের সময় নির্ধারণ করা আছে 15 টা 54 মিনিট। এটা সরকারি নিয়ম এবং আপনারা চাইলে এই নিয়ম মেনেই যাত্রা করতে পারবেন।

বিমানবন্দর টু বগুড়া ট্রেনের ভাড়ার তালিকা

বিমানবন্দর থেকে বগুড়া যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই ট্রেনের নির্দিষ্ট কিছু ভাড়া আছে এবং সে ভাড়া গুলো আবার ভাগ করা হয়েছে ট্রেনের সিটের শ্রেণি অনুযায়ী। চলুন আজকে আমরা প্রত্যেকটি ট্রেনে অনুযায়ী ভাড়া গুলো জানি।

শোভন 330 টাকা, শোভন চেয়ার 395 টাকা। প্রথম সিট 525 টাকা, প্রথম বার্থ 790 টাকা। স্নিগ্ধা 660, এসি 790 টাকা, এসি বার্থ 1180 টাকা।