আপনি মাগুরা জেলা থেকে ঢাকা জেলা তে যাওয়ার জন্য বাসের সময়সূচী সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে আমরা বলবো যে আপনি সঠিক জায়গা তে প্রবেশ করেছেন। আপনারা যারা আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিটর রয়েছেন এবং যারা নতুন ভিজিটর আছেন তারা সকলেই ইতিমধ্যে বুঝে গেছেন যে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপলোড করি বাসের সময়সূচী সম্পর্কে।
আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন দেশের প্রত্যেকটি জেলা থেকে ঢাকাতে প্রবেশের বাসের সকল সময়সূচী এবং ভাড়া সম্পর্কে তথ্য। আজকের আমাদের এই পোস্টে আমরা আলোচনা করব মাগুরা টু ঢাকা বাসের সময়সূচী, ভাড়া এবং অনলাইন টিকিট সম্পর্কে। আপনারা আমাদের পোস্ট সম্পূর্ণরূপে পড়লে এই তথ্যগুলো ভালোভাবে বুঝতে পেরে যাবেন। চলুন আমরা নিচের অংশের দিকে যায়।
মাগুরা টু ঢাকা কিছু তথ্য
আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা প্রথমেই জানিয়ে রাখি যে আমরা গুগল ম্যাপ থেকে এটা জানতে পেরেছি মাগুরা টু ঢাকা দূরত্ব হচ্ছে প্রায় 162 কিলোমিটার। এটি অনেক বড় একটি রাস্তা। আপনি এত বড় একটি রাস্তা খুব সহজে অতিক্রম করতে পারবেন না। অবশ্যই আপনাকে রাস্তা সম্পর্কে ধারণা থাকতে হবে এবং আপনাকে রাস্তা যাতায়াতের জন্য একটি ভাল মাধ্যম বেছে নিতে হবে।
ফরিদপুর হয়ে মাগুরা দিয়ে জেহানাবাদ হয়ে যশোর হয়ে খুলনা হয়ে আপনাকে ঢাকাতে যেতে হবে। আজকের এই পোস্টে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি এত বড় একটি যাত্রা খুব সহজেই সম্পূর্ণ করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমরা এই রোডে যত বাস যাতায়াত করছে সকল বাসের তথ্য তুলে ধরব।
মাগুরা জেলা বাংলাদেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। এটি খুলনা জেলার একটি জেলা শহর। আপনাদের জানিয়ে রাখি যে মাগুরা জেলার সাথে দেশের কোন জেলার রেলপথে যোগাযোগ নেই তাই এই জেলার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য প্রধান যানবাহন বা মাধ্যম হচ্ছে বাস।
আপনারা হয়তো অনেকেই জানেন না বাংলাদেশের সর্বকালের সর্বসেরা ক্রিকেটার এবং গোটা বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্ম এই জেলাতে। তাই অনেকের কাছে এই জেলা অনেক আকর্ষণীয় একটি জেলা। এছাড়াও এই জেলা থেকে বহু বিশিষ্ট ব্যক্তি উঠে এসেছেন যারা কালেক্ট রুমে বাংলাদেশের জন্য অনেক কিছু করে গেছেন। এই জেলাতে অনেকগুলো নদী রয়েছে তার মধ্যে প্রধান পরিচিত নদী হলো গড়াই নদী।
মাগুরা টু ঢাকা বাসের সময়সূচী
এখন আমরা আপনাদের জানাব মাগুরা টু ঢাকা বাসের সময়সূচী সম্পর্কে। বাস কখন ছাড়বে এবং তার গন্তব্যস্থলে কখন পৌছাবে সেই সম্পর্কে।
- হানিফ এন্টারপ্রাইজ মাগুরা টু ঢাকা এই রুটে বাস সার্ভিস চালু রেখেছে। রাত 8:00 টা তে মাগুরা থেকে ঢাকার উদ্দেশ্যে হানিফ এন্টারপ্রাইজের একটি নন এসি বাস ছাড়া হবে। এই বাসটি ঢাকাতে এসে পৌছবে ভোর 4 টা 20 মিনিটে।
- হানিফ এন্টারপ্রাইজ আরো একটি বাস রেখেছে যে বাসটি ছেড়ে আসবে রাত্রি 7:50 মাগুরা থেকে। এই বাসে ঢাকাতে এসে পৌঁছবে ভোর 4 টা 10 মিনিটে। এটি একটি নন এসি বাস।
ঢাকা টু মাগুরা বাসের সময়সূচী
এখন আমরা দেখাবো ঢাকা টু মাগুরা বাস এর সকল সময়সূচী সম্পর্কে। আগ্রহীরা অবশ্যই খুব ভালোভাবে দেখে নিবেন।
সকালের বাসের সময়সূচী
- হানিফ এন্টারপ্রাইজ মাগুরা টু ঢাকা বাস সার্ভিস চালু রেখেছে। খুব সকালে যারা যাত্রা করতে চান তাদের জন্য রয়েছে সকাল 7:00 টা তে একটি বাস। এই বাসটি মাগুরাতে এসে পৌছবে দুপুর 1:45 মিনিটে।
- সকালে যাতায়াতের জন্য হানিফ এন্টারপ্রাইজ চালু রেখেছে 7:30 মিনিটে ঢাকা টু মাগুরা বাস সার্ভিস। এটি একটি নন এসি বাস এবং এই বাসটি মাগুরাতে পৌছবে দুপুর 3 টা 10 মিনিটে।
- সকালে যারা বাসে যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজ নিয়ে এলো ঢাকা টু মাগুরা বাস সার্ভিস। নন এসি বাস সকাল 8 টা 30 মিনিটে যাত্রা শুরু করবে এবং তার গন্তব্যে পৌঁছাবে দুপুর 3 টা 10 মিনিটে।
- হানিফ এন্টারপ্রাইজ ঢাকা টু মাগুরা এই রুটে এসি বাস চালু রেখেছে। এসি বাসটি ঢাকা থেকে ছেড়ে যাবে সকাল 9:30 এ মিনিটে এবং মাগুরাতে তার গন্তব্যে পৌঁছাবে বিকেল 5 টা 15 মিনিটে।
দুপুরের বাসের সময়সূচী
- হানিফ এন্টারপ্রাইজ ঢাকা থেকে দুপুর 12 টা 15 মিনিটে ছাড়বে তাদের একটি নন এসি বাস। এই বাসটি মাগুরাতে এসে পৌছবে বিকেল 5 টা 45 মিনিটে।
- দুপুর বেলাতে হানিফ এন্টারপ্রাইজের আরো একটি নন এসি বাস রয়েছে। এই বাসটি ঢাকাতে ছাড়বে দুপুর 2 টা 15 মিনিটে। ঢাকা থেকে ছেড়ে এসে মাগুরাতে পৌছবে রাত্রি 9:10 মিনিটে।
ঢাকা টু মাগুরা বাস রুটের হানিফ এন্টারপ্রাইজ অনেকগুলি নন এসি বাস চালু রেখেছে তার মধ্যে একটি হলো দুপুরবেলা তে যাওয়ার জন্য। এই বাসটি দুপুর 3 টা 45 মিনিটে ঢাকা থেকে মাগুরা উদ্দেশ্যে রওনা করবে। এই বাসটি যাত্রা শেষ করবে রাত 9 টা 45 মিনিটে মাগুরাতে এসে।
রাতের বাসের সময়সূচী
- ঢাকা টু মাগুরা যারা রাতে যেতে পছন্দ করেন তাদের জন্য হানিফ এন্টারপ্রাইজের অনেকগুলি বাস রয়েছে একটি বাস সন্ধ্যা 7:00 টা তে মাগুরার উদ্দেশ্যে ছাড়বে এবং ভোর 4: 30 মিনিটে মাগুরাতে এসে পৌঁছাবে।
- হানিফ এন্টারপ্রাইজ এর আরো একটি বাস মাগুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে রাত 7 টা 50 মিনিটে এবং এই বাসটি মাগুরাতে এসে তার যাত্রা শেষ করবে ভোর 3 টা 45 মিনিটে।
- আপনারা যারা রাতে যেতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে রাত 10:00 টা থেকে ঢাকা টু মাগুরার উদ্দেশ্যে একটি বাস। এই বাসটি মাগুরাতে এসে ভোর 4 টা 45 মিনিটে তার যাত্রা শেষ করবে।
- হানিফ এন্টারপ্রাইজের রাত্রিকালীন আরো একটি বাস রয়েছে যে বাসটি 8:45 মিনিটে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং ভোর 3 টা 45 মিনিটে এসে মাগুরাতে পৌঁছাবে।
- আরো একটি রাত্রিকালীন বাস যেটি ঢাকা থেকে ছাড়বে রাত 10 টা তে এবং মাগুরা জেলাতে এসে পৌছবে ভোর 5 টা 45 মিনিটে। এটি হানিফ এন্টারপ্রাইজ এর একটি নন এসি বাস।
মাগুরা টু ঢাকা বাসের ভাড়া
আপনারা যারা মাগুরা জেলা থেকে ঢাকা জেলাতে বাসে যাতায়াত করেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এলাম নন এসি এবং এসি বাসের আলাদা আলাদা ভাড়া। আমরা আজকে হানিফ এন্টারপ্রাইজের বাসগুলোর তথ্যগুলো আপনাদের দিয়েছি তাই চেষ্টা করব হানিফ এন্টারপ্রাইজের নন এসি এবং এসি বাসের ভাড়া আপনাদের জানাতে।
নন এসি বাসের ভাড়া
- মাগুরা টু ঢাকা ঢাকা টু মাগুরা যাতায়াতের জন্য হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাসের টিকিট মূল্য ধার্য করা হয়েছে 400 টাকা। যেহেতু এই রাস্তাটি দূরত্ব প্রায় 162 কিলোমিটার। তাই এই ভাড়াটি খুব যুক্তি যুক্ত একটি ভাড়া বলে গণ্য হবে।
এসি বাসের ভাড়া
- যদিও এই রুটে খুব বেশি এসি বাস চালু নেই তারপরও হানিফ এন্টারপ্রাইজ একটি বাস চালু রেখেছে। অনেকে এই এসি বাসে যাতায়াত করতে পছন্দ করেন। এই এসি বাসটি তার টিকিট মূল্য নির্ধারণ করেছে 1000 টাকা। আপনারা যারা যেতে ইচ্ছুক তারা 1000 টাকা খরচ করে যেতে পারবেন।
মাগুরা টু ঢাকা অনলাইন বাসের টিকিট 2023
আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে মাগুরা টু ঢাকা অনলাইন বাসের টিকিট কাটতে পারবেন। এর জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। আপনি যদি হানিফ এন্টারপ্রাইজের সরাসরি গিয়ে টিকিট কাটতে না চান তাহলে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। এছাড়াও shohoz.com এর মাধ্যমে আপনি আপনার টিকিট কাটতে পারেন। প্রয়োজন পড়লে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করে ও অনলাইনে টিকিট কাটার পদ্ধতি জেনে নিতে পারেন। আপনাদের সকলের শুভ যাত্রা কামনা করে আমাদের আজকের এই অনুচ্ছেদ এখানে শেষ করতে যাচ্ছি।