মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট মূল্য ও ভাড়ার তালিকা

চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে চট্টগ্রাম এই রুটে চলাচলকারী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি অত্যন্ত পরিচিত একটি ট্রেন। এই রুটে চলাচলকারী ট্রেন গুলোর মধ্যে মেঘনা এক্সপ্রেস অত্যন্ত ভালো মানের এবং মানসম্মত একটি ট্রেন। মেঘনা এক্সপ্রেস (729/730) বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে চট্টগ্রামে চলাচল করে।

এই ট্রেনে রয়েছে বিশেষ বিশেষ কিছু সুযোগ-সুবিধা যে সুযোগ সুবিধার কারণে যাত্রীরা চেষ্টা করে এই ট্রেনে যাতায়াত করতে। এর পাশাপাশি এই ট্রেনের রয়েছে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এই ট্রেনে রয়েছে নামাজের ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এছাড়াও এই ট্রেনের টয়লেট অত্যন্ত ভালো মানের হওয়ায় যাত্রীরা সচ্ছন্দে যাতায়াত করতে পারে।

মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমরা আমাদের প্রত্যেকটি পোস্টে আলোচনা করি ট্রেনের সকল প্রয়োজনীয় তথ্য সম্পর্কে। আপনি একটি ট্রেনে যাতায়াত করছেন এবং আপনার সেই ট্রেনের সময়সূচী সম্পর্কে কোন ধারণা নেই তাহলে অবশ্যই আপনি সেই যাতায়াতটা উপভোগ করতে পারবেন না। ভুলবশত আপনি অনেক ভোগান্তিতে পড়তে পারেন।

আমরা এখন চেষ্টা করব মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী আপনাদের সামনে তুলে ধরতে। মেঘনা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে চাঁদপুর এর উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যায় 17:15 এ এবং এই ট্রেনের চাঁদপুরে পৌছানোর সময় উল্লেখ করা আছে 21:25। আপনাদের জানিয়ে রাখছি যে এই ট্রেনের কোন ছুটির দিনের উল্লেখ নেই অর্থাৎ সপ্তাহের 7 দিন এই ট্রেন চলাচল করে।

মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর স্টেশন থেকে ছাড়ে 5:00 এবং এই ট্রেন চট্টগ্রামে পৌছানোর সময় উল্লেখ আছে 9:00 তে। এই ট্রেনের ও সপ্তাহে কোন ছুটির দিন নেই অর্থাৎ সপ্তাহের সাতদিনই ট্রেন চলাচল করে।

মেঘনা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী

ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রেন এর সকল তথ্য গুলো সম্পর্কে জানা। যারা নিয়মিত যাতায়াত করেন তারা অবশ্যই এই তথ্যগুলো জেনে থাকবেন কিন্তু যারা নতুন যাতায়াত করছেন তাদের জন্য এই তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আমরা মেঘনা এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে চট্টগ্রামে যাতায়াতের সময় কোন কোন স্টেশনে থামার কথা রয়েছে সেগুলো আপনাদের জানাবো।

মেঘনা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যখন ছেড়ে যায় তখন থামে ফেনী 18:46, নাঙ্গলকোট 19:17, লাকসাম 19:40, চিতোষী রোড 20:12, মেহের 20:25, চাঁদপুর 21:12।

মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসার পরে থামে চাঁদপুর 5:05, মধুরোড 5:22, হাজিগঞ্জ 5:36, মেহের 5:51, চিতোষী রোড 6:04, লাকসাম 6:20, নাঙ্গলকোট 6:54 ফেনী 7:30।

মেঘনা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

ট্রেনে ভ্রমণের সময় অবশ্যই আপনাকে সেই ট্রেনের ভাড়ার বিস্তারিত তথ্য জানতে হবে। ভাড়া না জেনে আপনি যখন ট্রেনে টিকিট কাটতে যাবেন তখন আপনাকে ভোগান্তিতে পড়তে হতে পারে। আমরা চেষ্টা করেছি আমাদের একটি পোষ্টের মাধ্যমে একটি ট্রেনের সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে। সেই ধারাবাহিকতায় এখন আমরা মেঘনা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা উল্লেখ করব।

মেঘনা এক্সপ্রেস ট্রেনের শোভন সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে 150 টাকা। শোভন চেয়ার সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে 180 টাকা। প্রথম শ্রেণীর সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে 240 টাকা। প্রথম শ্রেণী বার্থ সিট এর ভাড়া নির্ধারণ করা হয়েছে 360 টাকা। স্নিগ্ধা ভাড়া নির্ধারণ করা হয়েছে 345 টাকা। এসি সিট ভাড়া নির্ধারণ করা হয়েছে 414 টাকা। এসি বার্থ ভাড়া নির্ধারণ করা হয়েছে 621 টাকা।

আমরা শতভাগ সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে করে পাঠকরা এই তথ্যগুলো নিঃসন্দেহে ব্যবহার করতে পারে এবং এতে কোন ধরনের ভুল না থাকে।