গাইবান্ধা টু বগুড়া ট্রেনের সময়সূচী ২০২৩ টিকিট এবং ভাড়ার তালিকা

 

গাইবান্ধা টু বগুড়া পর্যন্ত ট্রেনের যাত্রীদের জন্য আজকের বিশেষ এ আর্টিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা আমাদের এই আর্টিকেল আলোচনা করতে যাচ্ছি গাইবান্ধা থেকে বগুড়া পর্যন্ত যে ট্রেনগুলো চলাচল করে সে ট্রেনের বিভিন্ন খবরাখবর নিয়ে। আমাদের ওয়েবসাইটে যারা নিয়মিত ভিজিটর আছেন তারা অবশ্যই জানেন আমরা কি ধরনের পোস্ট আমাদের ওয়েবসাইটে আপলোড করে থাকি এবং সেই পোস্টগুলোতে কি ধরনের তথ্য থাকে।

আপনারা যারা নিয়মিত গাইবান্ধা থেকে বগুড়া পর্যন্ত যাতায়াত করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের অনুচ্ছেদে অনেকগুলো তথ্য থাকবে। আপনারা আমাদের আজকের অনুচ্ছেদ থেকে জানতে পারবেন গাইবান্ধা থেকে বগুড়া পর্যন্ত ট্রেন চলাচল করে প্রত্যেকটি ট্রেনের সিডিউল সম্পর্কে। সকল তথ্য আপনারা একটিমাত্র অনুচ্ছেদ থেকেই জানতে পারবেন।

ট্রেন গুলো কখন স্টেশন ছেড়ে যাচ্ছে এবং কখন তার গন্তব্য স্থানে এসে পৌঁছাচ্ছে সে বিষয়ে আপনারা আমাদের এই অনুচ্ছেদ থেকে জানতে পারবেন। এছাড়াও এর পাশাপাশি আপনারা জানতে পারবেন এই ট্রেনগুলো সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ প্রতি সপ্তাহে একদিন করে যদি বন্ধ থাকে সেই দিনটি কোন দিন।

গাইবান্ধা টু বগুড়া আন্তঃনগর ট্রেন

গাইবান্ধা থেকে বগুড়া পর্যন্ত বেশ কয়েকটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করে। এ আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করা অত্যন্ত আরামদায়ক এবং এই ট্রেনগুলোতে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। আপনারা যদি নিয়মিত এই ট্রেনে যাতায়াত করেন তাহলে দেখতে পারবেন এখানে রয়েছে ক্যান্টিনের ব্যবস্থা এবং নামাজ পড়ার জন্য আলাদা নামাজ ঘরের ব্যবস্থা। এর পাশাপাশি ট্রেনের অভ্যন্তরের পরিবেশ অত্যন্ত ভালো হওয়ায় যাত্রীরা নিয়মিত ট্রেনে যাতায়াত করে।

গাইবান্ধা টু বগুড়া ট্রেনের সময়সূচী আন্তঃনগর

করতোয়া এক্সপ্রেস 714

করতোয়া এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। করতোয়া এক্সপ্রেস নিয়মিত গাইবান্ধা টু বগুড়া এ রুটে চলাচল করে। করতোয়া এক্সপ্রেস সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের কোন ছুটির দিন নাই। করতোয়া এক্সপ্রেস তার যাত্রা শুরু করে 7:57 এবং যাত্রা শেষ করে 9:21 মিনিটে।

লালমনি এক্সপ্রেস 752

লালমনি এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। লালমনি এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং শুক্রবার বন্ধ থাকে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 11:48 এবং যাত্রা শেষ করে 1:00 মিনিটে।

দোলনচাঁপা এক্সপ্রেস 768
দোলনচাঁপা এক্সপ্রেস একটি আন্তঃনগর ট্রেন। দোলনচাঁপা এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং রবিবার বন্ধ থাকে। ট্রেনটি তার যাত্রা শুরু করে 10:14 এবং যাত্রা শেষ করে 11:35।

গাইবান্ধা টু বগুড়া ট্রেনের সময়সূচী মেইল এক্সপ্রেস

আপনারা যারা গাইবান্ধা থেকে বগুড়া মেইল এক্সপ্রেস ট্রেন গুলোতে চলাচল করেন তাদের জন্য আমাদের অনুচ্ছেদের এই অংশটুকু।

উত্তরবঙ্গ মেইল 08

উত্তরবঙ্গ মেইল এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত এ রুটে চলাচল করে। ট্রেনটি সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন নাই। ট্রেনটি তার যাত্রা শুরু করে 1:14 এবং যাত্রা শেষ করে 10:55।

বগুড়া এক্সপ্রেস 20

বগুড়া এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত এ রুটে চলাচল করে। প্রতি সপ্তাহে সাতদিন চলাচল করে অর্থাৎ এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন নাই। ট্রেনটি তার যাত্রা শুরু করে 7:30 এবং যাত্রা শেষ করে 5:12।

পদ্মরাগ এক্সপ্রেস 22
পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত এ রুটে চলাচল করে। প্রতি সপ্তাহে ট্রেনটি সাতদিন চলাচল করে এবং এই ট্রেনের কোন সাপ্তাহিক ছুটির দিন নাই। ট্রেনটি তার যাত্রা শুরু করে 9:59 এবং যাত্রা শেষ করে 7 টা 45 মিনিটে।

গাইবান্ধা টু বগুড়া ট্রেনের ভাড়ার তালিকা

সরকারিভাবে গাইবান্ধা টু বগুড়া ট্রেনের ভাড়ার তালিকা গুলো নির্ধারণ করা হয়ে থাকে আমরা এখন সে ভাড়ার তালিকা গুলো উল্লেখ করব।

শোভন আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 65 টাকা। শোভন চেয়ার আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 75 টাকা। প্রথম আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 100 টাকা। স্নিগ্ধা আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 125 টাকা। এসি আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 150 টাকা। এসি বার্থ আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 225 টাকা।