ফেনী টু ঢাকা বাসের সময়সূচী, ভাড়া, অনলাইন টিকিট 2023

আমাদের আজকের সম্পূর্ণ পোস্ট জুড়ে থাকবে ফেনী টু ঢাকা বাসের সকল তথ্য। আপনারা যারা এই রুটের নিয়মিত যাত্রী অথবা মাঝে মধ্যে যাতায়াত করেন তাদের জন্য আজকে আমাদের ওয়েবসাইটে আমরা এই পোষ্ট পাবলিশ করতে যাচ্ছি। প্রথমে কয়টি বিষয়ে আমরা খুব ভালো ভাবে ক্লিয়ার করে দিতে চাই। আমাদের এই পোস্ট হতে আপনারা কি কি তথ্য পেতে পারেন।

প্রথমত আমরা ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে যেসকল বাসগুলো যায় তাদের সময়সূচী সম্পর্কে আপনাদের জানাবো। এরপরে আমরা সেই বাসের এসি এবং ননএসি ভাড়া আপনাদের জানাবো। সর্বশেষে যেটি আপনাদের জানাব সেটি হল বাসের অনলাইন টিকিট কিভাবে কাটা যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের অনুচ্ছেদ।

ফেনী জেলা সম্পর্কে কিছু তথ্য

ফেনী জেলা বাংলাদেশের অন্যতম কয়েকটি জেলার মধ্যে একটি। এই জেলাটি প্রায় সকলের কাছেই পরিচিত একটি জেলা। ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় 157 কিলোমিটার। এই দীর্ঘ পথ সবাই বাসেই বেশি যাতায়াত করতে পছন্দ করেন। চিটাগাং হাইওয়ে দিয়ে ঢাকা থেকে ফেনীতে যাতায়াত করা হয়। প্রতিদিন মানুষ তাদের বিভিন্ন কাজের জন্য ঢাকা টু ফেনী, ফেনী টু ঢাকা যাতায়াত করেন। আমরা এই রুটের বাসের সকল তথ্য দেওয়ার উদ্দেশ্যে আজকে এই লেখা শুরু করেছি।

বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হল ফেনী জেলা। ফেনী জেলাতে মোট 6 টা উপজেলা রয়েছে। এর পাশাপাশি এই জেলাতে 6 টা থানা, 5টা পৌরসভা এবং 43 টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

ফেনী জেলাতে রয়েছে একটি বিশ্ববিদ্যালয় এবং 11 টি ডিগ্রী কলেজ। এছাড়াও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কারিগরি ইত্যাদি মিলিয়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান। ফেনী জেলা তে রয়েছে দর্শনীয় স্থান হিসেবে ফেনী নদী ও ফেনী বিমানবন্দর। এছাড়াও আরো বহু নান্দনিক স্থান রয়েছে যেখানে অনেক মানুষ বেড়াতে যান।

ভাষাশহীদ আব্দুস সালাম এবং জহির রায়হান এই জেলায় জন্মগ্রহণ করেন। আরো বহু ব্যক্তিত্ব রয়েছে যারা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এরা এই জেলাতে জন্মগ্রহণ করেন।

মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য অথবা তাদের ব্যবসার কাজে ফেনী থেকে ঢাকা জেলায় নিয়মিত যাতায়াত করেন। বাসে যাতায়াত আরামদায়ক বলে বেশিরভাগ মানুষই বাসে যাতায়াত করতে পছন্দ করেন।

ফেনী টু ঢাকা বাসের সময়সূচী

এখন আমরা আপনাদের জানাব ফেনী টু ঢাকা এই রুটে কোন বাস কখন ঢাকার উদ্দেশ্যে ছাড়ে এবং কোন বাস কখন ঢাকা তে পৌঁছায়।

সকালের বাসের সময়সূচী

  • দেশ ট্রাভেলস ফেনী টু ঢাকা এই রুটে তাদের অনেক বাস চালু রেখেছে। তাদের একটি বাস রয়েছে যেটি সকাল 6 টা 55 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ঢাকা আরামবাগ কাউন্টারে ভোর 4 টা 5 মিনিটে যাত্রা শেষ করে। এই বাসটি একটি এসি বাস এবং এই বাসটির কোড নম্বর 77 চিটাগাং টু ঢাকা।
  • দেশ ট্রাভেলস ফেনী টু ঢাকা এই রুটে তাদের আরো একটি এসি বাস চালু রেখেছে। এই বাসটি চিটাগাং থেকে ছেড়ে আসে এবং ফেনীতে যাত্রা শুরু করে সকাল 8:30 থেকে। বাসটি ঢাকা আরামবাগ কাউন্টার ভোর 3 টা 10 মিনিটে এসে তার যাত্রা শেষ করে।
  • দেশ ট্রাভেলস কক্সবাজার থেকে তাদের একটি এসি বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। এই বাসটি ফেনী থেকে যাত্রা শুরু করে সকাল 9:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে। বাসটি ঢাকাতে এসে পৌঁছায় সকাল 8 টা 45 মিনিটে আরামবাগ কাউন্টার। বাসটির কোচ নম্বর হল 14 কক্সবাজার টু ঢাকা।

দুপুরের বাসের সময়সূচী

  • দুপুরবেলা তে যারা যাত্রা করতে পছন্দ করেন তাদের জন্য দেশ ট্রাভেলস নিয়ে এসেছে ফেনী টু ঢাকা এই রুটে একটি এসি বাস। এই বাসটি দুপুর 1 টা 55 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাসটি রাত 9 টা 10 মিনিটে এসে ঢাকা আরামবাগ কাউন্টারে তার যাত্রা শেষ করে। বাসটির কোড নম্বর 653 খাগড়াছড়ি টু ঢাকা।
  • দুপুর বেলাতে দেশ ট্রাভেলস ফেনী টু ঢাকা এই রুটে তাদের একটি নন এসি বাস রেখেছে। পাঁচটি কক্সবাজার থেকে ছেড়ে আসবে এবং ফেনীতে যাত্রা শুরু করবে বিকেল 3 টা 45 মিনিটে। বাসটি রাত 9 টা 59 মিনিটে ঢাকা কাউন্টারে এসে তার যাত্রা শেষ করবে।
  • দেশ ট্রাভেলস এর আরো একটি এসি বাস যা চট্টগ্রাম থেকে বিকেল 5:15 মিনিটে ছেড়ে আসবে। এই বাসটি ফেনী হয়ে ঢাকায় এসে পৌঁছবে রাত 11 টা 40 মিনিটে। ঢাকা আরামবাগ কাউন্টারে এই বাসটি এসে পৌঁছাবে এবং এই বাসটি কোচ নাম্বার হল 22 চট্টগ্রাম টু ঢাকা।

রাতের বাসের সময়সূচী

  • রাতে দেশ ট্রাভেলস নিয়ে এসেছে তাদের ফেনী টু ঢাকা বাস সার্ভিস। এ সার্ভিসে তারা বান্দরবান থেকে ছেড়ে আসা ঢাকামুখী বাস এর মাধ্যমে ফেনী থেকে ঢাকা সার্ভিস দিচ্ছে। এই বাসটি একটি এসি বাসে যা রাত 9:30 এ ঢাকার উদ্দেশে বান্দরবান থেকে ছেড়ে আসবে এবং ফেনী হয়ে ঢাকায় পৌঁছাবে ভোর 6 টা 10 মিনিটে। এই বাসটির কোচ নাম্বার হল 752 বান্দরবান টু ঢাকা।
  • দেশ ট্রাভেলস এর আরো একটি বাসে রয়েছে যার কোচ নাম্বার 55 চিটাগং টু ঢাকা এই বাসটি এসি বাস। বাসটি রাত 11 টা 45 মিনিটে চিটাগং থেকে ছেড়ে আসবে ঢাকা আরামবাগ কাউন্টার এর উদ্দেশ্যে। এই বাসটি ঢাকাতে এসে পৌঁছবে ভোর 6 টা 31 মিনিটে।
  • রাতে চিটাগাং থেকে ছেড়ে আসবে দেশ ট্রাভেলস এর আরো একটি এসি বাস যে বাসটির কোষ নম্বর 17 চিটাগাং টু ঢাকা। বাসটি রাত 11 টা 58 মিনিটে চিটাগাং থেকে ছেড়ে আসবে এবং ফেনী হয়ে ঢাকাতে প্রবেশ করবে আরামবাগ কাউন্টারে ভোর 6 টা 29 মিনিটে।
  • চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে সর্বশেষ যে বাসটি ছেড়ে আসে সেটি ফেনী হয়ে ঢাকা তে পৌঁছায়। বাসটি চট্টগ্রামে সাড়ে 11 টা 59 মিনিটে এবং ঢাকা আরামবাগ কাউন্টারে এসে পৌঁছায় ভোর 6 টা 30 মিনিটে। বাসটি একটি এসি বাস এবং এই বাসের কোচ নাম্বার 58 চিটাগাং টু ঢাকা।

ফেনী টু ঢাকা বাসের ভাড়া

ফেনী টু ঢাকা এই রুটে বাসের ভারা গুলো উল্লেখ করা হলো। আমরা এসি এবং ননএসি ভেদে ভাড়া আলাদা করে দিয়েছি।

এসি বাসের ভাড়া

  • যারা এই রুটে এসি বাসে যাতায়াত করতে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি যে ফেনী টু ঢাকা প্রায় 157 কিলোমিটার। এই দীর্ঘ পথ যাতায়াত এর জন্য আপনাকে এসি বাসের একটি টিকিট মূল্য 500 টাকা দিতে হবে।

নন এসি বাসের ভাড়া

  • ফেনী টু ঢাকা রুটে যারা নন এসি বাসে যাতায়াত করতে পছন্দ করেন তাদের জন্য প্রতি টিকিটের মূল্য ধার্য করা হয়েছে তিনশত পঞ্চাশ টাকা 350 টাকা। প্রতি সিট এর ভাড়া 350 টাকা।

অনলাইনে ফেনী টু ঢাকা বাসের টিকিট

 অনলাইনে যারা ফেনী টু ঢাকা বাসের টিকিট কাটতে চাচ্ছেন তারা আমাদের এই অংশটুকু লক্ষ্য করুন।

  • আপনার মোবাইলের অথবা কম্পিউটারের যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখান থেকে shohoz.com এ প্রবেশ করুন।
  • সেখান থেকে সার্চ দেন আপনার গন্তব্যস্থলে যাওয়ার বাস গুলো সম্পর্কে। যাত্রা শুরুর সময় এবং শেষের সময় উল্লেখ করুন এবং যাত্রার তারিখ উল্লেখ করুন।
  • সিলেক্ট করুন আপনার পছন্দের বাস এবং বাসের সিট। এরপরে আপনি অনলাইনে পেমেন্ট করুন আপনার টিকিটের মূল্য।
  • পেমেন্ট করার জন্য আপনার কাছে অনেক কয়টি অপশন থাকবে। বিকাশ এর মাধ্যমেও আপনি পেমেন্ট করতে পারেন।
  • পেমেন্ট কমপ্লিট হলে আপনার টিকিট কাটার প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

আপনি যদি এইভাবে টিকিট না কাটতে পারেন তাহলে আরো বিস্তারিত ভাবে জানতে হলে আমাদের ওয়েবসাইটটি খুব ভালোভাবে ভিজিট করুন এবং সেখানে দেওয়া অনলাইনে টিকিট সম্পর্কিত তথ্যগুলো সংগ্রহ করে নিজে নিজেই নিজের টিকিট কেটে ফেলুন। যে কোন সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।