যশোর থেকে পোড়াদহ পর্যন্ত যে ট্রেনগুলো চলাচল করে আজকে আমরা সেই প্রত্যেকটি ট্রেন এর বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যারা আমাদের ওয়েবসাইটের নিয়মিত ভিজিটর আছেন তারা আমাদের এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন যশোর হতে পোড়াদহ ট্রেনের সিডিউল এবং টিকিটের মূল্য তালিকা সম্পর্কে। আশা করছি আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সম্পর্ণ আর্টিকেল পড়বেন এবং এখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
যশোর টু পোড়াদহ ট্রেনের সময়সূচী আন্তঃনগর
যশোর থেকে পোড়াদহ পর্যন্ত যে ট্রেনগুলো চলাচল করে তাদের মধ্যে বেশিরভাগ ট্রেন আন্তঃনগর ট্রেন হয়েছে। এ আন্তঃনগর ট্রেন গুলোর সেবার মান ভালো হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনগুলোতে যাতায়াত করছে। আমরা আজকে ট্রেনগুলোর সিডিউল এবং সময়সূচী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং চেষ্টা করব এই ট্রেনের বন্ধের দিন গুলো আপনাদের সামনে তুলে ধরতে।
কপোতাক্ষ এক্সপ্রেস 715
কপোতাক্ষ এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। কপোতাক্ষ এক্সপ্রেস নিয়মিত যশোর টু পোড়াদহ এ রুটে চলাচল করে। কপোতাক্ষ এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং মঙ্গলবার বন্ধ থাকে। কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে 7:23 এবং যাত্রা শেষ করে 9 টা 37 মিনিটে।
সুন্দরবন এক্সপ্রেস 725
সুন্দরবন এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। সুন্দরবন এক্সপ্রেস নিয়মিত যশোর টু পোড়াদহ এ রুটে চলাচল করে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং মঙ্গলবার বন্ধ থাকে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 11:10 এবং যাত্রা শেষ করে একটা 32 মিনিটে।
রুপশা এক্সপ্রেস 727
রুপসা এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। রুপসা এক্সপ্রেস নিয়মিত যশোর টু পোড়াদহ এ রুটে চলাচল করে। রুপসা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং বৃহস্পতিবার ট্রেন কি বন্ধ থাকে। রুপসা এক্সপ্রেস তার যাত্রা শুরু করে 8:12 এবং যাত্রা শেষ করে 10 টা 12 মিনিটে।
সীমান্ত এক্সপ্রেস 747
সীমান্ত এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। সীমান্ত এক্সপ্রেস নিয়মিত যশোর টু পোড়াদহ এ রুটে চলাচল করে। সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং সোমবার বন্ধ থাকে। সীমান্ত এক্সপ্রেস তার যাত্রা শুরু করে 10:20 এবং যাত্রা শেষ করে 12:31 মিনিটে।
সাগরদাঁড়ি এক্সপ্রেস 761
সাগরদাঁড়ি এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। সাগরদাঁড়ি এক্সপ্রেস নিয়মিত এ রুটে চলাচল করে। প্রতি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং এক দিন বন্ধ থাকে সেই বন্ধের দিন হল সোমবার। ট্রেনটি তার যাত্রা শুরু করে 5:12 এবং যাত্রা শেষ করে 7:30 ।
চিত্রা এক্সপ্রেস 763
চিত্রা এক্সপ্রেস নিয়মিত এই রুটে চলাচল করে। চিত্রা এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং সোমবার বন্ধ থাকে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 10:02 এবং যাত্রা শেষ করে 12:24 ।
যশোর টু পোড়াদহ ট্রেনের সময়সূচী মেইল এক্সপ্রেস
মহানন্দা এক্সপ্রেস 15
মহানন্দা এক্সপ্রেস একটি মেইল এক্সপ্রেস ট্রেন। মহানন্দা এক্সপ্রেস নিয়মিত এ রুটে চলাচল করে। প্রতি সপ্তাহে সাতদিন চলাচল করে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 1:05 এবং যাদের শেষ করে 4:24 ।
রকেট এক্সপ্রেস 24
রকেট এক্সপ্রেস নিয়মিত এ রুটে চলাচল করে। রকেট এক্সপ্রেস সপ্তাহে সাতদিন চলাচল করে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 10:50 এবং যাত্রা শেষ করে 3:10।
নকশি কাঁথা এক্সপ্রেস 25
নকশি কাঁথা এক্সপ্রেস নিয়মিত এ রুটে চলাচল করে। নকশি কাঁথা এক্সপ্রেস সপ্তাহে সাতদিন চলাচল করে। নকশি কাঁথা এক্সপ্রেস তার যাত্রা শুরু করে 3:55 এবং যা আছে শেষ করে 7:10 এ।
যশোর টু পোড়াদহ ট্রেনের ভাড়ার তালিকা
যশোর থেকে পোড়াদহ ট্রেনের ভাড়ার তালিকা গুলো সরকারিভাবে নির্ধারণ করা হয়ে থাকে আমরা এখন সে ভাড়ার তালিকা গুলো উল্লেখ করব।
শোভন আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 110 টাকা। শোভন চেয়ার আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 135 টাকা। প্রথম আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 175 টাকা। স্নিগ্ধা আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 220 টাকা। এসি আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 265 টাকা। এবং এসি বার্থ আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 395 টাকা।