পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট ও ভাড়ার তালিকা

পারাবত এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে সার্ভিস এর একটি আন্তঃনগর ট্রেন। এ আন্তঃনগর ট্রেন ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা যাতায়াত করে। এই ট্রেনটি বাংলাদেশের অন্যতম দ্রুত এবং বিলাসবহুল ট্রেন। পারাবত এক্সপ্রেস ট্রেনে সকল ধরনের মানুষ খুব অল্প ভারতে এবং দ্রুত ঢাকা টু সিলেট এবং সিলেট থেকে ঢাকা যেতে পারে।

আপনারা যারা ইতিপূর্বে ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা চলাচল করেছেন তারা হয়তো এই ট্রেন এর কথা শুনেছেন। আজকে আমরা পারাবত এক্সপ্রেস ট্রেন সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এবং এর ট্রেন এর সকল তথ্য গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এ রুটে চলাচলকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস সম্পর্কে। ঢাকা থেকে সিলেট রুটে বর্তমান ট্রেন চলাচল করছে এবং সারা বাংলাদেশের ব্যস্ততম এই রুটে ট্রেন চলাচল করে। প্রতিদিন প্রচুর লোক এই রুটে চলাচল করে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

আপনারা যারা নিয়মিত ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের চলাচল করেন তাদের কাছে পরিচিত নাম হল পারাবত এক্সপ্রেস ট্রেন। এটি বাংলাদেশ রেলওয়ে আরেকটি আন্তঃনগর ট্রেন এবং এই ট্রেনে প্রতিদিন বহু মানুষ ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকায় চলাচল করে। প্রধানত দূরের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন গুলো সকলেই ব্যবহার করে তার কারণ হলো ঢাকা থেকে সিলেট যাত্রাপথে মাঝখানে যেই স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনে ট্রেন থামে না।

প্রত্যেকটি ট্রেন নিদৃষ্ট সময় মেনে তার গন্তব্য স্থল থেকে ছেড়ে আসে তবে বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত ট্রেন আসতে দেরি হলে তাহলে ট্রেন ছাড়তে দেরি হয়। তবে যেহেতু এটি একটি আন্তঃনগর ট্রেন তাই এই ট্রেনটি অন্যান্য ট্রেনের জন্য থেমে থাকে না যার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। আমরা সরকারি যে সময় নির্ধারণ করে দেয়া রয়েছে সেই সময় অনুযায়ী আপনাদের সামনে সকল তথ্য উপস্থাপন করার চেষ্টা করব।

পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু সিলেট এবং সিলেট থেকে ঢাকা রুটে নিয়মিত চলাচল করে ঢাকা টু সিলেট গামী পারাবত এক্সপ্রেস সপ্তাহে 6 দিন চলাচল করে। এই ট্রেনটি শুধু মঙ্গলবার বন্ধ থাকে। অপরদিকে সিলেট টু ঢাকা গামি পারাবত এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চলাচল করে। এই ট্রেনটিও শুধু মঙ্গলবার বন্ধ থাকে।

পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে 6 টা 20 মিনিটে এবং তার গন্তব্যস্থলে এসে পৌঁছায় 1 টা 10 মিনিটে। অপরদিকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে 3:45 এ এবং তার গন্তব্যস্থলে এসে পৌঁছায় 10:40 মিনিটে।

পারাবত এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী

পারাবত এক্সপ্রেস ট্রেনে যাত্রাপথে কয়েকটি স্টেশনে বিরতি দিয়ে থাকে আমরা এখন সেই স্টেশন গুলোর নাম এবং সময় গুলো উল্লেখ করব।

ঢাকা থেকে সিলেট যাত্রার সময় যেসব স্টেশনে বিরতি দেয় সেগুলো হলো: বিমানবন্দর 6:47, বড়াল ব্রিজ 7:30, বি-বাড়িয়া 8:16, আজিমপুর 8:40, নোয়াপাড়া 9:20, শায়েস্তাগঞ্জ 9:49, শ্রীমঙ্গল 10:30, ভানুগাছ 10:30 কুলাউড়া 11:27 মাইজগাঁও 12:10।

সিলেট থেকে ঢাকা যাত্রার সময় যেসব স্টেশনে বিরোধী দেয় সেগুলো হলো: মাইজগাঁও 7:23, কুলাউড়া 4:50, ভানুগাছ 5:30, শ্রীমঙ্গল 5:55, শায়েস্তাগঞ্জ 6:52, নোয়াপাড়া 7:18, আজিমপুর 8:08, বি-বাড়িয়া 8:30, বড়ালব্রীজ 8:53, বিমানবন্দর 10:20।

পারাবত এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

আমরা আমাদের অনুচ্ছেদের এই অংশে এখন আলোচনা করব পারাবত এক্সপ্রেস ট্রেনের যেসব ধারা রয়েছে সেসব ভাড়ার তালিকা গুলো।

শোভন চেয়ার এর জন্য টিকিট ভাড়া নির্ধারণ করা হয়েছে 135 টাকা। শোভন  এর জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 175 টাকা। স্নিগ্ধা আসনের জন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 253 টাকা।