নোয়াখালী টু ঢাকা বাসের সময়সূচী, ভাড়া, অনলাইন টিকিট 2023

আমাদের আজকের এই পোষ্ট নোয়াখালী জেলাতে যে সকল মানুষজন বসবাস করেন তাদের জন্য উপকারী হতে পারে। কারণ এই পোষ্টের মাধ্যমে আমরা আজকে নোয়াখালী টু ঢাকা এর উঠে যতবার চলাচল করে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। বেশ কয়েকটি বাস রয়েছে যে বাসগুলো নোয়াখালী টু ঢাকা এই রুটে চলাচল করে।

আমরা অনেকেই এই রুটে যাতায়াতও করি কিন্তু যাতায়াতের পূর্বে থেকে আমরা জানি না কোন বাস গুলো কখন যাতায়াত করে এতে করে আমরা আমাদের যাত্রা সুন্দরভাবে সাজাতে পারি না। আমরা বাস কাউন্টারে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করি বাসটি কখন আসবে সে অনুপাতে আমরা যাত্রা শুরু করি। কিন্তু আমরা যদি আগে থেকেই এই বাসগুলো সকল তথ্য জেনে থাকি তাহলে, বাসা থেকে খুব ভালো প্ল্যান করে বের হয়ে আমরা যাতায়াত করতে পারি।

নোয়াখালী টু ঢাকা রোডের বাস চলাচল

এখন আমরা নোয়াখালী কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যারা নোয়াখালীতে বসবাস করেন তারা হয়তো অনেকেই জানেন কিন্তু যারা বাইরের মানুষজন আছেন তারা এই নোয়াখালী জেলা সম্পর্কে অনেক কমই জানেন। যারা বাইরের জেলা থেকে এই জেলা তে বিভিন্ন কারণবশত অবস্থান করছেন তাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন। বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের অবস্থিত চট্টগ্রাম বিভাগের মধ্যে এই নোয়াখালী জেলার অবস্থান। নোয়াখালী জেলা ও এগ্রেট প্রাপ্ত একটি জেলা। অনেকে হয়তো জানেন না নোয়াখালী জেলার পূর্ব নাম ছিল ভুলুয়া।

নোয়াখালীতে রয়েছে বহু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যার মাধ্যমে এই অঞ্চলের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এই নোয়াখালীতে। নোয়াখালীতে রয়েছে নোয়াখালী মেডিকেল কলেজ। এছাড়া এখানে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। গোটা নোয়াখালী জুড়ে প্রায় 35 টি সরকারি কলেজ এবং 161 মাদ্রাসা রয়েছে।

নোয়াখালীর প্রায় 80 ভাগ মানুষ বেশি নির্ভরশীল। জীবিকা নির্বাহের তাগিদে তারা এই কৃষির উপর নির্ভরশীল হয়ে আছে। নোয়াখালীর সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ঢাকানোয়াখালী মহাসড়ক আছে এবং চট্টগ্রাম নোয়াখালী মহাসড়ক আছে। দুইটি মহাসড়ক এর মাধ্যমে নোয়াখালীর সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ করা যায়। এই জেলাতে রয়েছে মেঘনা নদী এছাড়াও আরও অনেক ছোট বড় নদী।

দর্শনীয় স্থানগুলোর মধ্যে বহু দর্শনীয় স্থান রয়েছে যেগুলোতে অনেক মানুষ সৌন্দর্য উপভোগের জন্য বেড়াতে আসেন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন দেশের সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এই নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। এছাড়া বহু উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ রয়েছেন যারা এই জেলাতে জন্মগ্রহণ করেছেন।

নোয়াখালী টু ঢাকা বাসের সময়সূচী

এখন আমরা আপনাদের কিছু তথ্য দেয়ার চেষ্টা করব নোয়াখালী টু ঢাকা বাসের সময়সূচী এবং নামগুলো সম্পর্কে।কোন কোন কোম্পানির বাস এ রুটে চলাচল করে সেগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

  • একুশে পরিবহন নোয়াখালী টু ঢাকা রুটে তাদের এসি এবং ননএসি 2 টি বাস সার্ভিস চালু রেখেছে। এই বাসগুলো হতে একটি নন এসি বাস সকালবেলাতে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। সকাল 5:30 এ বাসটি নোয়াখালী থেকে ঢাকা যাত্রা শুরু করে এবং সকাল 10:30 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায়।
  • এখনো পরিবহন চালু রেখেছে নোয়াখালী টু ঢাকা এই রুটে তাদের একটি নন এসি বাস। এই বাসটি সকাল 6:10 ঢাকার উদ্দেশ্যে নোয়াখালী থেকে ছেড়ে আসে এবং বাসটি সকাল 11 টা 10 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
  • নোয়াখালী টু ঢাকা এই রুটে এনা ট্রান্সপোর্ট লিঃ তাদের অনেক কয়টি বাস চালু রেখেছে। অনেকগুলো বাস হতে একটি বাস খুব সকালে 6:30 মিনিটে নোয়াখালী থেকে যাত্রা শুরু করে ঢাকাতে আসার জন্য। বাসটি ঢাকাতে এসে পৌঁছায় সকাল 11:30 মিনিটে।
  • জাহাঙ্গীর পরিবহন তাদের নন এসি বাস সার্ভিস চালু রেখেছে নোয়াখালী টু ঢাকা রুটে। তাদের এই বাসটি সকাল 7 টা 55 মিনিটে নোয়াখালী কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপরে বাসটি 1:30 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায়।
  • হিমাচল পরিবহন নোয়াখালী টু ঢাকা এই রুটে তাদের বেশ কয়েকটি বাস চালু রেখেছে। এই বাস গুলোর মধ্যে একটি বাস সকাল 7:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এই বাসটি সকাল 12 টা 30 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে।
  • মুম্বাই বাস কম্পানি একটি বাস সকাল 8:30 মিনিটে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে নোয়াখালী কাউন্টার থেকে তাদের একটি বাস ছাড়ে। বাসটি ঢাকা কাউন্টারে এসে পৌঁছায় প্রায় দুপুর 1:30 মিনিটে।
  • দুপুর বেলাতে বেশ কয়েকটি এসি বাসের মধ্যে একটি এসি বাস চলে যে টির নাম হল একুশে পরিবহন। এই কোম্পানির একটি এসি বাস নোয়াখালী টু ঢাকা রুটে চলাচল করে এবং বাসটি দুপুর 1:30 মিনিটে নোয়াখালী থেকে ছেড়ে আসে এবং ঢাকাতে এসে পৌঁছায় বিকেল 5 টা 30 মিনিটে।
  • দুপুরে রয়েছে আরও একটি এসি বাস সার্ভিস এই বাসটি কোম্পানির নাম হলো গ্রীন লাইন বাস কোম্পানি। গ্রীন লাইনের এই বাসটি দুপুর 1 টা 55 তে নোয়াখালী থাকে তাদের একটি এসি বাস চালু রেখেছে এবং বাসটি সন্ধ্যা 7 টা 10 মিনিটে এসে ঢাকাতে পৌঁছেছে।
  • যারা রাতে যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য বেশ কয়েকটি বাস কম্পানি নোয়াখালী টু ঢাকা এই রুটে বা চালু রেখেছে। এনা ট্রান্সপোর্ট লিঃ নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যা 7:30 মিনিটে তাদের একটি নন এসি বাস ছাড়ে এবং এই বাসটি রাত 12:30 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায়।
  • হিমাচল বাস কম্পানি রাত 8:30 মিনিটে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে তাদের একটি নন এসি বাস ছাড়ে এই বাসটি ঢাকাতে এসে পৌঁছায় রাত 1:30 মিনিটে।
  • সাথী পরিবহন রাত 11:30 এ ঢাকার উদ্দেশ্যে নোয়াখালী থেকে ছাড়ে একটি এসি বাস। এই বাসটি সারারাত যাত্রী নিয়ে যাত্রা করে ভোর 4:30 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে। বাসটি একটি এসি বাস এবং এই বাসে যাত্রা করা খুব আরামদায়ক।
  • গ্রীন লাইনের আরো একটি এসি বাস রয়েছে যেটি রাত 11 টা 45 মিনিটে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে এবং ভোর 5 টা 15 মিনিটে ঢাকাতে এসে আরামদায়ক এই যাত্রার শেষ করে।

নোয়াখালী টু ঢাকা বাসের ভাড়া

এখন আমরা এসি এবং ননএসি ভেদে আপনাদের নোয়াখালী টু ঢাকা এই রুটের বাসের ভাড়া কথা উল্লেখ করতে যাচ্ছে। বাস কম্পানি অনেকগুলো হলেও বাস কোম্পানি গুলো একই ভাড়া নির্ধারণ করেছে শুধু তফাৎ হলো এসি এবং ননএসি ক্ষেত্রে।

এসি বাসের ভাড়া

এসি বাসের ভাড়া

  • বেশ কয়েকটি এসি বাস এই রুটে চলাচল করে এবং এই প্রত্যেকটি এসি বাসের ভাড়া বা টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 550 টাকা।

অনলাইনে নোয়াখালী টু ঢাকা বাসের টিকেট

অনলাইনে নোয়াখালী টু ঢাকা বাসের টিকিট পাওয়া খুব সহজ। আপনি আপনার মোবাইল ব্যবহার করেও বাসের টিকিট কাটতে পারে। অথবা আপনি যে কোনো কম্পিউটার সেট ব্যবহার করো বাসের টিকিট অনলাইনে কাটতে পারেন।

আপনাকে ইন্টারনেট ব্যবহার করে shohoz.com এ প্রবেশ করতে হবে অথবা প্রত্যেকটি বাসের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং সেখান থেকে শুধু মাত্র দুই থেকে তিনটি ধাপ অতিক্রম করে আপনি অনলাইনে বাসের টিকিট কাটা পড়ে সম্পন্ন করতে পারবেন। আপনি যদি প্রথম বার এটি না করতে পারেন তাহলে, আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তথ্য সংগ্রহ করুন এবং আমি কথা দিচ্ছি, তারপরে আপনি নিজে থেকে আপনার বাসের টিকিট কেটে নিতে পারবেন।