এগারসিন্দুর গোধূলি ট্রেনের সময়সূচী ২০২৩ ও টিকেট মূল্য তালিকা

আপনারা যারা ঢাকা থেকে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে ঢাকা এই রুটে যাতায়াত করতে চাচ্ছেন তাদের জন্য পছন্দের ট্রেন হল এগারসিন্দুর গোধূলির ট্রেন। আপনারা যারা নিয়মিত এই ট্রেনে যাতায়াত করেছেন তারা অবশ্যই জানেন কেন আমি এই ট্রেনকে সবথেকে ভালো বলেছি। এই ট্রেনের সার্ভিসগুলো অত্যন্ত ভালো মানের হয়েছে বলে ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা এই রুটে যাতায়াতকারী প্রত্যেকটি যাত্রী চেষ্টা করে এই ট্রেনে যাতায়াত করতে।

প্রতিবারের মত আজকেও আমরা একটি ট্রেনের বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার ধারাবাহিকতায় এগারসিন্দুর গোধূলির সময়সূচী টিকিট মূল্য এবং অন্যান্য বিস্তারিত তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। আশা করব আপনাদের এই তথ্যগুলো কাজে আসবে।

এগারসিন্দুর গোধূলির ট্রেন সেবা

আপনারা যারা এই ট্রেনে নিয়মিত যাতায়াত করেন তারা আমার সঙ্গে একমত হবেন যে এগারসিন্দুর গোধূলির ট্রেনে বিশেষ বিশেষ কিছু সুযোগ-সুবিধা রয়েছে যার মাধ্যমে সকলেরই ট্রেনে যাতায়াত করতে পছন্দ করে। একবার যাত্রা শেষ করার পরে পুরো ট্রেনটি পরিষ্কার করা হয় যার কারণে এই ট্রেনে যাত্রা করলে আপনি অত্যন্ত ভালোভাবে যাত্রা করতে পারবেন। এই ট্রেনে অত্যন্ত ভালো মানের ক্যান্টিন সুবিধা রয়েছে এবং রয়েছে নামাজের জায়গার ব্যবস্থা। এছাড়াও এই ট্রেনে রয়েছে ভালো শৌচাগার এবং অন্যান্য সুযোগ-সুবিধা অত্যন্ত ভালো থাকায় এই ট্রেনে নিয়মিত যাতায়াত করতে চাই সকলেই।

এগারসিন্দুর গোধূলি ট্রেনের সময়সূচী

এগারসিন্দুর গোধূলি ট্রেন ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটে চলাচল করে এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচল করে। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ট্রেনটিতে ঢাকা থেকে কিশোরগঞ্জ এই রুটে সাপ্তাহিক কোনো ছুটি নেই অর্থাৎ প্রতিদিন চলাচল করে কিন্তু কিশোরগঞ্জ টু ঢাকা এই রুটে সাপ্তাহে একদিন অর্থাৎ বুধবার ছুটির দিন।

ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার জন্য ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনটি 7:15 এ ছেড়ে আসে এবং কিশোরগঞ্জে পৌঁছায় 11 টা 15 মিনিটে। কিশোরগঞ্জ থেকে ঢাকা আসার উদ্দেশ্যে এই ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে 6:30 এ ছেড়ে আসে এবং 14 টা 40 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায়। ঢাকা থেকে কিশোরগঞ্জ এই রুটে সাপ্তাহিক কোনো ছুটি নেই।

এগারসিন্দুর গোধূলি বিরতি স্টেশন ও সময়সূচী

এগারসিন্দুর গোধূলি ট্রেনের ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ থেকে ঢাকা যাতায়াতের সময় যে যে স্টেশনে থামে প্রত্যেকটি স্টেশনের থামার সময় আমি উল্লেখ করলাম। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি বিমানবন্দরে 19:07, নরসিংদীতে 20:00, ভৈরবে 20:42, কুলিয়ারচর 21:25, সরারচর 21:49, মানিকখালী 22:10, গচিহাটা 22:22।

এই ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসে এবং বিরোধী দেয় গচিহাটা 13:08, মানিকখালী 13:30, সরারচর 13:52, কুলিয়ারচর 14:14, ভৈরব বাজার 14:45, নরসিংদী 15:38, বিমানবন্দর 16:23। ঢাকা থেকে কিশোরগঞ্জ এই রুটে সাপ্তাহিক কোনো ছুটি নেই।

এগারসিন্দুর গোধূলি ট্রেনের ভাড়ার তালিকা

এই ট্রেনে বিভিন্ন ধরনের সিটের ভাগ রয়েছে এবং সেই অনুযায়ী ট্রেনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। আমরা আপনাদের প্রত্যেকটি টিকিটের ধরনের উপর ভিত্তি করে কি ভাড়া নির্ধারণ করা হয়েছে তা এখন জানাবো।

শোভন সিটের ভাড়া 125 টাকা, শোভন চেয়ার এর ভাড়া 150 টাকা, প্রথম শ্রেণির সিট 200 টাকা, প্রথম বার্থ সিট 300 টাকা, স্নিগ্ধা 288 টাকা, এসি সিট 345 টাকা,এসি বার্থ সিট 518 টাকা।

আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের কিছু সঠিক তথ্য প্রদান করতে যাতে করে আপনারা যখন যাত্রাপথে বের হবেন এবং আমাদের তথ্যের উপর নির্ভর করে বের হবেন তখন কোন ভোগান্তিতে না পরেন। আমরা বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষের সর্বশেষ আপডেট অনুযায়ী আমাদের সকল তথ্য কে সাজিয়েছি যাতে করে আপনারা কোন ধরনের ভুল তথ্য না পান। আমাদের আজকের আর্টিকেল কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করবেন অবশ্যই।