বরাবরের মতো আজকে আমরা আলোচনা করব টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং টিকিট মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে। আপনারা যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন এবং টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেন এর বিস্তারিত তথ্য জানেন না এবং জানার জন্য এদিকে ওদিকে খোঁজাখুঁজি করছেন তাদের আর খোঁজাখুঁজি করতে হবে না। আপনারা আমাদের এই আর্টিকেলের মাধ্যমে সকল তথ্য জানতে পারবেন।
আজকে আমরা আলোচনা করব টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের সকল সিডিউল সম্পর্কে অর্থাৎ এই ট্রেনের সময়সূচী সম্পর্কে। এছাড়া এর সঙ্গে আরো আলোচনা করব ট্রেনের ভাড়া এবং প্রত্যেকটি স্টেশনে থামার সময় সম্পর্কে। আপনারা যারা জানতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন।
টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
যারা টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনে নিয়মিত যাতায়াত করেন তারা অবশ্যই জানেন টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেন রাজশাহী টু গোপালগঞ্জ গোপালগঞ্জ টু রাজশাহী রুটে নিয়মিত চলাফেরা করে। অর্থাৎ এই রুটে চলাচলকারী এটি হলো একটি বিলাসবহুল এবং দ্রুতগামী ট্রেন। যেসকল যাত্রীগণ এই ট্রেনে যাতায়াত করেন তারা এ ট্রেনের সময়সূচী বিস্তারিত জানতে চান।
এই রুটে চলাচলকারী প্রত্যেকটি ট্রেনের মধ্যে সবথেকে ভালো মানের এবং যাত্রীদের পছন্দের ট্রেন হচ্ছে টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনে রয়েছে বিশেষ বিশেষ কিছু সুযোগ-সুবিধা যার কারণে সকলে তাদের এ যাত্রাকে উপভোগ করতে পারে এবং আনন্দের সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এখন আমরা আপনাদের ট্রেনের সময়সূচী জানাবো।
টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ছাড়ে 15 টা 30 মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া এই ট্রেনের গোপালগঞ্জ স্টেশনে পৌঁছানোর সময় উল্লেখ করা আছে 21 টা 45 মিনিটে। এই ট্রেন রাজশাহী থেকে প্রতি সোমবার এক দিন বন্ধ থাকবে অর্থাৎ ছুটির দিন হল সোমবার।
এই ট্রেনটি গোপালগঞ্জ থেকে রাজশাহী আসার উদ্দেশ্যে গোপালগঞ্জ স্টেশন থেকে ছাড়ে 6 টা 50 মিনিটে। গোপালগঞ্জ থেকে রাজশাহী এসে পৌঁছানোর সময় উল্লেখ করা আছে 13 টা 10 মিনিটে । এই ট্রেনটি প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে অর্থাৎ মঙ্গলবার ছুটির দিন।
টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের বিরতি স্থান ও সময় সূচি
এই অংশ থেকে আপনারা জানতে পারবেন টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেন কোন কোন স্থানে থামবে এবং সেই সময়সূচী সম্পর্কে। গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুংগীপাড়া এক্সপ্রেস কোন কোন স্থানে থামবে তা এখন আমরা আপনাদের জানাচ্ছি। বোড়াশী 6:39, গোপালগঞ্জ 6:50, চন্দ্রদিঘলিয়া 7:05, কাশিয়ানী 7:43, বোয়ালমারী 8:08, মধুখালী 8:29, বহরপুর 8:50, কুমারখালী 9:44, কুষ্টিয়া 10:03, পোড়াদহ 10:20, বোয়ালমারী 11:40।
রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি কোথায় কোথায় থামবে এখন তা জানাবো। ঈশ্বরদীর 16:30, বোয়ালমারী 17:01, পোড়াদহ 17:30, কুষ্টিয়া 18:13, কুমারখালী 18:36, খোকসা 8:48, পাংশা 19:04, কালুখালী 19:15, বহরপুর 19:32, মধুখালী 19:45, কাশিয়ানী 20:50, চাপটা 21:05, গোপালগঞ্জ 21:45, বোড়াশী 22:04।
টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
আমরা আলোচনা করব টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের সকল সিডিউল ও ট্রেনের সময়সূচী সম্পর্কে। যারা টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাতায়াত করেন তারা অবশ্যই জানেন অত্যন্ত বিলাসবহুল এই ট্রেনে যাতায়াত করা কতটা মজার। এখন আমরা সেই ট্রেনের টিকিটের শ্রেণীর অনুযায়ী ভাড়ার কথা উল্লেখ করব।
আপনারা যারা টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারে যাতায়াত করবেন তাদের জন্য সরকারিভাবে ট্রেনের টিকিট মূল্য নির্ধারণ করা আছে 300 টাকা। এছাড়াও আপনারা যারা এই এসি সিট নিয়ে টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করবেন তাদের জন্য ভাড়া নির্ধারণ করা আছে 500 টাকা।
আমরা উপরে যে ভাড়াটি উল্লেখ করলাম সেটা গোপালগঞ্জ থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে গোপালগঞ্জ এর ভাড়া উল্লেখ করা হয়েছে। এর মাঝখানে যদি আপনি যাতায়াত করতে চান তাহলে দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হবে।